Facebook Page – কিভাবে আপনার ফেসবুক পেজ দর্শকদের জন্য আরও আকর্ষণীয় করে তুলবেন?

দিনের পর দিন ফেসবুক পেজ এর চাহিদা ও জনপ্রিয়তা বাড়ছে। যার কারন হলো Facebook হল বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, বিশ্বব্যাপী 2 বিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে৷ এটি মানুষকে সারা বিশ্ব থেকে অন্যদের সাথে যোগাযোগ বা সংযোগ করতে এবং তাদের চিন্তাভাবনা, ধারণা, ফটো এবং ভিডিও শেয়ার করে নিজের লাইফ স্টাই শেয়ার করতে এবং আবেগ ও অনুভুতি গুলো সকলের সাথে ভাগ করে দেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। শুধু তাই নয়, স্যোশাল মিডিয়ার যোগাযোগ এর সাথে সাথে ফেসবুক পেজ এখন অনেকের ই রোজগার বা ব্যবসার অন্যতম মাধ্যম।

তাই চ্যাটিং বা শেয়ারিং ই নয়। আপনি চাইলে ফেসবুক পেজ এর মাধ্যমে নিজের প্রতিভার সঞ্চার ও বিকাশ ঘটাতে পারবেন। নিজের অনলাইন ব্যবসা চালাতে পারবেন। গান, কবিতা, ছবি আকা, গল্প বা যেকোনো ধরনের সৃজনশীলতা প্রকাশ করে জনপ্রিয়তা অর্জন করতে পারবেন। এক কোথায় ফেসবুক পেজ একজন কে আম আদমি থেকে সেলিব্রেটি করে দিতে পারে। গরীব থেকে কোটিপতি করে দিতে পারে। শুধু সুযোগ গুলোকে কাজে লাগাতে হবে, সময় বুঝে।

ফেসবুক পেজ এর ফলোয়ার বাড়াবেন কিভাবে?

আপনার ফেসবুক পেজ (Facebook Page) এর দর্শকদের জন্য আকর্ষক বিষয়বস্তু তৈরি করা হল ফলোয়ারদের একটি কার্যকর সম্প্রদায় গড়ে তোলার চাবিকাঠি। আপনার শ্রোতাদের সাথে অনুরণিত এবং আপনার পৃষ্ঠার সাথে ইন্টারঅ্যাক্ট করতে উত্সাহিত করে এমন সামগ্রী বিকাশে আপনাকে সহায়তা করার জন্য এখানে কিছু টিপস রয়েছে৷

দর্শকদের চাহিদা বুঝুনঃ

আপনার সাবস্ক্রাইবার, দর্শক বা শ্রোতা রা কি পছন্দ করে। সেটা বুঝতে পারলেই আপনার অর্ধেক কাজ হয়ে যাবে। যেমন, আপনার সাবক্রাইবার রা যদি গান পছন্দ করে, সেখানে আপনি কার্টুন ভিডিও দিলে আপনার ভিডিও কেউ দেখবে না। সেখানে এমনি এমনিই আপনার ফেসবুক পেজ ডাউন হয়ে যাবে। আর শুধু দর্শকদের চাহিদা বুঝলেই হবে না, আপনার পারদর্শিতা ও প্রয়োজন। কারন আপনার পেজ থেকে কেমন কন্টেন্ট দেখতে আগ্রহী তা বোঝা অপরিহার্য৷ কিন্তু আপনি সেগুলো না পারলে, আন্দাজে ভিডিও দিলে সেটা লোকের কাছে ভালো না ও লাগতে পারে।

কন্টেন্ট এর মান ভালো করুন:

Facebook Page

আপনার দর্শকরা যাতে আপনার ভিডিও বা কন্টেন্ট দেখে সন্তুষ্ট হয়, তার জন্য কোয়ালিটি মেইন্টেইন করতে হবে। মনে রাখবেন, এখন প্রতিযোগিতা অনেক। আর অনলাইনে আপনি যা সার্স করবেন, সেটাই পেয়ে যাবেন। তাই আপনার কন্টেন্ট ভালো না হলে লোকে দেখবে না। আর জনপ্রিয়তা ও পাবেন না। আর তাছাড়া আপনার ফেসবুক পেজ এ বেশি স্পন্সর কন্টেন্ট রাখবেন না, এতে নেগেটিভ রিভিউ আসতে পারে। মোটকথা আপনার ফেসবুক পেজ এ ভালো কিছু রাখতে

মাল্টিমিডিয়া যুক্ত কন্টেন্ট রাখুনঃ

এই সময়ে লোকের কাছে সময় খুব কম। তাই মাল্টিমিডিয়া বা ভিজ্যুয়াল কন্টেন্ট আপনার অনুগামীদের মনোযোগ আকর্ষণ করতে এবং বেশি সময় ধরে আপনার ফেসবুক পেজ এ থাকতে তাদের বাধ্য করবে। তাই ভিডিও বা ফানি কিছু আপলোড করলে অনেক সময় ধরে আপনার ফেসবুক পেজ এ লোকে ভিজিট করবে। আর এঙ্গেজ টাইম বেশি হলে আপনার পোষ্ট ভাইরাল হবে।

ফানি ভিডিও বা হাস্যকর কন্টেন্টঃ

একটা উদাহরন দিচ্ছি। একজন হরর অডিও স্টোরি কন্টেন্ট নিয়ে কাজ করে। আর আরেকজন ডবল মিনিং ফানি জোকস নিয়ে কন্টেন্ট করে। দুজনের দিক দিয়ে তুলনামুলক ভাবে ফানি কন্টেন্ট বেশি জনপ্রিয়তা পাবে। যদিও তার মানে এই নয় যে হরর স্টোরি কেউ সোনে না, তবে বেসিরভাগ মানুষতুলনামুলক ভাবে ফানি কন্টেন নিয়ে আগ্রহ বেশি দেখায়। এছাড়া লোকেরা এখন হাসতে ভালবাসে, তাই যদি ৩, ৪ মিনিটের ফানি ভিডিও পোষ্ট করেন, তবে তাড়াতাড়ি ফলোয়ার বাড়তে পারে।

লাইক কমেন্ট করার সুযোগ দিন:

আপনার অনুগামীদের আপনার ফেসবুক পেজ এ কমেন্ট করার জন্য, তাদের প্রশ্ন করুন। ভোটিং চালু করুন। ভিডিওর শেষে প্রশ্ন করে কমেন্ট বক্সে উত্তর দিতে বলুন। এতে দর্শক যত কমেট ও লাইক করবে, তত পোষ্ট টি ভাইরাল হবে। আর এতেই যেকোনো একটি পোষ্ট আপনাকে পপুলার করে দিতে পারে। এইভাবে এক এক করে ফেসবুক পেজ পপুলার ও জনপ্রিয় করতে হয়।

কমেন্ট এর উত্তর দিন:

আপনার কন্টেন্ট দেখে সাবস্ক্রাইবার কমেট করলে সেগুলো কে এড়িয়ে যাবেন না। তাদের প্রশ্নের রিপ্লাই দিন। কারন এগুলো অনেক দর্শক পড়ে থাকে, আর এতে আপনার Watrch Time -বেড়ে যজাবে।সুধু তাই নয়, অন্য সাবক্রাইবার ও আপনাকে প্রশ্ন করবে। আর মনে রাখবেন, যত সময় ধরে আপনার পেজ এ একটিভ থাকবে, তত বেশি Ranking করবে।

এক দিন না একদিন ভাইরাল হবেই। যদিও ভালো কন্টেন্ট তৈরী করলে বেশি কিছুর দরকার হয় না। তবে দর্শকদের চাহিদা বুঝতে পারলেই আপনি একদিন পপুলার হবেন। তবে মনে রাখবেন যে বিষয়বস্তু আপনার দর্শকদের জন্য উপযোগী, সেগুলো দেবেন। তবে পলিসি বিধি ভঙ্গ করবেন না। নিয়ম মেনে চলুন, খারাপ ভাষা ব্যাবহার করবেন না, ভিডিও বা আপনার কন্তেন্ট এ।

Leave a Comment