Laptop Slow, কাজ করতে পারছেন না? জেনে নিন কি করলে জেটগতিতে ছুটবে ল্যাপটপ।
একটি কম্পিউটার বা ল্যাপটপের স্পীড বা গতি নির্ভর করে কম্পিউটার বা ল্যাপটপ কিভাবে আপনার কাজ দ্রুততার সাথে করে দেবে(How to speed up Laptop). যদি আপনার সিস্টেম খুবই স্লো হয়, তাহলে কাজ করতে ক্লান্তি বোধ করতে পারেন। আবার অপর দিকে যদি আপনার সিস্টেম খুবই ফাস্ট হয়, তবে কাজ করতে মজা আসে। এবং কম সময়ে বেশি কাজ করা যায়। কাজ করতে বোরিং লাগে না। যদি আপনার সিস্টেম অ্যাপ্লিকেশন খুলতে, ওয়েব ব্রাউজ করতে এবং মাল্টিটাস্ক করতে অনেক সময় লাগে তাহলে খুবই বিরক্তিকর একটা অভিজ্ঞতার সৃষ্টি হয়।
যদি গেম খেলতে গিয়ে বার বারভ ল্যাগ খায়, তাহলেও মেজাজ খারাপ হয়ে যায়। তাই কম্পিউটার বা ল্যাপটপ এর স্পীড বাড়ানো খুবই জরুরী। তাই খুব সহজেই কয়েকটি ট্রিক্সস মেনে ছল্লে, আপনার সিস্টেম এর গতি খুবই সহজেই বাড়াতে পারেন। আজকের এই পোস্টে এ আমরা, কিভাবে ল্যাপটপের গতি বাড়ানো যায় (How to speed up Laptop) এবং আপনারসিস্টেম কে আরও দ্রুততর করা যায়, এবং খুব সহজেই কিভাবে যেকোনো এপ্পলিকেশন খোলা যায়, সেই বিষয়ে আলোচনা করব। পুরো প্রতিবেদন পড়বেন।
How to speed up Laptopঃ
নতুন কেনার সময়ে আপনার ল্যাপটপ যেমন ছিলো, তেমন কাজ না করলে, বা তার চেয়ে স্লো হয়ে গেলে সকলেরই চিন্তার কারন হয়ে দাঁড়ায়। কাজের শুরুতেই কম্পিউটার বা ল্যাপটপটি অন করলেন, অপেক্ষায় আছেন এবার আপনার জরুরী কাজ শুরু করবেন। কিন্তু সেই অপেক্ষার সময় চলছে তো চলছেই, কম্পিউটার বা ল্যাপটপটি খুললেও তা এখনো কাজ করার জন্য শুরু করা যাচ্ছে না। কারণটা কি? কম্পিউটার বা ল্যাপটপের সিস্টেম এতটাই স্লো হয়ে গিয়েছে, যে জরুরী কাজ করার মুহূর্তে মেশিন আর কাজের উপযোগী হচ্ছেনা। যার ফলে তীব্র বিরক্তিভাব তৈরি হয়।
আর স্বাভাবিকভাবেই জরুরী বা দরকারি কাজ শুরুর মুখে যদি এইরকম পরিস্থিতি হয়, তাহলে যারপরনাই সমস্যা। যদি কম্পিউটার বা ল্যাপটপটি (When Open Laptop) খোলার সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে হাই স্পিডে কাজ করা শুরু করতো, তাহলে আপনি নিমেষের মধ্যেই কাজগুলো করে ফেলতে পারতেন। কিন্তু এমন সমস্যা তৈরি হয়েছে যে আপনি কাজও করতে পারছেন না, মেজাজ বিগড়ে যাচ্ছে। হাই স্পিডে কম্পিউটার বা ল্যাপটপ খুলে দিলে কাজ করতে যেমন আনন্দবোধ হয়, ঠিক সেইভাবেই যদি যথেষ্ট স্লো (Laptop Slow) হয়ে যায়, চরম বিরক্তি তৈরি হয়।
শুধু যে কাজের সময় তা নয়, গেম খেলতে গিয়েছেন বা গান শুনছেন কিংবা এন্টারটেইনমেন্ট এর জন্য Youtube খুলেছেন, অথচ কোনোটাই ঠিক মতো কাজ করতে চাইছে না। এর মূল কারণ, আপনার সিস্টেম খুবই স্লো (System Slow) তাহলে একটাই উপায়, কম্পিউটার বা ল্যাপটপের স্পিড বাড়ানো খুবই দরকার। এবার কিভাবে আপনার ল্যাপটপ বা কম্পিউটারের স্পিড (How to Increase Speed of Laptop) বাড়াবেন? মেশিনের সিস্টেমকে আরো গতিশীল (How to speed up Laptop) কিভাবে করে ফেলবেন?
যাতে খুব সহজে কোনো এপ্লিকেশন খোলা যায় বা কোন ওয়েব সার্চিং করা যায় বা যে কাজই করুন না কেন তা অতি দ্রুততার সাথে সম্পন্ন হয়। এখানে আপনার কম্পিউটার বা ল্যাপটপকে হাই স্পিড বা গতিশীল করার জন্য বেশকিছু ট্রিকস জানানো হবে, যার ফলে আপনার ল্যাপটপ বা কম্পিউটারটি নিমেষের মধ্যেই আপনার কাজ করতে উপযোগী হয়ে উঠবে। এবার দেখে নেওয়া যাক, কোন কোন বিষয়ের উপর নজর দিলে গতিশীল হবে আপনার Computer বা Laptop:
যারাই PC ল্যাপটপ ব্যবহার করেন তারাই এই ধরনের সমস্যার সম্মুখীন হন। যখন নতুন ল্যাপটপটি কিনেছিলেন তখন যেভাবে হাই স্পিডে কাজ করা যেত, এখন আর হচ্ছে না। যথেষ্ট স্লো হয়ে গিয়েছে, ঘন ঘন Crash করছে, একটি বিশৃঙ্খল হার্ড ড্রাইভের সঙ্গে লড়াই করছেন। এই পরিস্থিতি থেকে ল্যাপটপকে হাই স্পিড করতে হবে। এবার How to speed up Laptop বা সেই পরপর কয়েকটি ধাপের দিকে যদি নজর দেন, তাহলেই সেটা সম্ভব।
1. অব্যবহৃত প্রোগ্রাম আনইনস্টল করুন
ল্যাপটপের ক্ষমতা Optimise করার উল্লেখযোগ্য পদ্ধতি হলো যে সমস্ত প্রোগ্রাম ব্যবহার করছেন না, সেগুলো আনইন্সটল করে দেওয়া। ব্যবহার না করা প্রোগ্রামগুলো হার্ড ড্রাইভে জায়গা নিয়ে নিতে পারে। যার ফলে ল্যাপটপের ক্ষমতা স্লো হয়ে যেতে পারে। আনইন্সটল করার জন্য কন্ট্রোল প্যানেল খুলতে হবে। তারপরে একটি Programme Uninstall করুন, এতে ক্লিক করতে হবে। যে প্রোগ্রামটি আনইনস্টল বা রিমুভ করতে চান সেটিকে সিলেক্ট করুন এবং অন স্ক্রিনে যে সমস্ত নির্দেশ দেওয়া হচ্ছে তা অনুসরণ করুন। তাহলেই আপনার সিস্টেম ফাস্ট হয়ে যাবে (How to speed up Laptop).
2. আপনার হার্ড ড্রাইভ পরিষ্কার করুন
ব্যবহার না করা কোনো প্রোগ্রাম আনইন্সটল করলেই হার্ড ড্রাইভ পরিষ্কার করতে হবে। Disc Cleanup করার জন্য Start মেনু খুলুন তারপরে সার্চবারে Disc Cleanup টাইপ করুন। যে ড্রাইভটি পরিষ্কার করতে চাইছেন সেটি Select করুন এবং OK- তে ক্লিক করুন। এটি করলে যেকোনো Temporary File, Cashe Data এবং বিভিন্ন অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলবে। এছাড়া এই পদ্ধতির সবচেয়ে কার্যকরী টেকনিক হলো, HDD বদলে SSD লাগিয়ে নিলে (How to speed up Laptop) সিস্টেম ফাস্ট হবে।
3. ভাইরাস স্ক্যান করুন
ল্যাপটপের কার্যক্ষমতাকে ভাইরাস এবং অন্যান্য খারাপ সফটওয়্যারগুলি কমিয়ে দিতে পারে। ল্যাপটপকে আরও কার্যকরী এবং গতিশীল করার জন্য (How to speed up Laptop) নিয়মিত একটি ভাইরাস স্ক্যান চালাতে হবে। কারন অনেক ম্যাল ওয়্যার গুলো সিস্টেম এর স্বাভাবিক কাজ কে স্ল করে দিতে পারে। বেশিরভাগ Antivirus প্রোগ্রাম অটোমেটিক স্ক্যানের অপশন রয়েছে। এছাড়া আপনার নিজের সময় মতো সময়সূচী করার পদ্ধতিও রয়েছে। যার জন্য ম্যানুয়ালি করার কথা মনে রাখতে হবে না। আপনি অটোমেটিক ও সিডিউল্ড করে রাখতে পারবেন।
4. অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম বন্ধ করুন
অনেক প্রোগ্রাম ব্যাকগ্রাউন্ডে চলে, যেগুলো আপনার কোনও কাজে লাগেই না, আর কম্পিউটারের মেমরি ও RAM এর যায়গা দখল করে সিস্টেম স্লো করে দেয় (How to speed up Laptop). এমনকি আপনি যখন কম্পিউটার অন করেন, তখন আপনা আপনিই চালু হয়ে যায়। এমন বহু প্রোগ্রাম ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে যা আপনি সেইভাবে ব্যবহার করছেন না। তার ফলে ল্যাপটপের কার্যক্ষমতা স্লো করে দিতে পারে। সেইগুলোকে খালি করার জন্য অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম অক্ষম করতে হবে। এর জন্য Task Manager খুলুন। তারপরে Startup Tab এ ক্লিক করুন। যে অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলোকে বন্ধ করতে চান সেগুলোকে Select করে Disable-এ ক্লিক করুন।
5. ড্রাইভার আপডেট করুন
ল্যাপটপ fast বা দ্রুত ভাবে চালানোর জন্য নিয়মিত ড্রাইভার আপডেট করতে হবে। পুরনো বা ব্যাকডেটেড ড্রাইভারগুলি বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে পারে এবং ল্যাপটপের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে। Windows Update ব্যবহার করতে পারেন। আপডেট এর অপশন দিলে আপডেট করে নেবেন। (How to speed up Laptop) আবার ড্রাইভার ডাউনলোড করার জন্য নির্মাতার ওয়েবসাইটেও যেতে পারেন।
6. আপনার অপারেটিং সিস্টেম আপডেট করুন
Update Operating System:
ল্যাপটপ দ্রুত এবং হাই স্পিড থাকা বা (How to speed up Laptop) নিশ্চিত করার জন্য সবথেকে কার্যকরী পদ্ধতিগুলোর মধ্যে একটি হল অপারেটিং সিস্টেম আপটুডেট রাখা। সিস্টেমকে নিয়মিত আপডেট করতে হবে এবং নিরাপত্তা সমস্যা যাতে ঠিক করতে পারে এবং তার কর্মক্ষমতা যাতে আগের তুলনায় বৃদ্ধি পায়। আর সিস্টেম ও অনেক বেশি ফাস্ট হয়।
7. RAM বাড়ান
RAM বাড়ালে ল্যাপটপকে আরো মসৃণ ভাবে চালাতে সাহায্য করবে। ল্যাপটপের স্পিড এবং কার্যক্ষমতা বাড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়গুলির মধ্যে এটি হলো একটি জরুরী পদ্ধতি। RAM বাড়লে চাহিদা পূর্ণ যে সমস্ত কাজ রয়েছে তা পরিচালনা করতে পারবেন সহজেই।
ল্যাপটপ বা কম্পিউটারকে হাই স্পিড করার জন্য যে সমস্ত পদ্ধতি গুলো জানানো হলো, এগুলোর দিকে নজর দিলেই বা ঠিকঠাক ভাবে অনুসরণ করলে ল্যাপটপ বা কম্পিউটারের স্পিড বাড়বে। নিয়ম মেনে চললে ল্যাপটপ বা কম্পিউটার গতিশীল হবে এবং নিমেষেই আপনার জরুরী কাজ সম্পন্ন করতে পারবেন।