Life Insurance Plans – লাইফ ইন্সুরেন্স পলিসি কি?
লাইফ ইন্সুরেন্স পলিসি বা জীবন বীমা বা Life Insurance Policy বা Life Insurance Plans হলো গ্রাহক ও বীমা কোম্পানীর মধ্যে এক ধরনের এগ্রিমেন্ট বা চুক্তিপত্র। এই চুক্তিপত্রে জীবনবীমা কোম্পানী (Best Life Insurance Policy) গ্রাহকের প্রিমিয়াম এবং কি কি সুবিধা পেবেন সেটা উল্লেখ করা থাকে। জীবন বীমা হলো জীবনের সুরক্ষার জন্য চুক্তি করা, যেখানে বা গ্রাহকের দুর্ঘটনা, অঙ্গহানি বা মৃত্যু হলে জীবন বীমা কোম্পানী আর্থিক সুরক্ষা দিয়ে থাকে। পলিসির নিয়ম অনুসারে একাধিক সুবিধা পাওয়া যায়। তবে বিনিয়োগের আগে সেটা সম্পূর্ণ জেনে নিয়ে তারপর পলিসি করা উচিত।
Types of Life Insurance Plans:
জীবন বীমা বা Life insurance policy সাধারনত দুই ধরনের হয়ে থাকে।
- টার্ম ইন্সুরেন্স
- সেভিংস প্লাস লাইফ ইন্সুরেন্স
Term Insurance Plans (টার্ম ইন্সুরেন্স)ঃ
টার্ম ইন্সুরেন্স পলিসিতে শুধুমাত্র দুর্ঘটনা বা মৃত্যু এর ক্ষেত্রে ক্লেইম করা যায়। অর্থাৎ পলিসি (Life Insurance Plans) চলাকালীন বা পলিসির নিয়ম অনুযায়ী মেয়াদ পর্যন্ত কোনও দুর্ঘটনা, অঙ্গহানি বা মৃত্যু হলে তবেই পলিসির বেনিফিট ক্লেইম করা যায়। এক্ষেত্রে তিনটির কোনও টি না ঘটলে কোনও টাকা পাওয়া যায় না। তবে এই পলিসিতে প্রিমিয়াম খুবই কম থাকে। এবং ২০ থেকে ৩০ লাখের পলিসি করতে ও খুব বেশি প্রিমিয়াম দিতে হয় না।
Savings Life Insurance Plans (সেভিংস পলিসি)ঃ
সেভিংস লাইফ ইন্সুরেন্স পলিসিতে নির্দিষ্ট হারে রিটার্ন ও পাওয়া যায়। আর মূল পলিসি হারে (Sum Assured) মেয়াদ শেষে বা তার আগে নির্দিষ্ট পরিমান টাকা ও পাওয়া যায়। আবার পলিসি চলাকালীন দুর্ঘটনা, অঙ্গহানি বা মৃত্যু হলে পলিসি হোল্ডার বা নমিনি পলিসি ক্লেইম করে আর্থিক বেনিফিট পেতে পারেন। অর্থাৎ ক্লেইম হলেও টাকা পাওয়া যায়, ক্লেইম না হলেও টাকা পাওয়া যায়। তবে এক্ষেত্রে তুলনামুলক ভাবে প্রিমিয়াম বেশি হয়। কিন্তু বাজারে প্রচলিত একাধিক Fixed Deposit এর চেয়ে বেশি রিটার্ন পাওয়া যায়।
Various Savings Life Insurance Plans:
একাধিক সেভিংস পলিসিঃ
বাজারে বিভিন্ন কোম্পানীর বিভিন্ন রকম সেভিংস ইন্স্যুরেন্স পলিসি রয়েছে। যেখানে নির্দিষ্ট প্রিমিয়াম দিলে মেয়াদ শেষে টাকা যেমন পাওয়া যায়। আবার পলিসি চলাকালীন দুর্ঘটনা, অঙ্গহানী বা মৃত্যু হলে পলিসির টাকা ও ক্লেইম করা যায়। বিভিন্ন রকম সেভিংস পলিসি হলোঃ
- Guaranteed Return Plans
- ULIP Plans
- Child Plan
- Career Plans
- Pension Plans
- Retirement Plans
- Money Back Plans
১) এক্ষেত্রে গ্যারান্টিড রিটার্ন প্ল্যান (Life Insurance Plans) হলো, যেখানে নির্দিষ্ট পরিমান টাকা দিয়ে নির্দিষ্ট পরিমান টাকা মেয়াদ শেষে পাওয়া যায়।
২) ইউলিপ প্ল্যান হলো মার্কেট এর উপর নির্ভর করে। অনেকটা শেয়ার মার্কেট এর উপরে।
৩) চাইল্ড প্ল্যান হলো বাচ্চার সুরক্ষার জন্য অল্প অল্প করে জমানো টাকা, বাচ্চা বড় হলে তার ভবিষ্যতের জন্য কাজে লাগে।
৪) কেরিয়ার প্ল্যান হলো, কেউ নতুন চাকরি পেলে, অল্প অল্প করে জমিয়ে নির্দিষ্ট সময়ে বড় অংকের একটা ফান্ড গঠন করা যায়। এবং সে টাকা প্রয়োজনে কাজে লাগে।
৫) রিটায়ারমেন্ট প্ল্যান হলো, মধ্য বয়স থেকে অবসরের সময়ে কাজে লাগানোর জন্য পলিসি। যাতে শেষ বয়সে আর্থিক সমস্যা বা অভাব না হয়।
৬) পেনশন প্ল্যান হলো, চাকরির শেষে প্রতিমাসে নির্দিষ্ট পরিমান টাকা যাতে মাসে মাসে পাওয়া যায়, সেই পরিকল্পনা করে এই পলিসি করা হয়।
৭) মানি ব্যাক প্ল্যান হলো প্রতিমাসে বা নির্দিষ্ট সময় অন্তর টাকা জমিয়ে ৪ বা ৬ বছর পর পর একটা টাকা পাওয়া যায়। আবার মেয়াদ শেষে ও টাকা পাওয়া যায়।
আরও পড়ুন, মাত্র 252 টাকা জমিয়ে, পান 58 লাখ টাকা, LIC এর বাম্পার পলিসিতে আজই বিনিয়োগ করুন।
Various Life Insurance Companies in India
বর্তমানে সরকারি কোম্পানীর সাথে তাল মিলিয়ে প্রচুর প্রাইভেট কোম্পানী ও রয়েছে, যারা খুবই ভালো পরিষেবা (Life Insurance Plans) দিয়ে থাকে। এক নজরে দেখে নিন কয়েকটি প্রথম সারির লাইভ ইন্সুরেন্স কোম্পানির তালিকা। (LIC, Max Life Insurance plans list)
- Life Insurance Corporation in India
- PNB Met Life
- SBI Life
- Max Life Insurance Company
- ICICI Life Insurance
- TATA AIA Insurance
- Bharati Axa
Best Life Insurance Plans in India
Life Insurance Plans | Entry Age | Policy Term | Sum Assured |
LIC Jeevan Anand | 18 – 45 | 8, 16, 25 | 10L- 50L |
LIC New Endowment Plan | 08- 70 | 8, 16, 25 | 1L – 1Cr |
ICICI iProtect Smart | 18- 65 | 5 to Life | 50L – 10Cr |
PNB Met Life Mera Term Plan | 18- 60 | 10 to 40 | 25L – NA |
HDFC Click 2 Protect Super | 18 – 65 | 0 to 85 | 50L – 20 Cr |
উপরোক্ত পলিসি গুলোর কাস্টোমার রিভিউ এবং ক্লেম সেটেলমেন্ট রেশিও ৯৮% এর উপরে। এবার আপনার সুবিধা এবং পছন্দ মতো যেকোনো প্ল্যান বেছে নিতে পারেন। তবে মনে রাখবেন, বয়স যত কম হবে প্রিমিয়াম ততো কম হবে। এবং ত্রৈমাসিক প্রিমিয়াম থেকে বার্ষিক প্রিমিয়ামে লাভ বেশি। এবার আপনার সামর্থ্য অনুযায়ী প্রিমিয়াম দেবেন। তবে একই একাধিক প্ল্যান না করে যেকোনো বড় প্ল্যান করা উচিত। সঞ্চয় বা বিনিয়োগের ক্ষেত্রে একাধিক কোম্পানীর প্ল্যান করা উচিত। কিন্তু ইন্সুরেন্স এর ক্ষেত্রে এক যায়গায় করলে প্রসেসিং ফিস কম লাগে।
সতর্কতা
মনে রাখবেন জীবনবীমা বাজারজাত ঝুকি সাপেক্ষ হতে পারে। এবং ক্লেইম এবং প্রিমিয়ামের নিয়ম কানুন পড়ে নেবেন। এজেন্টের মুখের কথায় পলিসি না কিনে, কাগজে লেখা আছে কিনা দেখে নেবেন। কারন এমন প্রচুর উদাহরন রয়েছে, যে যা সুবিধা পাওয়া যায়, তার চেয়ে বেশি বেশি বলে গ্রাহক কে কনভিন্স করে পলিসি বিক্রয় করা হয়েছে। কিন্তু পরে সেই সুবিধা না পেয়ে গ্রাহক প্রতাড়িত হয়েছেন। এবং প্রিমিয়াম ও নিজেই দেওয়া উচিত। প্রতিবেদনটি ভালো লাগলে অন্যদের শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের আরও তথ্য পেতে PM Bangla ফলো করুন। আপনাদের কোনও মতামত ও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।