বাড়ি বড় হোক বা ছোটো সুন্দর করে ঘর সাজানো বা Home Decoration এর প্রয়োজন সব বাড়িতেই। বড় বনেদি বাড়ির আমল এখন আর নেই। যুগের সঙ্গে সঙ্গে সবকিছুই বদলেছে। বেড়েছে জিনিসের দাম এবং কমেছে মানুষের আয়। তাই আগের মত বড় বাড়ি বানানো মানুষের পক্ষে আর সম্ভব হয়ে ওঠেনা। বেশিরভাগ মানুষের ঘরই এখন ছোট। বড়জোর একতলা বা দুতলা বা খুব বেশি হলেও তিন তলা। যদিও শহরের দিকে বেশিরভাগ মানুষ ফ্ল্যাটেই থাকতে পছন্দ করেন। এক্ষেত্রে ফ্ল্যাটের ঘর গুলিও হয় ছোট ছোট। অন্যদিকে আবার আসবাবপত্রের দাম বৃদ্ধি বৃদ্ধি পাওয়ায় আগের মত বিভিন্ন দামি দামি জিনিসও ঘরে রাখা সম্ভব হয় না।
Some Home Decoration Tips
এছাড়াও যদি বলি আলোকসজ্জার কথা, আগেকার দিনের বড় বড় বাড়িগুলিতে দেখা যেত চতুর্দিকে আলোর সমাহার। এমনকি ঝাড়বাতিও লাগানো থাকতো সেই সমস্ত বাড়িতে। কিন্তু এখনকার দিনে (Home Decoration) এ সকল জিনিস আর দেখা যাবে না। এই পরিস্থিতিতে আমরা ভেবে পাইনা, যে কেমন করে ঘর সাজাবো। আমাদের মনে হয় দামী দামী আসবাবপত্র না থাকলে হয়তো ঘর দেখতে ভালো লাগবে না।
Low Cost Home decoration Ideas
আবার ছোট ঘরে আসবাবপত্র (Furniture) রাখাই বা যাবে কি করে? কিন্তু একটু যদি ঠান্ডা মাথায় ভেবে দেখা যায় তাহলেই বোঝা যাবে ছোট ঘর ও এমন ভাবে সাজানো যেতে পারে যা বড় ঘর কেও হার মানাবে। এর জন্য দরকার নেই কোন দামি আসবাবপত্র। দরকার নেই জাঁকজমকভাবে আলোকসজ্জার। সামান্য জিনিস (Home Decoration) দিয়েও আপনি নিজের ঘরকে আকর্ষণীয় ভাবে সাজিয়ে তুলতে পারেন। কিন্তু কিভাবে? এই বিষয়েই আজকের প্রতিবেদন।
সাধারণত ছোট ঘরে জায়গা থাকে সীমিত। তাই আমাদের প্রয়োজনীয় অনেক জিনিসের জন্য জায়গার অভাব থাকে সেখানে। যেমন বিভিন্ন প্রয়োজন বশত আলাদা আলাদা ঘর তৈরি করা যায় না। আবার প্রচুর আসবাবপত্র থাকলেও তা রাখার জায়গা থাকে না। অনেক সময় টাকার অভাবে ঘরে আলোকসজ্জাও সম্ভব হয় না সঠিকভাবে। বা যদি টাকা থাকেও তো জায়গার অভাবে ভালোভাবে আলো দিয়ে সাজানো যায় না ঘর।
ফলে ঘর থাকলেও অনেক সাধ পূরণ হয় না আমাদের। কিন্তু এবার থেকে আর এরকম হবে না। নিজের ছোটো ঘরকে সামান্য জিনিসপত্র (Home Decoration) দিয়েও এমনভাবে আপনি সাজিয়ে তুলতে পারবেন, যা দেখলে মনে হবে কোটি টাকার বাড়ি। এর জন্য দরকার সঠিকভাবে ঘর গোছানো। তো চলুন দেখে নিই কিভাবে সাজালে দেখতে আকর্ষণীয় হবে ঘর।
কম খরচে বাড়ি সাজানোর উপায়
১) খাওয়ার জায়গা করে নিতে পারেন রান্নাঘরের সঙ্গেই। প্রয়োজনে রান্নাঘরের দেওয়াল ভেঙে ফেলুন। আর সামনের জায়গাটিতে ছোট্ট খাওয়ার টেবিল বসিয়ে নিন। চেয়ার রাখার জায়গা না হলে এমন কোনও খাওয়ার টেবিল কিনুন, যার সঙ্গে নিচু টুলে বসার ব্যবস্থা রয়েছে। এই পরিস্থিতিতে অনেক জায়গাও বেরোবে আর আপনার Home Decoration ও দেখতেও সুন্দর লাগবে তাও আবার সামান্য খরচেই।
২) Home Decor – শোয়ার ঘরের এক কোণে করতে পারেন কাজ বা পড়াশোনার জায়গা। একটি ছোট টেবিল বসিয়ে নিন যার ওপর কম্পিউটার, বই পত্র, খাতা ও অন্যান্য প্রয়োজনে জিনিসপত্র রাখা যাবে। সেখানে একটি চেয়ার বা টুল পেতে নিন যার ওপর বসে কাজ করতে পারবেন টেবিলে। অথবা সেই জায়গাও যদি না থাকে তো নিজের খাটের কাছে টেবিলটি করে নিন। এক্ষেত্রে খাটে বসেই আপনি কাজ করতে পারবেন সরাসরি।
৩) Home Decor ideas – বসার ঘরে টিভি দেখার ব্যবস্থা তো রেখেই থাকেন। এবার একটু কফি হাতে বই পড়ার জন্য একটি কোণ তৈরি করে নিন। এর জন্য দু’-একটি আসবাব এদিক-ওদিক করলেই বেরোবে জায়গা। বইয়ের তাকের পাশে রাখা থাকুক একটি আরামদায়ক বসার জায়গা।
বিনা ভিসাতেই ৫৭ দেশ ভ্রমণের সুযোগ
৪) এরপর আসি আলোকসজ্জার কথায়। বাড়ি সাজানো বা Home Decoration আলো ছাড়া অসম্পূর্ণ। পুরনো আমলের ঝাড়বাতির মতই বর্তমানে পাওয়া যায় ঝিনুকের ঝাড়বাতি, মোমবাতির মত ঝাড়বাতি এবং ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের আধুনিক ঝাড়বাতি। এগুলি দামে সস্তা কিন্তু কাজে অত্যন্ত ভালো। অন্যদিকে এই সকল আলো কারেন্ট কম খায় এবং সেই সঙ্গে জায়গাও কম নেয়। বাড়িতে এরকম আলো দিয়ে সাজালে একদিকে যেমন জায়গা কম লাগবে তেমনি অন্যদিকে স্বল্প খরচায় বাড়িতে প্রচুর আলোকসজ্জাও সম্ভব হবে। ফলে বাড়ি দেখতে সুন্দর হয়ে উঠবে।
উৎসবের মরশুম চলছে, চারিদিকে আলোর রোশনাই। আর এর মধ্যে আপনার বাড়িকে করে তুলুন সুন্দর ও আকর্ষণীয়। বাইরের টা যেমন সুন্দর করলে চারপাশের শোভা বৃদ্ধি পায়। ঠিক তেমনি ঘরের ভেতরটা সাজালে (Home Decoration) মন শান্ত ও প্রফুল্ল থাকে। এই বিষয়ে আপনার মতামত নিচে কমেন্ট করে জানাতে পারেন। এবং আরও এই ধরনের তথ্য পেতে PM Bangla ফলো করুন।