Event Management Business – বিনা বিনিয়োগে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা কীভাবে শুরু করা যায়?

বর্তমানে সারাবছরই ছোটখাটো কোনো না কোনো অনুষ্ঠান (Event Management Business) লেগেই থাকে। কর্মব্যস্ত মানুষের হাতে অনুষ্ঠানের যাবতীয় আয়োজন করার সময় কোথায়, তাই বলে কি অনুষ্ঠান থেমে থাকবে, না, একদম না। এর জন্যই আজকাল মানুষ ইভেন্ট ম্যানেজমেন্টের দ্বারপ্রান্তে ছুটছেন। বিয়ে বলুন কিংবা যেকোনো কনসার্ট, মেলা, মিটিং, জন্মদিন, পার্টি, ভ্রমণ কিংবা কনফারেন্সের আয়োজন, সবক্ষেত্রেই এখন মানুষ ইভেন্ট ম্যানেজমেন্টের (Event Management Business) উপরই বেশি নির্ভর করছেন।

ইভেন্ট ম্যানেজমেন্ট (Event Management Business) যেমন একটি শৈল্পিক কাজ তেমনি এটি পরিচালনা করাও বেশ চ্যালেঞ্জিং ব্যাপার। আপনিও কি ইভেন্ট ম্যানেজমেন্ট করার চিন্তা করছেন, জানতে চান ইভেন্ট ম্যানেজমেন্ট কি? কিভাবে করে! তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য।

How to start Event Management Business without investment?

ইভেন্ট ম্যানেজমেন্ট কি?

Event Management Business এর এখানে event মানে হলো কোনো অনুষ্ঠান কিংবা ঘটনা। আবার management মানে হলো ব্যবস্থাপনা বা পরিচালনা।অর্থাৎ ইভেন্ট ম্যানেজমেন্ট বলতে বুঝায় যেকোনো অনুষ্ঠান, কিংবা কোনো আয়োজন সম্পন্ন করার জন্য সার্বিক কাজ পরিচালনা বা তদারকি করা।মনে করুন আপনি একটি বিয়ে পরিচালনার দায়িত্বে আছেন| তাহলে বিয়ের সাথে রিলেটেড যে কাজগুলো যেমন; বিয়ের কার্ড ছাপানো, কার্ড বিলি, কমিউনিটি সেন্টার বুকিং, গাড়ি ভাড়া, ছবি তোলা ইত্যাদি যাবতীয় কাজের দায়ভার থাকবে ম্যানেজমেন্টের হাতে।

Event Management Business ideas

আবার ধরুন একদল লোক কোনো একটি দর্শনীয় স্থানে যাওয়ার জন্য ইভেন্ট ম্যানেজমেন্টের কাছে গেলো। তখন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ হলো দর্শনীয় জায়গা ঠিক করে দেওয়া, টিকিট বুকিং, যাতায়াতের ব্যবস্থা, থাকার ব্যবস্থা করা৷ মোটকথা ভ্রমণের পুরো দায়িত্বই থাকে ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালনায়।

মানুষ এখন কর্মব্যস্ত থাকার কারণে যেকোনো অনুষ্ঠানের দায়ভার ইভেন্ট ম্যানেজমেন্টের হাতে তুলে দেয়। এছাড়া যেকোনো অনুষ্ঠানের সাজসজ্জা একটা বড় ব্যাপার, যে কারণে এখন মানুষ ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে অনুষ্ঠানের ব্যবস্থাপনা করাতেই বেশি সাচ্ছন্দ্যবোধ করে। বিশ্বে এই ইভেন্ট ম্যানেজমেন্টের কদর অনেক বেশি। তবে বর্তমানে আমাদের দেশে ইভেন্ট ম্যানেজমেন্টের কদর দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

বর্তমানে ইভেন্ট ম্যানেজমেন্টের অনেক ক্ষেত্র রয়েছে। আর দিন দিন বৃদ্ধির সাথে সাথে কোম্পানী এবং এই ইভেন্ট ম্যানেজমেন্ট জবের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কর্মসংস্থানেরও সুযোগ বাড়ছে। তাই এটা বলা যায় যে , সূদুর ভবিষ্যতে এই ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যাবসা সবক্ষেত্রে ছড়িয়ে পরবে।

ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা কি ভাবে শুরু করবেন

যারা (how to start event management business without investment) এই পেশায় আসার জন্য আগ্রহী , ইভেন্ট ম্যানেজমেন্টের উপরে তারা কিন্তু চাইলে শর্টকোর্স করে নিতে পারেন । বর্তমানে ছোট বড় অনেক প্রতিষ্ঠান রয়েছে , যারা ইভেন্ট ম্যানেজমেন্টের উপরে শর্টকোর্সের মাধ্যমে কাজ শিখায় । খুব অল্প টাকার বিনিময়ে আপনারা এই কোর্স করে নিতে পারেন। ইভেন্ট ম্যানেজমেন্ট পরিচালনায় আয়োজিত যে সমস্ত বড় বড় প্রোগ্রামে হয় সেখানে অবশ্যই অংশ গ্রহণ করার চেষ্টা করবেন।

চাকরি ছাড়াও ব্যবসা করার ইচ্ছে প্রায় অনেকের মধ্যেই থাকে তাদের জন্য (how to start event management business without investment) একটা বড় সুযোগ। কিন্তু কত পুঁজি লাগবে, এই চিন্তাও তার সঙ্গে যুক্ত থাকে। এমন কোনো ব্যবসা করা ঠিক যা কম পুঁজি বিনিয়োগেই Business শুরু করা যেতে পারে । তার জন্য (how to start event management business without investment) ব্যবসা করা খুব সুবিধাজনক।

মাত্র একটি অনুষ্ঠানকে কেন্দ্র করেই থাকছে এই ব্যবসার আইডিয়া যেমন এই ব্যবসায় পুঁজিও তেমন কিছু লাগবে না। আর সময়ের সাথে সাথে মিলবে দারুন লাভও। তাহলে চলুন জেনে নেওয়া যাক।বিয়ে বাড়ি কে কেন্দ্র করেই এর মোট 5 টি ব্যবসার আইডিয়া দেওয়া হল।

Winter Decorating Ideas – এইভাবে বাড়ির ইন্টেরিয়র ডিজাইন বদলে ফেলুন। শীত ঘরে ঢুকতেই পারবে না।

Wedding Event Planner

(how to start event management business without investment) এই পেশার নাম অনেকেই শুনে থাকবেন। জানেন কি এই ব্যবসা করলে কম পুঁজিতে দারুন লাভ পাওয়া যায় । শুধু একটু পরিকল্পনার প্রয়োজন আর ক্লায়েন্টকে হ্যান্ডেল করার ক্ষমতা থাকতে হবে। বিয়ের যে সব বিভিন্ন নিয়ম রয়েছে (সংগীত, মেহেন্দি, গায়ে হলুদ ইত্যাদি), সেগুলি প্ল্যান করা থেকে শুরু করে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি, ডেকোরেশন সহ প্রচুর কাজ রয়েছে, যা ঠিকঠাকভাবে পরিচালনা করতে হবে।

এমন অনেক পরিবার আছে, যারা বিয়ের নানান দায়িত্ব নিতে পছন্দ করে না,বা তাদের হাতে সময় কম থাকে যার কারণে কোন ওয়েডিং ইভেন্ট প্ল্যানারের খোঁজ করে থাকেন। তাদের অর্ডার গুলো ঠিক ঠাক করে যেতে হবে আর এই ব্যবসা করতে পুঁজিও তেমন লাগে না। ক্লায়েন্ট এর থেকেই অগ্রিম টাকা পাওয়া যায় আর একবার ক্লায়েন্টকে খুশি করতে পারলেই (event management business without investment) ব্যবসায় সুনাম এবং মুনাফা দুই-ই বাড়বে।

Starting a matrimonial site or business

অনেক পরিবার আছে যারা ছেলে বা মেয়ের জন্য ভালো পাত্র বা পাত্রীর সন্ধান করেন। তার জন্য তারা ম্যাট্রিমোনিয়াল সাইটে একাউন্ট তৈরি করেন। সেখান থেকে পছন্দমত পাত্র বা পাত্রী পেয়ে যান। এই ধরণের ব্যবসা করেও ভালো মুনাফা অর্জন করা সম্ভব। আর সবথেকে বড় বিষয় হল অনলাইন বা অফলাইন দুইভাবেই এই ব্যবসা করা যাবে।

Business as make up artist for weddings

বিয়ে মানেই সুন্দর দেখাতে হবে তার জন্য প্রয়োজন মেকআপ। কেবলমাত্র কনে নয়, নেমন্ত্রিত অন্যান্য অতিথিরাও নিজেদের লুকস maintain করার জন্য আগে থেকেই মেক আপ আর্টিস্ট বুকিং করে থাকেন। তাই (event management business) এই পেশা বেছে নেওয়া লাভজনক । আপনিও যদি মেক আপ করতে পারদর্শী হয়ে থাকেন, তাহলে এই ব্যবসা বেছে নিতেই পারেন।

একটি বিয়েতে কনে সাজিয়ে কমপক্ষে ১০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত উপার্জন করা সম্ভব। আর সবথেকে বড় কথা প্রথম প্রথম নিজেই এই ব্যবসা শুরু করতে পারেন। একটা নাম দিতে পারেন , ব্যবসার সুনাম হলে ২-৩ বা প্রয়োজন অনুসারে আরো মেক আপ আর্টিস্ট নিয়োগ করতে পারেন। এর মধ্য এটি অন্যতম।

Business of DJ for wedding

বিভিন্ন অনুষ্ঠানে ডিজে ভাড়া করা হয়। তাই এই ব্যবসা সারা বছর ধরেই করা যায়। বিশেষ করে বিয়েতে ডিজে ভাড়া খুবই সাধারণ ব্যাপার । এবার আসি পুঁজির ব্যাপারে, এই ব্যবসা করতে হলে মোটা টাকা বিনিয়োগ করতে হতে পারে।

কারণ ইন্সট্রুমেন্ট কিনতেও টাকা দরকার হবে। তবেই কম সময়ের মধ্যেই এই ব্যবসার মাধ্যমে দারুন লাভ করা সম্ভব। কেবল ভালোভাবে পরিকল্পনা, তাছাড়া ডিজিটালভাবে ব্যবসার প্রচার করার মাধ্যমে মাসিক প্রায় লাখ টাকা বা তারও বেশি উপার্জন করা সম্ভব।

বিয়ের জন্য অনুষ্ঠান বাড়ি বা marriage palace ব্যবসা-

বিয়ের অনুষ্ঠান হওয়া থেকে শুরু করে রান্না বান্না, খাওয়া দাওয়া, অতিথিদের থাকার ব্যবস্থা সব কিছুর জন্য প্রয়োজন অনুষ্ঠান বাড়িতে । তাই ম্যারেজ প্যালেসের ব্যবসাও করতে পারেন । অনুষ্ঠান বাড়ির পরিসর অনেক বড় হলে ভালো হয় , আর যদি একটা স্ট্যান্ডার্ড জায়গায় এই অনুষ্ঠান বাড়ি থাকে, তাহলে কেবলমাত্র বিয়ের জন্য ভাড়া দিয়ে প্রতি মাসে মোটা টাকা উপার্জন করা যাবে।

Honeymoon place booking-

ট্রাভেল বিজনেস করতে ইচ্ছুক, কেবলমাত্র বিয়ের হানিমুন প্ল্যানিং এর ব্যবসা করেই ভালো টাকা রোজগার করা সম্ভব। অনেক দম্পতি বিয়ের পর হানিমুনে যাওয়ার জন্য জায়গা নির্বাচন, টিকিট বুকিং, ভালো জায়গা বুক করা, খাওয়া ঘোরা, ইত্যাদির জন্য ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন।

তাই (event management business) এই ব্যবসা করলে, প্রতি প্যাকেজে 50 হাজার টাকা থেকে লাখ টাকা পর্যন্ত আয় করা যাবে এই এর মধ্যে।এই সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই PM বাংলা টি ফলো করতে ভুলবেন না।

আরও পড়ুন, কম খরচে বাড়ি সাজানোর উপায়। আপনার ছোটো বাড়ি বা ফ্লাটটিকে বড় দেখাতে করে ফেলুন এই সামান্য পরিবর্তন।

How to start event management business without investment : ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে কিভাবে আয় করবেন

নির্দিষ্ট ক্ষেত্র নির্বাচন করা

একজন ইভেন্ট প্ল্যানার প্রতিদিন বিভিন্ন মানুষের সাথে কাজ করার সুযোগ পেয়ে থাকেন। কমিউনিকেশন স্কিল বা আলাপ পরিচয় গড়ে তোলার যে দক্ষতা – এটিই তাকে পরিপূর্ণ করে তুলতে হবে । তবে, একটি বিষয় মাথায় রাখতে হবে যে, সব অনুষ্ঠানে একরকম ভাবে পরিচালনা করা যাবে না। ইভেন্ট ম্যানেজমেন্ট এর দায়িত্বে থাকা ব্যক্তিকে সেই অনুষ্ঠানের ডেকোরেশন বা সাজসজ্জা, খাবার মেন্যু, সঠিক জায়গা, সব ধরণের জিনিসের সুষ্ঠু ব্যবহার ইত্যাদি সব নিখুঁতভাবে বিবেচনা করার ক্ষমতা থাকতে হবে। নয় তো সে কাজে ভাল সফলতা পাবে না। সফলতার পেলেও তার সফলতার পরিমাণ হবে খুবি সামান্য।

প্রত্যেকটি অনুষ্ঠানেই অন্যগুলোর তুলনায় কিছুটা ভিন্নতা থাকবে। যেমন, একটি বিয়ের অনুষ্ঠানের সামগ্রিক বিষয়াবলি বা কোনো বিজনেস বা ব্যবসা সম্পর্কিত অনুষ্ঠান যেমন কোনো কোম্পানির আয়োজন কিন্তু কখনোই একরকম হবে না। কর্মক্ষেত্রের অনুষ্ঠানগুলোতে সবসময়ই প্রাতিষ্ঠানিক এবং মার্জিত ছাপ থাকা আবশ্যক, যেখানে একটি বিয়ের অনুষ্ঠানে থাকে কোমলতা এবং আনন্দের জলছবি। তাই, আপনাকে প্রথমেই বেছে নিতে হবে যে আপনি কোন ধরণের ইভেন্টে বেশি আগ্রহী।

আপনি যে ইভেন্টে বেশি আগ্রহী, সে ধরণের ইভেন্টে আপনাকে দক্ষতা অর্জন করতেই হবে। একজন দক্ষ প্ল্যানার হওয়ার পর হয়ত সব ধরণের আয়োজনই আপনি করতে পারবেন । কিন্তু, প্রথম ক্ষেত্রে একটি নির্দিষ্ট দিকে দক্ষতা অর্জন করলে এবং সে অনুযায়ী এগিয়ে গেলে আপনার সাফলতা অত্যন্ত সহায়ক হবে। তবে, এক্ষেত্রে আরও একটু কৌশলী হওয়া আপনার জন্যই লাভজনক হবে। আপনার পছন্দের পাশাপাশি কোন সেক্টরের বাজার দর ভালো চলছে, সেটা যদি যোগ করে ফেলেন, তবে এই সাফল্যেই নতুন মাত্রা যোগ হতে পারে। সেজন্য সব ধরণের ইভেন্ট সম্পর্কে জেনে তারপর সিদ্ধান্ত নেওয়াটাই বুদ্ধিমানের কাজ।

সামাজিক মাধ্যমগুলোতে ইভেন্ট প্ল্যানিং এর প্রচারণা বা পরিচিতি গড়ে তুলতে হবে

আপনি কি জানেন প্রায় ৪৮% বিয়ের কনে সামাজিক মাধ্যমগুলোর মাধ্যমে ইভেন্ট প্ল্যানারদের খোঁজ করে থাকেন এবং তার মধ্যে ৩৬% অর্ডারও এভাবেই হয়। সামাজিক মাধ্যমগুলো যেমন ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, পিনটারেস্ট ইত্যাদি | আপনি যখন বিভিন্ন আকর্ষণীয় ইভেন্ট প্ল্যানিং এর দক্ষাতাগুলো তুলে ধরবেন, তখন তা আরও বেশি কার্যকর হবে আপনার জন্য।

বর্তমান যুগ ডিজিটাল যুগ। তার উপর কোভিড-১৯ এর প্রভাবে এখন বেশিরভাগ কাজই অনলাইনে করতেই আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকি। তাছাড়াও, ইন্টারনেট ছাড়া সবসময় ইভেন্ট প্ল্যানারদের সাথে যোগাযোগ করাও কঠিন। তাই, সামাজিক ক্ষেত্রে নিজেকে পরিচিত করে তুলুন, বিশেষ করে, ফেসবুকে নিজেকে তুলে ধরুন। প্রতিষ্ঠানের নামে একটি ফেসবুক পেজ খুলুন।

জেনে রাখুন, ফেসবুক পেজ খোলার ৮টি লাভ রয়েছে। এটা শুধু যে আপনার কিংবা আপনার প্রতিষ্ঠানের পরিচিতি বাড়াবে, তা-ই নয়; বরং আপনাকে নানা রকম লাভ এনে দেবে। পূর্বে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট এর কাজ করে থাকলে আপনার পেজে সেটা হাইলাইট করুন। নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করার জন্য সব ধরণের সুবিধার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ফোকাস করুন। তাহলে, আপনার ইনকামের পথে আরও এক ধাপ এগিয়ে যাবেন আপনি।

Event Management – বর্তমানে নজর কেড়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা। এই কাজে সফল হতে হলে এই বিষয় গুলো অবশ্যই মেনে চলুন।

ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে আয় করতে অফলাইনে পরিচিতি গড়ে তুলুন

বর্তমানে অনলাইনে যদি আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারেন, তাহলে আপনি অনেক কাস্টমারই হারাচ্ছেন, সে বিষয়ে নিশ্চিত থাকুন। তবে, অনলাইনের পাশাপাশি অফলাইনেও আপনার হয়ে উঠতে হবে পরিচিত। বর্তমান যুগে যে পরিমাণে চোর বাটপারের সংখ্যা বৃদ্ধি পাছে. অনলাইনের উপর থেকে অনেকেরই এতে বিশ্বাস উঠে যাচ্ছে। তাই, আপনার গ্রাহকদের সাথে সবসময়ই সুসম্পর্ক রাখুন, যেনো তারা তাদের পরিচিতদের সবসময় আপনার সম্পর্কেই জানায়।

বিভিন্ন ধরণের সার্ভিস অফারকারীদের প্রতি সকলেরই বিশেষ নজর থাকে। সেই নজরটা কাড়তে পারলেই আপনি অনেক দূর এগোতে পারবেন। একটি পরিসংখ্যানে দেখা গেছে যে ৫২% বিয়েতে কনে আত্মীয় স্বজনের কাছ থেকে যে ইভেন্ট প্ল্যানার সম্পর্কে জানতে পারেন, তাকেই হায়ার করে থাকেন। অর্থাৎ, অনুষ্ঠানটির প্ল্যানিং তাকেই দিয়ে থাকেন।

৭৪% মানুষ তার আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবের মুখের কথার প্রেক্ষিতেই ইভেন্ট প্ল্যানারের সাথে যোগাযোগ করে থাকেন।তাই, আপনি যদি আপনার কাস্টমারদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা রাখতে পারেন, তবে তা পরবর্তীতে আপনার জন্যই লাভজনক হবে। আর তার পাশাপাশি আপনার পরিচিত যারা আছেন, তাদের সাথেও যোগাযোগ রাখবেন যেনো তারা তাদের পরিচিতদের আপনার সম্পর্কে অবহিত করে।

ইভেন্ট প্ল্যানিং এ কাস্টমারের চাহিদার প্রতি গুরুত্ব দেওয়া

একটি ইভেন্ট প্ল্যানিং এ আপনাদের বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সব ক্ষেত্রে আপনি সমান লাভ করতে পারবেন, এমন নয়। ধরুন, আপনি ৫টি ইভেন্ট যদি পরিচালনা করে থাকেন, তবে তা হবে ৫ রকমের। আর, সেক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে।

আপনি কোনো ধরণের ইভেন্ট (event management business) নিয়ে কাজ করেন, সেটা প্রথমেই আপনার পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। আর সে অনুযায়ী আপনার টার্গেট কাস্টমার থাকবে। বিভিন্ন রিসার্চের মাধ্যমে আপনাকেই বুঝে নিতে হবে যে আপনার টার্গেট কাস্টমার কে। আর সেই অনুযায়ী আপনার কাজ কর্ম পরিচালনা করতে হবে। তাহলে, বিষয়টি ব্যক্তিগতভাবে আপনি খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। এতে আপনার জন্য কাজ পাওয়াও সুবিধাজনক হবে।

Leave a Comment