গত ২৫ বছরে মানুষ সবথেকে বেশি কী কী সার্চ করেছে গুগলে, জেনে নিন তালিকা। (Google Search Top List Google Trends) অর্থাৎ গত ২৫ বছরের। গুগল, ছোট্ট একটা শব্দ, অথচ তার পরিধির বিস্তৃতি সীমাহীন। যে কোনও তথ্য জানতে একবার গুগল সার্চ করলেই হল। মাকড়সার ক’টা পা থেকে পানিপথের যুদ্ধের সাল, তানজানিয়ার প্রেসিডেন্টের নাম থেকে প্রস্তর যুগের খবর, সবই জানা যায় গুগলে।গুগল সার্চ বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয়। অনলাইনে যেকোনো বিষয় অনুসন্ধানের জন্য সবাই গুগল সার্চ ব্যবহার করে থাকেন। গুগল বিলিয়নেরও বেশি ওয়েব পাতার সূচি রাখে যাতে ব্যবহারকারীরা যে তথ্য খুঁজছে তা পায়।
গুগলে মানুষ বেশি কি খোঁজে?
তথ্যপ্রযুক্তির উৎকর্ষের এই সময়ে অনেকের কৌতুহলের বিষয়ের সমাধানের অন্যতম মাধ্যম গুগল।গুগলের অন্ধভক্তের সংখ্যা নেহাত কম নয়। তা সে স্বাস্থ্য বিষয়ে কোনো জিজ্ঞাসা হোক বা ঘর সাজানো। অনেকেই দিন-প্রতিদিন প্রতিটা সমস্যা সমাধানের জন্য গুগলের সাহায্য নিয়ে থাকেন (Google Search Top List Google Trends). একটি গবেষেণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যা অবাক করবে আপনাকেও।
এখন‘এনসাইক্লোপিডিয়া’ ২৫ বছর পূর্ণ করল।এই ২৫ বছরে অগুন্তি বিষয় সার্চ করেছে বিশ্বের মানুষ। গুগলের তরফে প্রকাশ করা হল এক তালিকা। ২৫টি বিভাগে সবথেকে বেশিবার যাকে বা যাদের বা যে জিনিস খোঁজা হয়েছে, (Google Search Top List Google Trends) এ তারই তালিকা। সঙ্গীতশিল্পী থেকে বিজ্ঞানী হয়ে চুলের ছাঁট, সবই রয়েছে সেই তালিকায়।2023 সালে ২৫ বছর পূর্ণ করলো গুগল।
রান্নার রেসিপি থেকে কঠিন অঙ্কের সমাধান, সবেরই ভরসা গুগল। মানুষের ভরসার ২৫ বছর উদযাপন করলো সংস্থা। Google সম্প্রতি একটি তালিকা প্রকাশ করে, তাতে স্পষ্ট বলা আছে ২০২৩ এ টপ ট্রেন্ডে কী কী ছিল (Google Search Top List Google Trends)। দেশ ও দেশের বাইরে মানুষ কী কী সার্চ এই সার্চ ইঞ্জিনে, তা নিয়ে একটি ইন্টারেস্টিং রিপোর্ট সামনে আনে সংস্থা।
Google Search Top List Google Trends
X হ্যানডেলে পোস্ট করে গুগল জানিয়েছে Google। তাতে যেমন রয়েছে most searched emoji- র উল্লেখ, তেমনই most searched boy band-এর কথাও। “এই বছর, Google ২৫ তম জন্মদিন উদযাপন করলো । X হ্যানডেলে পোস্ট করে গুগল জানিয়েছে Google।
তাতে যেমন রয়েছে most searched emoji- র উল্লেখ, তেমনই most searched boy band-এর কথাও। “এই বছর, Google ২৫ তম জন্মদিন উদযাপন করলো । আজ, আমরা সর্বাধিক সার্চ করা ব্যক্তি, স্থান এবং জিনিসগুলিকে হাইলাইট করে আমাদের ২৫ বছরের সার্চকে উদযাপন করছি “(Google Search Top List Google Trends).
গত ২৫ বছরে গুগলে সবথেকে বেশি কী কী সার্চ করেছে মানুষ ( (Google Search Top List Google Trends))
- সর্বাধিক সার্চ করা গীতিকার: টেলর সুইফট (Taylor Swift)।
- সর্বাধিক অনুসন্ধান করা ছেলে ব্যান্ড: BTS
- সর্বাধিক সার্চ করা রক ব্যান্ড: বিটলস (The Beatles)
- সর্বাধিক সার্চ করা ক্রীড়াবিদ: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ( Christiano Ronaldo )
- সর্বাধিক সার্চ করা কাল্পনিক রাজকুমারী: এরিয়েল (Ariel)
- সর্বাধিক অনুসন্ধান করা স্নিকার্স: এয়ার জর্ডান (Air Jordan)
- সর্বাধিক সার্চ করা হেয়ারকাট: বব হেয়ারকাট (Bob haircut)
- সর্বাধিক অনুসন্ধান করা ক্লাসিক সুরকার: বিথোভেন (Beethoven )
- সর্বাধিক সার্চ করা উপসংস্কৃতি (subculture): পাঙ্ক উপসংস্কৃতি (Punk subculture)
- সর্বাধিক সার্চ করা শিল্পী: লিওনার্দো দা ভিঞ্চি (Leonardo Da Vince)
- সর্বাধিক সার্চ করা breakthrough: ফিউশন ব্রেকথ্রু ( Fusion breakthrough)
- সর্বাধিক সার্চ করা বিজ্ঞানী: আলবার্ট আইনস্টাইন ( Albert Einstein)
- সর্বাধিক সার্চ করা ইমোজি: হার্ট ইমোজি ( Heart emoji )
- সর্বাধিক অনুসন্ধান করা পোকেমন: পিকাচু (Pikachu)
- সর্বাধিক অনুসন্ধান করা অ্যানিমেশন: Naruto (Naruto)
- সর্বাধিক সার্চ করা খেলনা: বার্বি ( Barbie)
- সর্বাধিক অনুসন্ধান করা ভিডিও গেম: (Minecraft (Minecraft)
- সর্বাধিক অনুসন্ধান করা সুপারহিরো: স্পাইডার-ম্যান (Spider-Man)
- সর্বাধিক অনুসন্ধান করা কেকের প্রকার: প্যানকেক ( Pan Cake )
- সর্বাধিক সার্চ করা খাবার: চাইনিজ খাবার (Chinese cuisine)
- সর্বাধিক সার্চ করা শহর: নিউ ইয়র্ক সিটি ( New York Citry )
সর্বাধিক সার্চ করা পিৎজা স্টাইল: শিকাগো- স্টাইল পিজা (Chicago-style Pizza)
সর্বাধিক সার্চ করা ল্যান্ডমার্ক: আইফেল টাওয়ার ( Eiffel Tower)
সর্বাধিক সার্চ করা অবকাশের ধরন: সমুদ্র সৈকত অবকাশ (Beach vacation)
সর্বাধিক সার্চ করা জ্যোতিষ চিহ্ন: সিংহ রাশি (Leo)
এছাড়াও নিত্যনতুন অনেক মজার জিনিস মানুষ গুগলে সার্স করে থাকে। আপনি কি সবচেয়ে বেশি সার্স করেন? নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।