Maruti Suzuki S-Cross Hybrid- মারুতি সুজুকির গাড়ির বাজারে নয়া চমক! নতুন S-Cross Hybrid নিয়ে হাজির ! মারুতি সুজুকি S Cross-এর একটি সম্পূর্ণ নতুন জেনারেশন! এই সংস্থা। Grand Vitara-র মতোই মারুতি সুজুকি S-Cross-এও একটি হাইব্রিড ইঞ্জিন প্রদান করা হয়েছে।দেশের বৃহত্তম গাড়ি সংস্থার শিরোপা পেলেও দামি গাড়ির বাজারে এখনও কুলীন নয় মারুতি-সুজুকি ইন্ডিয়া (Maruti Suzuki S-Cross Hybrid)। আগে কয়েক দফায় চেষ্টা চালিয়েও ওই ধরনের ক্রেতার ভরসা কুড়োতে পারেনি তারা। এ বার একেবারে নতুন গাড়ি ‘S Cross’ বাজারে এনে ফের দামি গাড়ির বাজারে জায়গা পেতে আগ্রহী সংস্থাটি। দামি গাড়ি বিক্রির জন্য সম্পূর্ণ নতুন ধাঁচের বিপণন পরিকাঠামোও গড়ছে তারা, যার জেরে দামি গাড়িই ঠাঁই পাবে নির্ধারিত কিছু শো-রুমে।
Maruti Suzuki S-Cross Hybrid
Maruti Suzuki ‘S Cross’ বাজারে জায়গা পেতে আগ্রহী
দেশের বৃহত্তম গাড়ি সংস্থার শিরোপা পেলেও দামি গাড়ির বাজারে এখনও কুলীন নয় মারুতি-সুজুকি ইন্ডিয়া (Maruti Suzuki S-Cross Hybrid)। আগে কয়েক দফায় চেষ্টা চালিয়েও ওই ধরনের ক্রেতার ভরসা কুড়োতে পারেনি তারা। এ বার একেবারে নতুন গাড়ি ‘S Cross’ বাজারে এনে ফের দামি গাড়ির বাজারে জায়গা পেতে আগ্রহী সংস্থাটি।দামি গাড়ি বিক্রির জন্য সম্পূর্ণ নতুন ধাঁচের বিপণন পরিকাঠামোও গড়ছে তারা, যার জেরে দামি গাড়িই ঠাঁই পাবে নির্ধারিত কিছু শো-রুমে। এবং প্রত্যেক ক্রেতার জন্য থাকবেন একজন করে ‘রিলেশনশিপ ম্যানেজার’।
Maruti Suzuki ‘S Cross’ সম্পূর্ণ নতুন জেনারেশন
ভারতের ছোট গাড়ির বাজারে একের পর এক নতুন গাড়ি লঞ্চ করেছে মারুতি সুজুকি(Maruti Suzuki S-Cross Hybrid)। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি গাড়ির নতুন জেনারেশন। আর এবার, জনপ্রিয় SUV, Maruti Suzuki S Cross-এর একটি সম্পূর্ণ নতুন জেনারেশন লঞ্চ করেছে Maruti Suzuki। নতুন এই গাড়িতে একটি সম্পূর্ণ হাইব্রিড ইঞ্জিন ও অটোমেটিক গিয়ার বক্স প্রদান করা হয়েছে। তবে, ভারতের বাজারে নয়, এই মুহূর্তে ইউরোপ, অস্ট্রেলিয়া সহ বিশ্বের আরও কয়েকটি দেশের এই গাড়িটি লঞ্চ করা হবে বলেই জানিয়েছে সংস্থা। তবে, ভারতের বাজারে কবে এই নতুন গাড়িটি লঞ্চ করা হবে, সেবিষয়ে এখনও কোনও তথ্য প্রদান করা হয়নি সংস্থার তরফে।
এর আগে তাদের ভাঁড়ারে থাকা কিজাশি বা অন্য দামি গাড়িগুলি সম্পূর্ণ ভাবে জাপান থেকে আমদানি করত মারুতি-সুজুকি। ফলে দামও পড়ত অনেক বেশি। সব মিলিয়ে অন্য বহুজাতিক দামি গাড়ি সংস্থাগুলির কৌলিন্যে ঢাকা পড়ে যেত মারুতি-সুজুকি (Maruti Suzuki S-Cross Hybrid)। এ বার এস-ক্রস গাড়িটি ভারতের কারখানাতেই তৈরি করবে তারা। পাশাপাশি সংস্থার দাবি, এই গাড়িটি বাজারে সম্পূর্ণ ভাবে নতুন। কারণ একই গাড়িতে ‘সেডান’ ও ‘এসইউভি’ ধরনের গাড়ির বৈশিষ্ট্য (ক্রসওভার) রয়েছে। ১.৩ লিটার ও ১.৬ লিটার ডিজেল ইঞ্জিনের গাড়িগুলির কলকাতায় দাম পড়বে ৮.৮২ লক্ষ টাকা থেকে ১৪.৩৭ লক্ষ টাকা।
Maruti Suzuki ‘S Cross’ ‘নেক্সা’ শো-রুম থেকে বিক্রি
(Maruti Suzuki S-Cross Hybrid) এই গাড়ি বিক্রি হবে সম্পূর্ণ নতুন ধরনের শো-রুম ‘নেক্সা’ থেকে। যেখানে হাতে গোনা কয়েকটি গাড়ি থাকবে। বস্তুত, এক গাদা লোকের ভিড়ের মধ্যে গাড়ির দেখা নয়, বরং সম্ভাব্য ক্রেতাকে ব্যক্তি স্বাতন্ত্র্যের সুযোগ দেওয়াটাই যে-মূল লক্ষ্য, তা স্পষ্ট হয় সংস্থার সিনিয়র ভিপি (নিউ চ্যানেল, মার্কেটিং অ্যান্ড সেলস) পার্থ বন্দ্যোপাধ্যায়ের কথাতেও।
এ দিন কলকাতায় তিনি জানান, সম্ভাব্য ক্রেতা হিসেবে তাঁরা যে-উচ্চবিত্তদের কথা মাথায় রাখছেন, তাঁদের জীবনযাত্রাই কিছুটা আলাদা। এই প্রথম নয়, আগেও তাঁরা গাড়ি কিনেছেন বলে ধরে নেওয়া হচ্ছে। তাই নেক্সা-তে অন্য রকম অভিজ্ঞতার স্বাদ দিতে চান তাঁরা। প্রত্যেকের জন্য তাই একজন করে রিলেশনশিপ-ম্যানেজার নিয়োগ করছেন ডিলাররা। এ জন্য সংশ্লিষ্ট কর্মীদেরও বিশেষ ভাবে তিন সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
প্রশিক্ষণের জন্য বিমানে নিয়ে যাওয়ার পাশাপাশি নামী পাঁচতারা হোটেলে তাঁদের রাখা হয়, যাতে সম্ভাব্য ক্রেতাদের জীবনযাত্রার আভাস পেতে পারেন সেই ম্যানেজাররা। গাড়ি (Maruti Suzuki S-Cross Hybrid) দেখানো থেকে শুরু করে একেবারে বিক্রি পর্যন্ত ক্রেতার সব কিছুই দেখভাল করবেন তাঁর জন্য নিযুক্ত ম্যানেজার। গাড়ির ‘সার্ভিসিং’-এর জন্য নিয়মিত সুবিধা ছাড়াও ক্রেতা বাড়তি খরচ করলে বাড়ির দরজায়ও কিছু সুবিধা মিলবে।
সম্প্রতি, দেশের বাজারে Grand Vitara লঞ্চ করেছে Maruti Suzuki। এই গাড়িটির মতোই, Maruti Suzuki S-Cross-এও একটি হাইব্রিড ইঞ্জিন প্রদান করা হয়েছে। এই গাড়িতে সম্পূর্ণ অটোমেটিক গিয়ার বক্স প্রদান করা হয়েছে সংস্থার তরফে (Maruti Suzuki S-Cross Hybrid)। তবে, পাওয়ার ও ফিচার সহ বাকি দিক থেকে Vitara-র নীচেই থাকতে চলেছে এই গাড়িটি।
Maruti Suzuki ‘S Cross’ এর উন্নতমানের ফিচার
নতুন S-Cross Hybrid-এ থাকতে চলেছে বেশ কিছু উন্নতমানের ফিচার। যদি ইঞ্জিনের কথা বলতে হয়, তাহলে এই গাড়িতে থাকতে চলেছে একটি 1.5 লিটারের ইঞ্জিন (Maruti Suzuki S-Cross Hybrid)। এই ইঞ্জিনের সঙ্গেই রয়েছে 140 V-এর হাইব্রিড আর্কিটেকচার। এছাড়াও এই গাড়িতে আপনি পেয়ে যাবেন 140V-র লিথিয়াম আয়ন ব্যাটারি ও ইনভার্টার, একটি মোটর জেনারেটর ও একটি 12 ভোল্টের লিথিয়াম আয়ন ও লেড-অ্যাসিড ব্যাটারি। এই হাইব্রিড ইঞ্জিনটি থেকে 85 KW-র পাওয়ার ও 138 NM-এর টর্ক।
তবে, এই গাড়িতে কোনও রকমের ম্যানুয়াল ট্র্যান্সমিশনের অপশন পাবেন না গ্রাহকরা। শুধুমাত্র ছয় স্পিডের একটি অটোমেটিক গিয়ারের অপশন পেয়ে যাবেন আপনি। 2 হুইল ও 4 হুইল দুই ধরনের ড্রাইভের অপশনই রয়েছে এই গাড়িতে। Grand Vitara ও নতুন S-Cross-এ একই ধরনের ইঞ্জিন প্রদান করা হয়েছে বলেই জানা যাচ্ছে (Maruti Suzuki S-Cross Hybrid)। হাইব্রিড সিস্টেম সহ গাড়ির ইলেকট্রিক্যালগুলি টয়োটার তরফে প্রদান করা হয়েছে বলেই মনে করা হচ্ছে।
Maruti Suzuki ‘S Cross’ 2024 এ লঞ্চ
আগামী 2023 সালেই এই গাড়িটি (Maruti Suzuki S-Cross Hybrid) লঞ্চ হওয়ার কথা থাকলেও, মনে করা হচ্ছে যে সাপ্লাই চেনে ঘাটতির কারণেই 2024 সালেই এই গাড়িটি লঞ্চ করা হবে। 0 থেকে 100 কিমির টপ স্পিডে পৌঁছতে নতুন এই গাড়িটির সময় লাগে মাত্র 9.5 সেকেন্ড।
আপাতত দেশ জুড়ে ৩৫টি নেক্সা চালু হয়েছে। পার্থবাবু জানান, চলতি অর্থবর্ষের শেষে তা ১০০-তে পৌঁছবে। কলকাতায় চেতলা ও পার্ক স্ট্রিটে চালু হচ্ছে দুটি শো-রুম।