Bandhan Bank Loan – বন্ধন ব্যাংক থেকে লোন নেওয়ার কথা ভাবছেন? চিন্তা আর থাকবে না, বড় সুখবর

বন্ধন ব্যাংক থেকে লোন নেওয়ার কথা ভাবছেন? আর কোন চিন্তা নেই। দারুন সুখবর পাবেন প্রত্যেক গ্রাহক। ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ব্যাঙ্কিং প্রতিষ্ঠান হল বন্ধন ব্যাংক (Bandhan Bank)। পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যের সাধারণ মানুষ এই ব্যাংকের গ্রাহক। মানুষ তার প্রয়োজনে বিভিন্ন ব্যাংক থেকে যেমন লোন গ্রহণ করে, বন্ধন ব্যাংক থেকেও লোন গ্রহণের পরিমাণ যথেষ্ট বেশি। মানুষের হঠাৎ টাকার দরকার হলে এখন ঋণের ওপর ভরসা করতে হয়। সেক্ষেত্রে ব্যাংকিং ঋণ সবচেয়ে বেশি ভরসাযোগ্য। বন্ধন ব্যাংক থেকে যদি আপনি ঋণ নিয়ে থাকেন, অথবা যদি আপনার ঋণ নেওয়ার পরিকল্পনা থেকে থাকে, তাহলে আপনার জন্য সুখবর। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বন্ধন ব্যাংকের।

টাকার প্রয়োজন রয়েছে সবার। তবে অনেক সময় এমন হয়, যে উপার্জনের টাকা অথবা সঞ্চয় মিলিয়েও প্রয়োজনের টাকা জোগাড় করা যায় না। তখন ঋণ গ্রহণের ওপর নির্ভর করতে হয়। ঋণ নিতে হলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উপর ভরসা করা যায়। ব্যাংকিং প্রতিষ্ঠান অথবা ব্যক্তিবিশেষ এর কাছ থেকেও লোন গ্রহণ করেন অনেকে। কিন্তু সেক্ষেত্রে চড়া সুদের কারণে কার্যত নাভিশ্বাস দশা হয় মধ্যবিত্তর। তবে ব্যাংক থেকে লোন নেওয়া এর তুলনায় অপেক্ষাকৃত ভালো। একজন গ্রাহক যে ব্যাংকে অ্যাকাউন্ট রেখেছেন সাধারণত সেই ব্যাংক থেকেই লোন গ্রহণ করে থাকেন। ব্যাংকে লোনের ক্ষেত্রে প্রচুর নিয়ম থাকে। সেই সকল নিয়ম মেনে যদি লোন নেওয়া যায় তবে নির্দিষ্ট সময়ের ব্যবধানে সেই লোন শোধ করাও জরুরী।

সাধারণ মানুষ খোঁজে কোথায় সহজ শর্তের ঋণ পাওয়া যাবে। যেসব ব্যাংকে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ দেওয়া হয়, সেই সকল ব্যাংকের লোনের কদর মধ্যবিত্তদের মধ্যে সবথেকে বেশি। আর সহজ শর্তে ঋণ দেওয়ার ক্ষেত্রে বন্ধন ব্যাংকের নাম উঠেই আসে। ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করার আগে স্বনির্ভর গোষ্ঠীদের সহজ শর্তে ঋণ অথবা বন্ধন ব্যাঙ্ক লোন দিত বন্ধন মাইক্রোফিনান্স সংস্থা। এরপর যখন এই প্রতিষ্ঠান পূর্ণ ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করল, তারপর নতুন ও আরও সহজ শর্তে লোন দেওয়া শুরু করলো বন্ধন ব্যাংক।

বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠানের লোন প্রদান ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের চিন্তার শেষ নেই। যেহেতু টাকার দরকার হলে পার্সোনাল লোন এর ওপর ভরসা করতে হয়, সেহেতু ব্যাঙ্কিং প্রতিষ্ঠান গুলির খোঁজ চলে, কোথায় তুলনামূলক সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। সাম্প্রতিককালের লোন প্রদান নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে আমজনতার। তবে বন্ধন ব্যাংক লোন সিস্টেমকে এতটা সহজতর করে তুলেছে যে, এই প্রতিষ্ঠানের লোন গ্রহণ করার ক্ষেত্রে অনেক বেশি আগ্রহ দেখাচ্ছেন সাধারণ মানুষ।

Bandhan Bank Loan Process 2024 | বন্ধন ব্যাংক থেকে লোন গ্রহণ ২০২৪

বন্ধন ব্যাংক বর্তমানে ঋণগ্রহীতাদের ইনস্ট্যান্ট লোন প্রদান করে। অতি দ্রুত লোন গ্রহণের জন্য প্রতিবছর বন্ধন ব্যাংক এর কাছে আবেদন জমা করছে প্রচুর। নির্দিষ্ট কিছু শর্তাবলির আওতায় এই ব্যাংক সাধারণ মানুষকে অতি দ্রুত লোন পাইয়ে দেয়। তুলনার সহজ শর্তে লোন পাওয়া আরো অনেক বেশি সহজ হয়ে দাঁড়িয়েছে বন্ধন ব্যাংক এর জন্য। আগে লোন নেওয়ার জন্য সরাসরি ব্যাংকে নিয়ে উপস্থিত হতে হতো। লম্বা লাইনে দাঁড়িয়ে লোন গ্রহণ করতে হতো। যা অনেক বেশি সময় সাপেক্ষ ছিল, আর অনেক বেশি জটিলতর। কিন্তু বর্তমানে সে সব দিন আর নেই। অনেক বেশি সহজে ঋণ দিচ্ছে বন্ধন ব্যাংক। আপনি বাড়িতে বসেই অনলাইনে ঋণের জন্য আবেদন জানাতে পারবেন, তোর বাড়িতে বসেই ঋণ পেয়ে যাবেন।

Bandhan Bank Loan Interest Rate 2024 | বন্ধন ব্যাংকে ঋণ গ্রহণ সুদের হার ২০২৪

আপনি যদি ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ নেন, তাহলে আপনাকে মাসিক ১৫.৯০ শতাংশ হারে সুদ দিতে হবে। এই লোন শোধ করতে হয় ১২ মাস থেকে ৩৬ মাসের মেয়াদে। এর মধ্যে বাড়ি তৈরির লোন এবং বিবাহ লোন নেওয়ার ক্ষেত্রে সুদের পরিমাণ ১২ শতাংশ। তবে এক্ষেত্রে ঋণের মেয়াদ বাড়িয়ে ১৫ বছর পর্যন্ত করা হয়েছে এখন। ব্যক্তিগত হোক বা অন্যান্য ঋণ সব ক্ষেত্রেই সুদের সঙ্গে ১ শতাংশ প্রসেসিং চার্জ সহ জিএসটি দিতে হয় গ্রাহকদের।

Bandhan Bank Loan Criteria 2024 | বন্ধন ব্যাংকের ঋণ গ্রহণ শর্ত ২০২৪

১) বন্ধন ব্যাংক থেকে লোন নিতে হলে ঋণগ্রহীতার বয়স হতে হবে সর্বনিম্ন ২৩ বছর থেকে সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে।

২) বন্ধন ব্যাংক থেকে লোন নিতে পারবেন কোন ছোট ব্যবসায়ী, গৃহবধূ, যুবক যুবতীরা থেকে মধ্যবয়স্ক সবাই। লোন নেওয়ার ক্ষেত্রে কোন বাদ বিচার নেই।

৩) তবে হ্যাঁ, বন্ধন ব্যাংক থেকে যারা ঋণ গ্রহণ করবেন, তাদের একটা স্থায়ী আয়ের উৎস থাকতে হবে।

Bandhan Bank Loan Application Process 2024 | বন্ধন ব্যাংক থেকে লোন নেওয়ার প্রক্রিয়া ২০২৪

আপনি যদি বন্ধন ব্যাংক থেকে বাড়িতে বসে লোন আবেদন করতে চান তাহলে নিম্নলিখিত স্টেপ গুলি মেনে চলুন।

১) প্রথমে আপনাকে ভিজিট করতে হবে বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইট-
(www.bandhanbank.com)

২) ওয়েবসাইটের হোমপেজের বাঁদিকের ওপরে তিনটি লাইনের চিহ্নে ক্লিক করতে হবে।

৩) এখানে আপনি দুটি অপশন পাবেন একটা হল পার্সোনাল অপরটি হল বিজনেস। আপনার যে ধরনের লোন লাগবে সেটিতে ক্লিক করুন।

৪) পার্সোনাল লোন অপশনটি বেছে নিলে আপনি দেখতে পাবেন হোম লোন, এডুকেশন লোন, গোল্ড লোন, ইত্যাদি। এখান থেকে যেটা প্রয়োজন সেটা বেছে নিন।

৫) এরপর আপনি অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। সেই ফর্মে যাবতীয় তথ্য উল্লেখ করুন। তথ্যগুলি নির্ভুল ভাবে উল্লেখ করবেন। সমস্ত তথ্য পূরণ করার পরে যদি কোন ডকুমেন্ট আপলোড করতে বলা হয় তবে সেই ডকুমেন্ট আপলোড করুন। সবশেষে গিয়ে আপনার লোন অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দিন।

৬) এরপর আপনার আবেদন খতিয়ে দেখা হবে এবং আপনি আপনার প্রয়োজনমতো লোন পেয়ে যাবেন।

Leave a Comment