কোন চাকরিতে বেতন বেশি? মাসে মোটা টাকা আয় করতে চান? রইল দেশের সবচেয়ে বেশি বেতনের 8 চাকরির হদিশ

২০২৪ সালের সেরা ৮ আইটি জব! উচ্চ বেতনের চাকরিগুলি আপনার ভাগ্য বদলে দিতে পারে। চাকরির বাজারে বিভিন্ন ধরনের নিয়োগের সুযোগ রয়েছে। তবে পড়াশোনার পর কোন ফিল্ডে চাকরি করবেন সেটা সম্পূর্ণরূপে আপনার ওপর। আমরা পড়াশোনা যে বিষয়ে করি অনেক সময় সে বিষয় অপেক্ষা অন্য বিষয়ের চাকরিতে জয়েন করি।চাকরির ফিল্ড নিয়ে অনেকের মধ্যেই অনেক অসন্তোষ রয়েছে। সঠিক সুযোগের অপেক্ষায় দিন কাটাচ্ছেন অনেক চাকরিপ্রার্থী। চাকরিতে ভালো বেতনের আশা করেন সবাই। কিন্তু কোন চাকরিতে অধিক লাভ, সেই বিষয়টি সবার কাছে এখনও পরিষ্কার নয়। (High Paying Jobs 2024)

পড়াশোনার পরে বর্তমানে বিভিন্ন কোর্স করে চাকরিতে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আপনাকে বেছে নিতে হবে কোন ধরনের চাকরি আপনার জন্য উপযুক্ত, কোন ধরনের চাকরি বাজার কাঁপাচ্ছে। উচ্চ বেতনের চাকরিতে যুক্ত হওয়ার স্বপ্ন দেখেন সকল চাকরিপ্রার্থী। তবে সেই সকল চাকরিতে যুক্ত হতে গেলে আলাদা কিছু দক্ষতা প্রয়োজন, অনেক সময় কোর্স করে তবেই চাকরিতে যুক্ত হওয়া যায়। এখন আপনিও যদি মনে করেন, আপনি উচ্চ বেতনের চাকরির সন্ধানে রয়েছেন, তাহলে আপনার জন্য সুখবর দেব এই প্রতিবেদনে। কারণ, আমরা আজকে আলোচনা করব, চলতি বছরের শ্রেষ্ঠ আইটি জব সম্পর্কে। (High Paying IT Jobs 2024)

বাজারে বিভিন্ন ধরনের চাকরি রয়েছে। তবে এর মধ্যে কোন চাকরিটি আপনার ভবিষ্যৎ পাল্টে দিতে পারে সেটা আপনাকেই উপলব্ধি করতে হবে। বর্তমানে ইনফরমেশন টেকনোলজির ওপরে বিভিন্ন ধরনের কাজ রয়েছে। প্রত্যেকটি কাজেই উচ্চ বেতন প্রদান করা হয়। তবে কাজগুলির ডিটেলস অনেক সময় জানা যায় না। অনেক কাজ আছে যা হয়তো আপনিও জানেন না। সেই সমস্ত কাজ, সেই সকল কাজের জন্য যে বেতন দেওয়া হয়, সে সম্পর্কে আমরা আলোচনা করব আজকের প্রতিবেদনে। আসুন তাহলে দেরি না করে চটপট জেনে নেওয়া যাক ২০২৪ সালের শ্রেষ্ঠ আইটি জব কোনগুলি। আপনিও এই সকল কাজে যুক্ত হন, মাসে মাসে মোটা স্যালারি ইনকাম করে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করুন। (High Paying IT Jobs 2024)

TOP 8 HIGH PAYING IT JOBS 2024 | সেরা দশ উচ্চ বেতনের আইটি জব ২০২৪

১) SystemVerilog

এটি একটি উচ্চবেতনের আইটি জবসের মধ্যে পড়ে। SystemVerilog ব্যাপারটা হল একটি হার্ডওয়্যার বর্ণনা এবং যাচাইকরণ ভাষা যা ব্যবহৃত হয় ডিজিটাল ডিজাইন এবং যাচাইকরণে এটির বিশেষ প্রয়োগ রয়েছে সেমিকন্ডাক্টর শিল্পে।

২) Computer vision

কম্পিউটার ভিশন একটি উচ্চবেতনের আইটি চাকরির অন্তর্গত। কম্পিউটার ভিশন যেটা করে কম্পিউটারকে মানুষের মতো পৃথিবীকে দেখতে এবং বুঝতে সক্ষম করে। অনেক কিছুর জন্য এটি আবশ্যক যেমন ছবি শ্রেণীবিভাগ, বস্তু সনাক্তকরণ ইত্যাদি।

৩) Deep Learning

উচ্চ বেতনের আইটি চাকরির মধ্যে উল্লেখযোগ্য ডিপ লার্নিং। এই ডিপ লার্নিং হল একটি মেশিন লার্নিং এর একটি উপসেট যা কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক তৈরির উপর ফোকাস করে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দক্ষতা। পণ্য এবং পরিষেবাগুলিকে আরও দক্ষতার সাথে পরিচালনা করতে সাহায্য করে ডিপ লার্নিং।

৪) Generative AI

বর্তমানের প্রযুক্তির জগতে জেনারেটিভ এআই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা সাপেক্ষ বিষয়।ব্যবসায় এটিকে ব্যবহার করা হয় বিভিন্ন উদ্ভাবনী পরিষেবা এবং পণ্য তৈরি করতে।

৫) Elixir

‘Elixir’ বর্তমানে অত্যন্ত আলোচিত একটি বিষয়। এলিক্সির একটি কার্যকরী প্রোগ্রামিং ভাষা যা scalability and fault tolerance এর জন্য পরিচিত। এটি বিভিন্ন অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয়।
যেমন, ওয়েব ডেভেলপমেন্ট, রিয়েল-টাইম মেসেজিং এবং আইওটি অ্যাপ্লিকেশনে বেশ ব্যবহৃত হয়।

৬) Mesos

আইটি জবগুলির বিষয়ে যখন আমরা আলোচনা করছি তখন ‘Mesos’ বাদ গেলে চলবে না। মেসোস হল একটি ওপেন সোর্স ডিস্ট্রিবিউটেড সিস্টেম কার্নেল যা একাধিক অ্যাপ্লিকেশন জুড়ে সম্পদ ভাগ করতে পারে দক্ষতার সঙ্গে।

৭) PyTorch

উল্লেখিত বিষয়গুলির মধ্যে PyTorch আমাদের আলোচনা করতেই হবে। PyTorch হল একটি ওপেন-সোর্স মেশিন লার্নিং লাইব্রেরি যা NLP, কম্পিউটার ভিশন এবং ডিপ-লার্নিং কাজগুলির জন্য ব্যবহৃত হয়। বর্তমানে বিভিন্ন শিল্পে এই দক্ষতা গুলির উচ্চ চাহিদা রয়েছে যা আইটি ক্ষেত্রে চাকরি প্রার্থীদের জন্য মূল্যবান সম্পদ হিসেবে কাজ করে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে।

৮) Rust

সবশেষে আমরা আলোচনা করব Rust সম্বন্ধে। এই Rust হল আদলে একটি প্রোগ্রামিং ভাষা যা পারফরম্যান্স এবং কনকারেন্সির উপর নজর রাখে। এটি একটি সিস্টেম প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট এবং আরও অনেক কিছুতে বর্তমানে এর ব্যবহার বাড়ছে।

তাহলে আপনি কবে থেকে বেছে নিচ্ছেন আপনার নতুন চাকরি? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। পরবর্তীকালে আমাদের পেজ থেকে আপনি আরো কি ধরনের নিউজ পেতে চান সেই বিষয়েও নিজের মনের ভাব প্রকাশ করতে পারেন কমেন্টের মাধ্যমে।

Leave a Comment