LIC New Scheme – সময় থাকতে বিনিয়োগ করুন LIC এর এই ফাটাফাটি পলিসিতে।

LIC New Scheme:
রাতারাতি কোটিপতি হওয়ার সুযোগ আমরা অনেক খবরে দেখি। তবে এবার বাস্তবে সেই ঘটনা ঘটতে চলেছে। আর এই রাতারাতি কোটিপতি হওয়ার সুযোগ করে দিচ্ছে ভারতের সর্ববৃহৎ বীমা সংস্থা এলআইসি। এলআইসি ধনবর্ষা নামে এক প্রকল্প নিয়ে এসেছে তার গ্রাহকদের জন্য। যেখানে গ্রাহকরা ১০ লাখ টাকা বিনিয়োগ করে ১ কোটি টাকার ফেরতের সুবিধা পাবেন।

এলআইসি (ভারতীয় জীবন বীমা সংস্থা) হল ভারতের বৃহত্তম বিমা সংস্থা। এলআইসিতে টাকা রাখলে টাকা মার যাওয়ার কোনো ভয় নেই গ্রাহকদের। আর এলআইসি মাঝে মাঝেই তার গ্রাহকদের জন্য দারুন অফার নিয়ে আসে। এবার এমনই একটি অফার (LIC New Scheme) হাজির করেছে এই বিমা সংস্থা। এবার এলআইসিতে যদি ১০ লাখ টাকার বিনিয়োগ করা হয় তবে গ্রাহকরা শেষ পর্যন্ত এক কোটি টাকা পেয়ে লাভবান হবে। তবে এই সুযোগ কিন্তু বেশি দিনের জন্য স্থায়ী নয়। কয়েকদিনের মধ্যেই এই স্কিমের বৈধতা শেষ হয়ে যাবে।

LIC New Scheme benefits:

এলআইসির জনপ্রিয় পলিসির মধ্যে অন্যতম পলিসি হলো জীবন অক্ষয় পলিসি। এলআইসির এই নতুন পলিসি জীবন অক্ষয় নীতির স্কিমে যদি কোনো ব্যক্তি ৩০ বছর বয়সে এককালীন ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে ওই ব্যক্তি তিন হাজার টাকা করে পেনশন পাবেন। এলআইসির অপর একটি সুবিধাজনক পলিসি (LIC New Scheme)র নাম ধনবর্ষা স্কিম। এই স্কিমের মাধ্যমে যদি কোনো ব্যক্তি ১০ লক্ষ টাকা বিনিয়োগ করে, তবে সেই ব্যক্তির মৃত্যুর পর মনোনীত ব্যক্তিটি এক কোটি টাকা ফেরত পাবেন। তবে এই নীতি ৩১ শে মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। এবার আমরা এই স্কিমটি সম্পর্কে বিশদে জেনে নেব।

এলআইসি ধনবর্ষা প্রোগ্রামের শর্তাবলী কি?

  • এই পলিসিটি (LIC New Scheme) কোনো ব্যক্তি কেবলমাত্র তার নিজের নামেই খুলতে পারবেন। এই স্কিমে কোনওভাবেই দুইজনের নাম রাখা যাবে না। তবে গ্রাহকটি যে ব্যক্তিকে মনোনীত করবেন সেই ব্যক্তিটি গ্রাহকের অবর্তমানে এই স্কিমের টাকা ফেরত পাবেন।
  • গ্রাহকটি এই স্কিমে বিনিয়োগ করে যথেষ্ট টাকা সঞ্চয় করতে পারবেন।
  • পলিসি হোল্ডারের মৃত্যুর পর মনোনীত ব্যাক্তি পলিসির টাকা ফেরত পাবেন।
  • অন্যান্য স্কিমের মত এই স্কিমেও বারবার প্রিমিয়াম জমা দেওয়ার প্রয়োজন নেই। প্রিমিয়াম জমা দেওয়ার মাত্র দুটি বিকল্প আছে।
SBI Interest rates sbi amrit kalash fd scheme

এলআইসি ধনবর্ষা স্কিম দ্বারা কী কী সুবিধা দেওয়া হয়

  • পলিসি হোল্ডার যদি এককালীন এই স্কিনমে দশ লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে পলিসি হোল্ডারের মৃত্যুর পর মনোনীত ব্যক্তিটি ১২.৫ লক্ষ টাকা ফেরত পাবেন।
  • পলিসি হোল্ডার যদি এই স্কিমে ১০ লক্ষ টাকার পলিসি করেন তবে পলিসি হোল্ডারের মৃত্যুর পর নমিনি করা ব্যক্তিটি এক কোটি টাকা ফেরত পাবেন।

এই পলিসি স্কিমে বিনিয়োগ করতে হলে, আপনার নিকটবর্তী LIC শাখায় বা এজেন্টের সঙ্গে জগাজোগ করুন। এবং ডেমো এর জন্য, বিস্তারিত জানতে সেখানকার এজেন্টদের সাথে কথা বলুন। আপনি যদি এলআইসির এই পলিসিতে আগ্রহী থাকেন। তবে যত শীঘ্রই সম্ভব আপনার নিকটবর্তী এলআইসির অফিসে গিয়ে এই স্কিমটি সম্পর্কে বিস্তারিত জানুন। তারপর কাগজপত্র সংগ্রহ করে এজেন্টদের সাথে সঠিক পরামর্শ নিয়ে পলিসিটিতে (LIC New Scheme) বিনিয়োগ করুন। কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।

Leave a Comment