রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে শত দুর্নীতি ও মামলার মধ্যেও Primary TET Interview বা প্রাথমিক TET ইন্টারভিউয়ের ষষ্ঠ রাউন্ডের তারিখ প্রাথমিক শিক্ষা পর্ষদ বা WBBPE প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে, ইন্টারভিউ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যার জেরেই হাসি ফুটেছে চাক্রিপ্রারথী তথা হবু শিক্ষকদের।
WBBPE Primary TET Interview 6th phase:
পর্ষদ সুত্রে জানা গেছে যে টেট পাশ প্রার্থীদের মধ্যে বেশিরভাগ ক্যান্ডিডেট পূর্ব বর্ধমান জেলার DPSC এর অন্তর্গত। অর্থাৎ আবেদনের সময়ে যারা উক্ত জেলার হয়ে আবেদন করেছিলেন, তাঁরাই এবার ডাক পেয়েছেম। চাকরি প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়ার ষষ্ঠ পর্যায়ের বা 6th phase interview নেওয়া হবে এবার। আর আবেদন বা সরকারি বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
কাদের জন্য এই ইন্টারভিউ?
প্রাথমিক শিক্ষা বোর্ড ঘোষণা করেছে যে 6th phase interview এবং প্রাথমিক TET অ্যাপটিটিউড টেস্ট 2023 ফেব্রুয়ারি মাসের 23, 24, 27, 28 তারিখ এবং 1লা মার্চ, শেষ হবে। এই ইন্টারভিউতে শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলার আবেদনকারাই অংশগ্রহণ করতে পারবেন। এই পর্বের জন্য প্রশ্ন করা হবে। এই পরিস্থিতিতে, আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র সহ যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্রের একটি তালিকা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: প্রাইমারী টেট নিয়ে নতুন ঝামেলা, 32000 চাকরি বাতিল হলেও চাকরি পাবেন না নতুন প্রার্থীরা!
কি কি ডকুমেন্টস লাগবে?
১) TET অ্যাডমিট কার্ড,
২) TET পাস সার্টিফিকেট,
৩) মাধ্যমিক অ্যাডমিট কার্ড/জন্ম শংসাপত্র,
৪) মাধ্যমিক বা সমমানের পরীক্ষার মার্কশিট,
৫) উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার মার্কশিট
৬) স্নাতকোত্তর মার্কশিট,
৭) B.Ed/D.L.Ed/D. এড বা সমমানের কোর্সের মার্কশিট,
৮) ভোটার বা আধার কার্ড,
৯) সই করা পাসপোর্ট সাইজের ছবি,
১০) SC/ST/OBC শংসাপত্র,
১১) এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট (যদি থাকে),
১২) বোর্ডের দেওয়া আডমিট কার্ড।
মনে রাখবেন
প্রসঙ্গত, টেট ২০১৪ নিয়ে অনেক জলঘোলা ও বিতর্ক ও মামলা চলছে। যার জেরে এবার সব্ধানতা অবলম্বন করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। গতবার ইন্টারভিউ ও সাক্ষাতকার প্রক্রিয়া নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। তাই এবারের ইন্টারভিউতে কড়া নিরাপত্তা ভিডিও ক্যামেরার মাধ্যমে ইন্টারভিউ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই বিষয়ে WBBPE বোর্ডের সভাপতি এদিন জানান, “অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে টেটের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।” তিনি আরও জানান, “ষষ্ঠ রাউন্ডের ইন্টারভিউ এর আগের রাউন্ডের মতো একই নির্দেশিকা ও নিয়ম ফলো করবে। সিসিটিভি ক্যামেরা বা অনলাইন ভিডিও পুরো ইন্টারভিউ প্রক্রিয়া রেকর্ড করবে। সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে এই প্রক্রিয়া করাই আমাদের লক্ষ্য। আর কেবলমাত্র যোগ্য প্রার্থীরাই চাকরির সুযোগ পাবেন।”
এই বিষয়ে WBBPE বোর্ডের সভাপতি এদিন জানান, “অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে টেটের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।” তিনি আরও জানান, “ষষ্ঠ রাউন্ডের ইন্টারভিউ এর আগের রাউন্ডের মতো একই নির্দেশিকা ও নিয়ম ফলো করবে। সিসিটিভি ক্যামেরা বা অনলাইন ভিডিও পুরো ইন্টারভিউ প্রক্রিয়া রেকর্ড করবে। সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে এই প্রক্রিয়া করাই আমাদের লক্ষ্য। আর কেবলমাত্র যোগ্য প্রার্থীরাই চাকরির সুযোগ পাবেন।”
এই বিষয়ে আরও আপডেট পেতে আমাদের ওয়েবসাইট ফলো করুন।