Smartphone Battery Life – স্মার্টফোনের ব্যাটারির আয়ু বাড়ানো ও ব্যাটারি ভালো রাখার 10টি সেরা উপায়।

Smartphone Battery Life কিভাবে বাড়াবেন?
হাতের স্মার্টফোন একেবারে নতুনের মতো পাওয়ারফুল হবে, শুধু এই কাজটি করুন। হাতের মুঠোফোন ছাড়া আর এক মুহূর্ত ভাবা যায় না‌। রাস্তাঘাটে, দোকানে বাজারে, বাসে ট্রেনে, যেখানেই নজর দিন, দেখবেন প্রায় সমস্ত মানুষই নিজের হাতের স্মার্টফোনের মধ্যে মুখ গুজে বসে রয়েছেন। স্মার্টফোন এখন একটি অতি জরুরী প্রয়োজনীয় ডিভাইস। এমন কোনো প্রয়োজনীয় কাজ নেই, যা স্মার্টফোনের মাধ্যমে করা যায় না।

নিউজ, গেমস, সিনেমা, গান থেকে শুরু করে ছবি, ভিডিও তোলা, তার এডিট করা, স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড (Upload Social Media) করা, আর যোগাযোগের কথা তো বলার অপেক্ষাই রাখেনা। প্রতিনিয়ত দেশ-বিদেশের পরিচিতদের সঙ্গে যুক্ত করে রেখেছে এই স্মার্টফোন (Smartphone) ফলে এই মুহূর্তে মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গিয়েছে হাতের এই মুঠোফোন। এবার নতুন স্মার্টফোন কেনার সময় সেটির যা কার্যক্ষমতা (Smartphone Battery Life) বা ব্যাটারির ক্ষমতা একেবারে নতুন ও সবচেয়ে ভালো থাকে। কিন্তু ধীরে ধীরে তা খারাপ বা কমজোরী হয়ে যায়।

How to Extend Smartphone Battery Life

প্রথমে একবার চারর দিলে সারা দিন চার্জ থাকে, কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলে ধীরে ধীরে তা হ্রাস পেতে পারে। তবে স্মার্টফোনের সমস্ত অসুবিধা দূর করে কার্যক্ষমতাকে একেবারেই আগের মতই রাখা যায়। ব্যাটারি ভালো রাখতে বা Smartphone Battery Life রাখতে কিছু জরুরী নিয়ম মেনে চলতে হবে। কি সেই নিয়ম একবার দেখে নিন:

Use Power Saving Mode:

স্মার্টফোনের মধ্যে এই পাওয়ার সেভিং মোড ব্যবহার করুন। এই পদ্ধতিতে অতিরিক্ত ব্যাটারি লাইফ পাওয়া যায়। এখন সমস্ত স্মার্ট ফোনেই পাওয়ার সেভিং মোড রয়েছে। যা আপনার ডিভাইস থেকে আরও বেশি ব্যাটারি লাইফ প্রদান করতে সাহায্য করে।

Close Notification:

যদি নোটিফিকেশনের প্রয়োজন না হয়, তাহলে বন্ধ করুন। এটা ব্যাটারি লাইফকে ড্রেন (Drain) করে। ফলে নটিফিকেশন বন্ধ করলে ব্যাটারির পাওয়ার অপেক্ষাকৃত কম ক্ষয় হবে। যার ফলে দিরঘখন ব্যাটারি চার্জ দেওয়ার প্রয়োজন হবেনা। অপর দিকে দরকার না পড়লে WiFi, Bluetooth অপশন বন্ধ করে রাখবেন।

Uninstall Unused App:

যে সমস্ত অ্যাপ ব্যবহার করেন না, সেগুলোকে আনইন্সটল করুন। এই অ্যাপগুলো আপনার ফোনেই রাখা হলে ব্যাটারির ড্রেন হতে পারে।
Close Background App:
বহু অ্যাপ ব‍্যাকগ্রাউন্ডে চলে। যার ফলে ব‍্যাটারির লাইফ কমতে পারে।এই ধরনের অ্যাপ বন্ধ করুন।তাহলে ব‍্যাটারির লাইফ বাড়বে।

Screen এর উজ্জ্বলতা কমানঃ

Smartphone-এর ব‍্যাটারির আয়ু বাড়াতে হলে স্ক্রিনের উজ্জ্বলতা কমাতে হবে।যদি প্রয়োজন না হয়, তাহলে যতখানি সম্ভব উজ্জ্বলতা কমিয়ে দিন।
Disable Unused Feature
যে সময় দরকার নেই, সেই সময় যদি WI-FI, Bluetooth এবং GPS- এর মত ফিচারগুলি সক্ষম থাকে, তাহলে ফোনের ক্ষমতার পরিমাণ কমতে থাকে। তাই এই ফিচারগুলি ডিসেবল করে দিন।

Use Automatic Brightness:

এই পদ্ধতি ব্যবহার করলে ফোনের কার্যক্ষমতা অনেকটাই বাড়তে পারে। এখন বহু ফোনে অটোমেটিক উজ্জ্বলতার সেটিংস রয়েছে। যাতে লাইট লেভেল এর উপর নির্ভর করে স্ক্রিনের ব্রাইটনেস ঠিক করে দেয়।
Avoid Vibrate Mode:
সাধারণ রিংটোন মোড এর থেকে ভাইব্রেট মোড বেশি পাওয়ার সঞ্চয় করে। ভাইব্রেট মোড উপকারী হতে পারে, কিন্তু এই কারণেই ব্যাটারির লাইফ বাড়াতে ভাইব্রেট মোড ব্যবহার করা এড়িয়ে চলতে হবে।

সঠিক পদ্ধতিতে চার্জ করুন:

Smartphone Battery Life বা ব্যাটারি Charge করার আগে ব্যাটারিকে পুরোপুরি শেষ হতে দেবেন না। ৩০% এর নিচে চলে গেলে, অবশ্যই ব্যাটারি চার্জে বসান। ফোনের ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য সঠিকভাবে চার্জ করতে হবে। বেশিক্ষণ Plugin করা এড়িয়ে চলুন। অর্থাৎ ১০০% চার্জ হয়ে গেলে, চার্জার খুলে নিন।
Avoid Extra Heat:
Smartphone Battery Life ভালো রাখতে স্মার্ট ফোনকে সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখুন। খুব গরম বা খুব ঠান্ডা জায়গায় রাখবেন না। বেশি পরিমাণে তাপমাত্রায় ব্যাটারি দ্রুত শেষ করে ফেলতে পারে।
স্মার্টফোনের আয়ু বাড়াতে হলে এই পদ্ধতি গুলো একটু মেনে চলতে হবে। তাহলেই নিমেষের মধ্যে স্মার্টফোনে সমস্ত কাজ করতে পারবেন।

Leave a Comment