Online Earning App from home:
প্রযুক্তি যত এগিয়েছে, ততই দৈনন্দিন জীবনযাপনে মানুষের সবকিছুই নিয়মিত বদলেছে (Online Earning App). টেকনোলজির হাত ধরে এই মুহূর্তে মানুষ ঘরে বসেই সারা বিশ্বের সঙ্গে নিমেষে যোগাযোগ করে ফেলতে পারে। শুধু তাই নয়, ঘরে বসে টাকা উপার্জনের পথও দেখিয়ে দিয়েছে এই প্রযুক্তি (Technology) টাকা আয় করতে হলে বা কোনো কাজ বা ব্যবসা করতে হলে স্বাভাবিকভাবেই বাড়ির বাইরে যেতে হবে। প্রথাগত নিয়ম মেনে কর্মস্থলে গিয়ে সারাদিন একটা সময় মেনে সেখানে শ্রম দিলে তবেই মাসের শেষে একটা বেতন পাওয়া যাবে।
এছাড়াও কোনো ব্যবসা করতে চাইলেও সেখানে আপনাকে নিয়ম মেনেই সেই প্রতিষ্ঠান খুলতে হবে এবং বন্ধ করতে হবে। কিন্তু প্রযুক্তির হাত ধরে এই মুহূর্তে এমন অনেক অ্যাপ (Online Earning App) এসেছে, যে অ্যাপের মাধ্যমে বাড়িতে বসে আপনার হাতের স্মার্টফোন (Smartphone) বা ল্যাপটপ (Laptop) থেকেই কাজ করে নিয়মিত অর্থ উপার্জন করতে পারেন। এর জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র ইন্টারনেট কানেকশন সহ স্মার্টফোন বা ল্যাপটপ এর মত ডিভাইস থাকলেই হবে। তবে এই মুহূর্তে নেট জগতে অজস্র অ্যাপ (Online Earning App) রয়েছে, যারা বিভিন্ন ধরনের কাজ প্রদান করার কথা বলে থাকে এবং সেই কাজের বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার দাবিও করে।
কিন্তু অনেক সময় বহু মানুষ এক্ষেত্রে প্রতারিত হয়েছেন। কাজ করার পরেও টাকা পাননি বলে অভিযোগ উঠেছে। তাই কোন অ্যাপের মাধ্যমে কাজ করলে সঠিকভাবে আপনি টাকা পেতে পারেন বা অর্থ উপার্জন করতে পারেন, সেই বিষয়েই এখানে জানানো হবে। এবার দেখে নেওয়া যাক, কোন কোন অ্যাপ (Online Earning App) এই মুহূর্তে যথেষ্ট জনপ্রিয় এবং বিভিন্ন ধরনের কাজ প্রদান করে যার মাধ্যমে টাকা উপার্জন করতে পারেন।
Upwork
এটি একটি ফ্রিল্যান্স মার্কেটপ্লেস (Freelance Marketplace) সংস্থা। এখানে ফ্রিল্যান্সিং ভাবে কাজকর্ম করতে পারেন। সেক্ষেত্রে লেখালেখি, গ্রাফিক ডিজাইন, এডিটিং এর মত বিভিন্ন ধরনের কাজ এই প্লাটফর্মে করা যায়। Upwork App এ ফ্রিল্যান্সিং ভাবে কাজ করে অর্থ উপার্জন করতে পারেন।
Foap
যারা ছবি তুলতে ভালোবাসেন, তাদের জন্য এই Online Earning App অ্যাপটি পছন্দের। এটি একটি ফটোগ্রাফি অ্যাপ। বিভিন্ন ধরনের ছবি তুলে এই অ্যাপের মাধ্যমে আপলোড করতে পারেন। দেশ-বিদেশের যে কোনো ক্রেতা সেই ছবি কিনতে পারেন। আর ছবি বিক্রি হলেই টাকা পেয়ে যাবেন। সারা বিশ্বজুড়েই ক্লায়েন্টদের সঙ্গে কাজ করা যেতে পারে।
Swagbucks
এটি একটি অনলাইন ইনকামের জন্য যথেষ্ট জনপ্রিয় একটি Online Earning App অ্যাপ। এই মুহূর্তে এই অ্যাপে ২০ মিলিয়নের বেশি ইউজার রয়েছে। এই অ্যাপের মাধ্যমে কাজ করলে নগদ টাকা যেমন দেওয়া হয়, তেমনি বিভিন্ন ধরনের গিফট কার্ড দিয়ে পুরস্কৃত করা হয়। অনলাইনে ভিডিও দেখা, গেম খেলা, সার্ভে নেওয়া, অনলাইনে কেনাকাটা করার জন্য এই কাজের মাধ্যমে নগদ দেওয়া হয়ে থাকে।
Taskrabbit
এই অ্যাপে আবার কাজের ধরন একটু আলাদা। স্থানীয় ব্যবসা এবং তার সঙ্গে সংযুক্ত ব্যক্তিদের বিভিন্ন ধরনের কাজে সাহায্যকারীর প্রয়োজন হয়। আর সেই কাজটি করে থাকে এই Taskrabbit App এর বিনিময়ে তারা উপার্জনের থেকে ছোট্ট একটি কমিশন নিয়ে থাকে। সারা বিশ্ব জুড়েই বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে কাজ করার সুবিধা রয়েছে।
Survey Junkey
অ্যাপের নাম থেকেই বোঝা যাচ্ছে যে মূলত বিভিন্ন বিষয়ের উপর সার্ভের কাজ (Online Earning App) করা হয়ে থাকে। রাজনীতি, বিনোদন, কেনাকাটা, অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ের উপরে সার্ভে করে থাকে এই অ্যাপ। এই সার্ভের কাজ করেই অর্থ উপার্জন করা যায়।
Air BNB
এই অ্যাপটি ২০০৮ সাল থেকে উপলব্ধ রয়েছে। এই অ্যাপের মাধ্যমে ঘর বা বাড়ি ভাড়া দিতে চাইলে খুব সহজেই তা করতে পারেন। বিশেষ করে কোনো পর্যটনস্থলে বা টুরিস্ট পয়েন্টে পর্যটকদের জন্য ঘর বা বাড়ি নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া দিয়ে টাকা উপার্জন করা যায়। এই অ্যাপের মাধ্যমে দেশ-বিদেশে এই ধরনের কাজ করে টাকা আয় করতে পারেন।
Fiverr
এই অ্যাপটি একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। এই প্লাটফর্মের মাধ্যমে ফ্রিল্যান্সিং ভাবে বিভিন্ন কাজ করা যায়। যেমন ভিডিও এডিটিং, লেখালেখি, গ্রাফিক ডিজাইনের মত কাজ এই অ্যাপের মাধ্যমে করে টাকা উপার্জন করা যায়।
বর্তমান সময়ে অনলাইনে অজস্র অ্যাপ রয়েছে। তার মধ্যে থেকে যে অ্যাপগুলোর মাধ্যমে সঠিকভাবে কাজ করলে অর্থ উপার্জন করা সম্ভব, তারই কিছু এখানে জানানো হয়েছে। এই সমস্ত অ্যাপেরই একটি User Friendly Interface রয়েছে। যার ফলে ক্লায়েন্ট থেকে গ্রাহক, ফ্রিল্যান্সার প্রত্যেকেই খুব সহজেই নিজের কাজ সম্পন্ন করতে পারেন।
I am rady