LIC New Policy – আর চিন্তা নেই, করতে হবে না কোনো কাজ,এলআইসি প্রতি মাসে দেবে ১১ হাজার টাকা
কোনোরকম কাজ না করেই প্রতি মাসে আপনার একাউন্টে ঢুকবে প্রায় ১১ হাজার টাকা যদি করেন LIC New Policy. আর এটা কোনো যা তা সংস্থার পক্ষ থেকে দাবি করা হচ্ছে না। একেবারে দেশের বৃহত্তম বীমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের (Life Insurance Corporation) তরফেই জানানো হয়েছে। ফলে যখন এলআইসির পক্ষ থেকে এই ধরনের কোনো Scheme আনা হয়েছে, তখন তা অনেক নিরাপদ এবং ঝুঁকিমুক্ত বলেই মনে করা হয়। তার কারণ, দেশের অধিকাংশ মানুষ এখনও পর্যন্ত বীমা করার কথা ভাবলেই এলআইসির উপরেই নির্ভর করে থাকেন।
যেকোনো ধরনের বিনিয়োগের ক্ষেত্রেও এলআইসির ওপর ভরসা করেন দেশবাসী। আর এলআইসির তরফেও শিশু থেকে বৃদ্ধ সকলের জন্যই বিভিন্ন ধরনের পলিসি তৈরি করা হয়ে থাকে। এবার এখানে যে ধরনের যে পলিসির কথা বলা হচ্ছে, সেই পলিসি একবার কিনলেই প্রতি মাসে ১১১৯২ টাকা করে পেনশন হিসেবে পেতে থাকবেন। এই LIC New Policy পলিসিতে ন্যূনতম বিনিয়োগ করে মোটা মুনাফা তুলতে পারবেন।
আর বর্তমান সময়ে কোনো একটি জায়গায় বিনিয়োগ করার পরে প্রতি মাসে যদি নিয়মিত পেনশন পাওয়ার সুবিধা তৈরি হয়, তাহলে সেই স্কিমে অধিকাংশ দেশবাসী বিনিয়োগ করতে চাইবেন। এলআইসির এই পলিসির নাম নিউ জীবন শান্তি পলিসি (LIC New Jeevan Shanti Policy). এলআইসির এই পলিসিটি অ্যানিউনিটি স্কিম (Annunity Policy) এই পলিসিতে একবার বিনিয়োগ করলেই প্রতিমাসে পেনশন পাওয়ার রাস্তা তৈরি হয়ে যাবে।
ফলে যদি একবার কোনোভাবে এই পলিসি কিনতে পারেন, তাহলে পরবর্তীতে সময়সীমা পার হয়ে যাওয়ার পরে আর চিন্তা নেই। মাসের শেষে ব্যাংক একাউন্টে ঢুকে যাবে ১১১৯২ টাকা করে। নেহাত কম নয় একেবারে অংকটা। বর্তমানে দেশের অধিকাংশ বেসরকারি সংস্থাই যা বেতন দেয়, প্রায় সেই রকম। তাও তো কাজকর্ম করেও টাকা পাওয়া যায় না অনেক জায়গায়।
যাইহোক, এবার এই পলিসি সম্বন্ধে এলআইসির তরফে যা জানানো হয়েছে, এই পলিসিতে দুই ধরনের অপশন রয়েছে। ডেফার্ড অ্যানিউনিটি ফর সিঙ্গেল লাইফ এবং ডেফার্ড অ্যানিউনিটি ফর জয়েন্ট লাইফ। ডেফার্ড অ্যানিউনিটি ফর সিঙ্গেল লাইফ পলিসিতে একজন ব্যক্তি পেনশন পাবেন। ৩০ বছর থেকে ৭৯ বছরের মধ্যে যেকোনো ভারতীয় এই পলিসি কিনতে পারেন।
সে ক্ষেত্রে ন্যূনতম ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। এই পলিসিতে নমিনির সুবিধে রয়েছে। যদি পলিসি হোল্ডারের মৃত্যু হয় তাহলে সম্পূর্ণ টাকা নমিনি পেয়ে যাবেন। আর LIC New Policy পলিসি হোল্ডার যদি বেঁচে থাকেন তাহলে নির্দিষ্ট সময়সীমা পার হয়ে যাওয়ার পর প্রতি মাসে পেনশন (Pension) পেতে থাকবেন। ১০ লক্ষ টাকা হারে যদি বিনিয়োগ করেন তাহলেই মোটা টাকার পেনশন পাওয়া যাবে।
১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে ১ হাজার টাকা করে পেনশন পাওয়া যাবে। এলআইসির এই পলিসিতে ঋণের সুবিধা আছে। ৩ মাস, ৬ মাস এবং ১ বছরের পলিসিতে এই সুবিধা পাওয়া যায়। সিঙ্গেল লাইফ যোজনায় (LIC New Policy) একজন ব্যক্তি এই পেনশন পেতে পারবেন। ঠিক সেইভাবে ডেফার্ড অ্যানিউনিটি ফর জয়েন্ট লাইফ অপশনে কোনো একজন পলিসি হোল্ডার মারা গেলে অপরজন নিয়ম অনুযায়ী টাকা পাবেন। এবার দুইজন পলিসি হোল্ডারই যদি মারা যান, তাহলে তাদের নমিনি সম্পূর্ণ টাকা ফেরত পেয়ে যাবেন।
I am 54 years old.I want to get Rs.10000/- per month from next month after deposition lump sum amount.pl.let me know the amount.
Pls snd your contact no.
# If I want to get monthly amount of Rs.5000/-, then what amount will be the one time investment?
# From which month monthly pension will be released? # my age is 62+years, am I eligible?
Pls snd your contact no.
Please give me information about Jivan Shanti policy
Apni pls contact no den Ami by phone a sob bole Debo.
MINIMUM AGE OF JOINT 2ND HOLDER
Yes
If u want to know about the policy, u can contact me. My contact no. 9830241033
Want to get 10000Rs / month **, how much investment one time ,,&when it started ..
Ami je 1000000 taka biniyog korlam, tar poriprekkhite amake 11000 taka pension debe, asol taka ta ki hobe seta ullek korlen nato?
Urgent
Very good plan