বদলে গেল উচ্চ মাধ্যমিক রেজাল্ট এর দিন। কবে রেজাল্ট দেবে জেনে নিন।

অতিমারীর পর পূর্ণ সিলেবাসে হয়েছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার উচ্চ মাধ্যমিক রেজাল্ট (WBCHSE HS Result 2023) প্রকাশের পালা। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষের ৯০ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশের কথা। তবে সামনে পঞ্চায়েত ভোট ও অনলাইন পদ্ধতি প্রয়োগের ফলে এবার নির্ধারিত সময়ের আগেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট। আর সেই জল্পনা বাড়তেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরীক্ষার্থী থেকে ছাত্রছাত্রী।

প্রসঙ্গত ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা গত ১৪ ই মার্চ থেকে ২৭ শে মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। এবার উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশ হওয়ার পালা। পরীক্ষার পর ফল প্রকাশের জন্য সংবাদ মাধ্যমে যে তারিখের কথা জানানো হয়েছিলো, সেই তারিখে উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবেনা বলে জানা গেছে। তাহলে ফল প্রকাশিত হতে কি দেরী হবে? নাকি তার আগে প্রকাশিত হবে? আসুন জেনে নিই বিস্তারিত।

উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৩ কবে?

ছাত্র জীবনে উচ্চমাধ্যমিকের গুরুত্ব অনেক। উচ্চমাধ্যমিকের ফলের উপর একটা ছাত্রের/ শিক্ষার্থীর জীবনের গতি/পথ নির্ভর করে। তবে এবারের পরীক্ষায় খুব একটা বেশি সমস্যা হয়নি। কার্যত নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে এবারের পরীক্ষা। বিগত পরীক্ষা গুলোর প্রশ্নফাঁসের অভিযোগ এবার আসেনি। এবারের পরীক্ষা একরকম নির্বিঘ্নেই হয়েছে মতামত অনেকের। এছাড়াও WBCHSE ( West Bengal Council For Higher Secondary Education ) এর সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, অতিমারীর কারণে এবারের উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি, সকলেই অটো পাশ করেছিলো। তাই সকলের অভিজ্ঞতা কম। যার জন্য অন্যবারের তুলনায় এবার সহজ প্রশ্ন করা হয়েছে।

আরও পড়ুন, লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট সুখবর।

কবে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বা ফলাফল ?
এতদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়া ও অনলাইন মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছিলো যে পরীক্ষার ফল প্রকাশিত হতে যাচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহে। কিন্তু এই খবর কে নাকচ করে দিয়েছেন শিক্ষা সংসদ সভাপতি। তিনি জানিয়েছেন ফলাফল প্রকাশিত হবে মে মাসের শেষ সপ্তাহে। HS Result 2023 নিয়ে এই মন্ত্যবে খুশি পরীক্ষার্থী সহ তাঁদের অভিভাবকেরা। এবার সঠিক রেজাল্টের অপেক্ষার পালা।

অন্যদিকে আনন্দবাজার পত্রিকা সুত্রে জানা গেছে, মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের ১০ দিনের মধ্যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে। সেক্ষেত্রে আগামী ১৬ই মে মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে। আর সেই দিক দিয়েও চলতি মাসের ২৫, ২৬ তারিখে প্রকাশিত হতে পারে উচ্চ মাধ্যমিক রেজাল্ট। এদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর সংসদ থেকে জানিয়েছিলেন, “আমরা যত শীঘ্র সম্ভব রেজাল্ট প্রকাশ করে দেব।” HS Result 2023 নিয়ে পর্ষদ সভাপতির বিবৃতি এবং খাতা দেখা থেকে শুরু করা নম্বর বিভাজন এখন সম্পন্ন করে দেয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক রেজাল্ট এর ৯০% কাজ শেষ হয়েছে। তাই নির্ধারিত সময়ের আগেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল।

উচ্চ মাধ্যমিক রেজাল্ট কিভাবে দেখবেন?

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পাবেন। রেজাল্ট প্রকাশিত হলে আমাদের ওয়েবসাইট থেকেও রেজাল্ট দেখা যাবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পাশ করলে কি কি স্কলারশিপ পাবেন জানতে আমাদের ওয়েবসাইট ফলো করুন। নিয়মিত আপডেট আসছে।

18 thoughts on “বদলে গেল উচ্চ মাধ্যমিক রেজাল্ট এর দিন। কবে রেজাল্ট দেবে জেনে নিন।”

  1. Reg No 4212369760, of 2021/2022 Roll 444821 ,No 1018
    Institution Code – 116111(Reguler )
    Very very thanks .

    Reply
  2. আমারা মানছি 2021 মাধ্যমিক পরীক্ষা চিরঞ্জীব ভট্টাচার্য জানান আমরা অটোমেটিক পাশ হয় গেছি এই জন্য আমাদের অভিজ্ঞতা কম কিন্তু একাদশ শ্রেণীর পরীক্ষা করোনা ভাইরাসে দিয়ে গেল

    Reply

Leave a Comment