পড়ুয়াদের ১০ হাজার টাকা স্কলারশিপ দিচ্ছে সরকার, বিরাট নম্বর পাওয়ার দরকার নেই, কিভাবে নেবেন এই সুবিধা, দেখুন।
আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য একাধিক স্কলারশিপ এর বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। যার মাধ্যমে দুস্থ অথচ মেধাবী ছাত্র-ছাত্রীরা উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে এগিয়ে যেতে পারছে। রাজ্য সরকারের এরকমই একটি Scholarship এর বিষয়ে আলোচনা করা হবে, যেখানে প্রতিবছর একজন পড়ুয়া ১০ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। এই Scholarship এ আবেদন করতে গেলে খুব বেশি নম্বর পাওয়ারও প্রয়োজন নেই। বছরের যে কোনো সময়ই আবেদন করা যায়। ফলে পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের এই স্কলারশিপ যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবারে স্কলারশিপটি সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক:
এই স্কলারশিপটির নামঃ নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ Nabanna Scholarship or Uttarkanya Scholarship
এই Scholarship টি দক্ষিণবঙ্গে Nabanna Scholarship নামে পরিচিত এবং উত্তরবঙ্গে উত্তরকন্যা স্কলারশিপ নামেই পরিচিত।
কত টাকা দেওয়া হয়ঃ
নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপে পড়ুয়ারা প্রতি বছর ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। তবে বিভিন্ন কোর্সের উপরে এই Scholarship এর টাকার অংক নির্ভর করে।
আবেদনের যোগ্যতাঃ
পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
মাধ্যমিক পরীক্ষায় ৫০ থেকে ৬০ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫০ থেকে ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
স্নাতক স্তরের পরীক্ষায় ৫৩ থেকে ৫৫ শতাংশ নম্বর পেতে হবে পড়ুয়াদের।
পারিবারিক বার্ষিক আয় ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে হতে হবে।
অন্য কোনো সরকারি Scholarship এর সুবিধা পেলে নবান্ন Scholarship এর জন্য আবেদন করতে পারবেন না।
পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত বোর্ড, কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করতে হবে। পশ্চিমবঙ্গের সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে।
আরও পড়ুন, মাধ্যমিক পরীক্ষার্থীদের বিরাট সুখবর।
কিভাবে আবেদন করবেনঃ
প্রথমেই http://wbcmo.gov.in/ এই ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।
তারপর সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে নির্দিষ্ট জায়গায় আবেদনকারীর পাসপোর্ট ছবি বসিয়ে সমস্ত ডকুমেন্টস আবেদনের সঙ্গে সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পোস্টের মাধ্যমে বা নিজে গিয়ে জমা দিয়ে আসতে হবে।
দক্ষিণবঙ্গে এই বৃত্তি পেতে আবেদন জমা দেওয়ার ঠিকানা হল–
Nabanna, 14th Floor, 325, Sarat Chatterjee Road, Shibpur, Howrah–711102.
উত্তরবঙ্গে যে ঠিকানায় জমা দিতে হবে সেটি হল —
Uttarkanya, P.O. Satellite Township, Fulbari, Jalpaiguri– 734015.
আবেদনের সময়সীমাঃ
নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপে আবেদন করার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। বছরের যে কোনো সময় পড়ুয়ারা এই Scholarship এর জন্য আবেদন করতে পারেন।
কি কি ডকুমেন্টস লাগবেঃ
আবেদনকারীর আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড।
আগের পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট।
যে কোর্সে ভর্তি হয়েছে তার রশিদ সহ অন্যান্য নথি।
Income Certificate
Residential Certificate
Self Declaration Copy
Scholarship-এর আবেদন পত্র।
স্থানীয় MP/MLA-র Recommendation Letter.
DM/SDO/BDO/Joint BDO/ Executive Officer in Municipality/ Deputy Commissioner of Corporation/ Group A Category Officer কর্তৃক প্রদত্ত বাৎসরিক আয়ের শংসাপত্র।
আবেদনকারীর ব্যাংক একাউন্টের প্রথম পাতার জেরক্স।
আবেদনকারীর মোবাইল নম্বর এবং ইমেইল এড্রেস।