YouTube Subscriber Hack – ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানো ও ইউটিউব ভিডিও ভাইরাল করার উপায়।

Youtube Subscriber Hack in bengali.

বর্তমানে যাদের ইউটিউবে চ্যানেল আছে তারা অল্প কিছুটেকনিক ফলো করলেই সাবস্ক্রাইবার (Youtube Subscriber Hack) বাড়াতে পারেন। ইউটিউবিং করে উপার্জন করা এখন অন্যতম একটি জনপ্রিয় এবং সহজ পদ্ধতি। বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে তা ইউটিউবে আপলোড করে মাসে মাসে মোটা টাকা উপার্জন করা সম্ভব। এছাড়াও বাড়তি রোজগার হিসেবে ব্র্যান্ড কোলাবরেশনের সুযোগ তো রয়েছেই।

কিন্তু ইউটিউব থেকে টাকা রোজগার করার জন্য নূন্যতম 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন হয়। এমন অনেকেই আছেন, যারা দীর্ঘ দিন ধরে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছেন অথচ এখনও অবধি কোনও টাকা পাননি পর্যাপ্ত সাবস্ক্রাইবারের অভাবে। এই প্রতিবেদনের মাধ্যমে খুব সহজেই আপনারা কিছু আইডিয়া পাবেন, সাবস্ক্রাইবার দ্রুত বৃদ্ধি করার ব্যাপারে। এর জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

নিয়মিত ভিডিও আপলোড

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর (YouTube Subscriber Hack) জন্য সর্বপ্রথম রেগুলারিটি মেনটেন করা খুব জরুরি। ইউটিউব চ্যানেলে অবশ্যই একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর ভিডিও আপলোড করুন।
আপনি যদি নিয়মিতভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে শুরু করেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইবার সংখ্যা দ্রুত বৃদ্ধি হতে থাকবে।

ভালো ভিডিও কোয়ালিটি

ইউটিউব চ্যানেল তৈরি করার ক্ষেত্রে খেয়াল রাখবেন, ভালো অর্থাৎ হাই কোয়ালিটির ভিডিও তৈরি করে আপলোড করা জরুরি।
অনেক ইউটিউবে রয়েছে অন্যের ইউটিউব চ্যানেলের ভিডিওটি করে এডিটিং করে নিজের চ্যানেলে আপলোড করে এর ফলে তাঁর ওয়েবসাইটে ভিজিটর প্রবেশ করতে চায় না তাই আপনারা কখনোই অন্যের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও কপি করে এডিটিং করে আপনার চ্যানেলে আপলোড করবেন না।

ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করার ফলে দর্শকদের মধ্যে আপনার ভিডিও গুলো দেখার জন্য আগ্রহ জন্মাবে। পাশাপাশি, বেশ দ্রুত সাবস্ক্রাইবার বৃদ্ধিও নিতে পারবেন কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করার ফলে। আর আপনার কন্টেন্ট সর্বদা ইউনিক বানাতে হবে। এতে গ্রাহকের আগ্রহ যেমন বাড়বে, গুগল এ জনপ্রিয়তা (YouTube Subscriber Hack) ও পাবে।

বিষয় নির্বাচন

বিষয় নির্বাচনকে নিস সিলেকশনও বলা হয়ে থাকে। একটি ইউটিউব চ্যানেল শুরু করার আগে মাথায় রাখতে হবে যে আপনি কোন ধরনের নিস ব্যবহার করে ইউটিউব চ্যানেল শুরু করতে চাইছেন।
নিস সিলেকশন টেকনোলজি বিষয় হতে পারে, শিক্ষা বিষয়ক ভিডিও হতে পারে, প্রযুক্তি বিষয়ে, টিউটোরিয়াল সম্পর্কে হতে পারে।

কাস্টমাইজেশন

একটি ইউটিউব চ্যানেল তৈরি করার পর অবশ্যই সেটিকে নিজের পছন্দ মত কাস্টমাইজ করে নিতে হবে। এর ফলে আপনার চ্যানেলটি দর্শকরা দেখতে পছন্দ করবেন। এর ফলে খুব সহজেই আর অল্প সময়ে আপনি নূন্যতম 1000 সাবস্ক্রাইবার পেয়ে যাবেন। এর ফলে আপনার মনিটাইজেশন চালু হয়ে যাবে এবং ইউটিউব থেকে মাসে মাসে টাকা কামাতে পারবেন।

আরও পড়ুন, অনলাইনে উপারজন করার ৫টি পদ্ধতি।

সেরা টিপস

এছাড়াও আপনার কাছে যদি পুরনো চ্যানেল থেকে থাকে। এবং সেটা যদি পুনরায় চালু করতে চান। সেক্ষেত্রে প্রথমেই আপনাকে কয়েক দিন ধরে নিয়মিত ভিডিও আপলোড করে যেতে হবে। এবং আপনার পছন্দের বিষয় ঠিক করে সেই মতো জনপ্রিয় চ্যানেল গুলো (YouTube Subscriber Hack) কিভাবে ভিডিও বানাচ্ছে, সেটা অনুসরন করতে হবে। তবে মনে রাখবেন, তাদের কন্টেন্ট কপি করা যাবে না। তাদের কাজ দেখে অভিজ্ঞতা সঞ্চয় করা যেতে পারে।

Youtube Subscriber Hack - ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানো

তবে চিন্তার কোন কারন নেই। যদি আপনার কন্টেট ভালো মানের হয় তবে, একদিন আপনার চ্যানেল জনপ্রিয়তা পাবেই। তবে মনে রাখবেন, ভালো টাইটেল, ট্যাগ ও নিয়মিত ভিডিও আপলোড করে যেতে হবে। তবেই আপনি জনপ্রিয়তা অর্জন করতে পারবেন। তবে ফ্রি সাবস্ক্রাইবার, বা ফেক সাবস্ক্রাইবার কখনও কিনবেন না (YouTube Subscriber Hack). বা SUB for SUB প্রোগ্রামে অংশগ্রহণ করে সাবস্ক্রাইবার বাড়াবেন না। এতে আপনার চ্যানেল আরও খারাপ ফল দেবে। এবং যেকোনো একটি বিষয় নির্বাচন করে ভিডিও আপলোড করুন।

উদাহরন স্বরূপ বলা যায়, একই চ্যানেলে নিউজ, খেলা, রান্না, গেমিং, ক্রাফট, টিউটোরিয়াল বিভিন্ন ধরনের ভিডিও পোষ্ট করলে কখনোই চ্যানেল জনপ্রিয়তা পাবে না। আপনি যে বিষয়ে পারদর্শী, সেই বিষয়ে ভালো মানের কন্টেন্ট আপলোড করুন। এবং ধৈর্য ধরে রাখুন, একদিন সফলতা আসবেই। প্রথমে হয়তো ভিউ আসবে না। তবে ধীরে ধীরে বন্ধু বান্ধব্দের শেয়ার করুন, ফেসবুক পেজ খুলুন, সেখানে ফলোয়ার বাড়ান। বিভিন্ন গ্রুপে শেয়ার করুন, ট্রেন্ডিং টপিক্স বাছাই করে ভিডিও করুন, জনপ্রিয় চ্যানেল গুলো কিভাবে টাইটেল লিখছে, সেতা ফলো করুন। লোকে Google, YouTube এ কি লিখে সার্স করছে, সেই Keyword research করে সেই ট্যাগ গুলো ব্যবহার করুন। ডিস্ক্রিপশনে এ কিওয়ার্ড ব্যবহার করুন। আশাকরি ভালো মানের জনপ্রিয়তা পাবেন।
টেকনিক্যাল আরও টিপস পেতে এখানে ক্লিক করুন।

4 thoughts on “YouTube Subscriber Hack – ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানো ও ইউটিউব ভিডিও ভাইরাল করার উপায়।”

Leave a Comment