5G Smart Phone – 5G Phone under 15000 – জানুন কমদামী কিছু 5G স্মার্টফোন তালিকা।
5G নেটওয়ার্কের সুবিধা নিতে গেলে লেটেস্ট 5G Smart Phone দরকার। আর তাই কমদামের তথা 5G Phone under 15000 অর্থাৎ ১৫ হাজার টাকার মধ্যে সেরা পারফরম্যান্স দেওয়া কয়েকটি স্মার্টফোনের তালিকা দেখে নিন। এই ফোনের প্রত্যেকটি কাস্তোমার রিভিউ ভালো। প্রসঙ্গত, ইতিমধ্যেই Reliance Jio এবং Airtel দেশের ৫০ টি শহরে 5G Network পরিষেবা চালু করেছে। ফলে ৫জি স্মার্টফোনের ব্যবহার দিনের পর দিন বাড়ছে। তবে এতদিন পর্যন্ত যেকোনো 5জি স্মার্টফোন কিনতে গেলেই ২৫০০০ থেকে ৩০ হাজার টাকা দাম লাগতো। কিন্তু এখন সেই চিত্র বদলে গিয়েছে।
এখন নিজের সাধ্যের মধ্যেই সস্তায় কমবেশি ১৫ হাজার টাকা দামের মধ্যেই 5G স্মার্টফোন পাওয়া যাচ্ছে।
২০২২ সালের শেষের দিকে এরকম ফাইভ জি স্মার্টফোন লঞ্চ করেছে বহু কোম্পানি। এক নজরে দেখে নেওয়া যাক, চলতি মাসে কোন কোন কোম্পানি কমদামের মধ্যে 5G Smart phone Launch করেছ। এবং তাদের ফিচার্স কেমন?
5G Phone under 15000
Redmi 11 Prime 5G:
5G Phone under 15000 এর লিস্টে প্রথমেই রয়েছে রেডমি। বর্তমানে রেডমি এর স্মার্টফোন সারা ভারতের বড় একটা বাজার দখল করেছে। আর 5G মোবাইল ফোন ও বাজারে এনেছে। এই ফোনে 4GB RAM, 64GB Storage রয়েছে। এর সাথে পাবেন লেটেস্ট Android Version. এই ফোনের আরেকটি ভ্যারিয়েন্ট 6GB+ 128GB রয়েছে। 4GB এর দাম 13990 টাকা, এবং 6GB 128 GB এর দাম 15999 টাকা। 5000 Mah ব্যাটারি, 50MP ক্যামেরা, 6.58″ Full HD Display, MediaTek Dimensity 700 processor এই ফোনে পাবেন। তিনটি কালার রয়েছে। এই ফোন লঞ্চের দিনই স্টক শেষ হয়ে গেছিলো। এবং কাস্টোমার রিভিউ খুবই ভালো। মে মাস পর্যন্ত এই ফোনের কাস্টোমার রেটিং 4.6.
POCO M5 5G:
5G Phone under 15000 এর এই লিস্টের ২ নম্বরে রয়েছে শাওমী ব্রান্ড পোকো। এই স্মার্টফোনে 4GB RAM এবং 64GB Storage রয়েছে। Poco-র এই ৫ জি ফোনে 6.58 ইঞ্চি FHD Display এবং 512 GB Micro SD Cards সাপোর্ট রয়েছে। প্রাইমারি ক্যামেরা রয়েছে 50 MP এবং 2 MPর সেকেন্ডারি ক্যামেরা। ভিডিও কলিং এবং সেলফির এর জন্য থাকছে 8MP Sensor পোকোর এই 5g ফোনের দাম ১০০৯৯ টাকা। ফ্লিপকার্টের মাধ্যমে কিনলে বিভিন্ন আকর্ষণীয় অফার পাওয়া যাবে। যারা রেডমি নিতে চান না তবে শাওমি তেই থাকতে চান, তাদের জন্য এটা সেরা পছন্দ। কাস্টোমার রেটিং 4.7.
Redmi 10 T 5G:
আর 5G Phone under 15000 লিস্ট এর ৩ নম্বরে রয়েছে আবার রেডমি। রেডমির এই 5G ফোনে 4GB RAM এবং 64GB Storage রয়েছে। 48 MPর প্রাইমারি ক্যামেরা, 2 MP Macro Camera এবং 2MP Depth Sensor রয়েছে। সেলফির জন্য ৮এমপি ক্যামেরা রয়েছে। ৬.৫৬ ইঞ্চি FHD Display রয়েছে। রেডমির এই 5G Smart Phone দাম ১২৯৯৯ টাকা। এই ফোনটিতে কম দামে ভালো প্রসেসর রয়েছে। মে মাস পর্যন্ত এই ফোনের কাস্টোমার রেটিং 4.3.
ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানো ও ইউটিউব ভিডিও ভাইরাল করার উপায়।
Samsung Galaxy M13 5G:
Samsung এর এই 5g ফোনের দাম ১৩৯৯৯ টাকা। এই ফোনে 4GB RAM এবং 64GB Storage রয়েছে। 1 TB মেমোরি কার্ড সাপোর্ট রয়েছে। 50MP Rear Camera এবং ৫এমপি সেলফি ক্যামেরা রয়েছে। অ্যামাজন থেকেও এই ফোনটি কেনা যাবে, সঙ্গে বেশ কিছু অফার পাওয়া যাবে। এছাড়া ২০২৩ সাল থেকে Sumsung তাদের কোয়ালিটি অনেকটাই ভালো করেছে, তাই এই ফোনের ব্যাপারে ভেবে দেখতে পারেন। কাস্টোমার রেটিং 4.5.
Maplin S10 Plus 5G Phone:
এই ফোনে 4GB RAM এবং 128GB Storage রয়েছে। মাইক্রো এসডি কার্ডের সাপোর্ট পাবেন। 21MP পিছনের ক্যামেরা এবং 10MP সামনের ক্যামেরা থাকছে। 5000MAH ব্যাটারি রয়েছে এই ফোনে। ৫.৯৯ ইঞ্চি FHD Display রয়েছে। এই ফোনের দাম ৯৪৯৯ টাকা। এই ফোন টি ব্রান্ড হিসেবে বাজারে জনপ্রিয় না হলেও রেডমি, রিয়াল মি এর সাথে টেক্কা দেওয়ার মতোই। যদি পছন্দ হয়, একবার ব্যাবহার করে দেখতে পারেন। কাস্টোমার রেটিং 4.3.
5G Phone under 15000 List এর মধ্যে উপরের কোন ফোনটি আপনার ভালো লেগেছে, নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনার কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন। এবং এই ধরনের গেজেট রিভিউ বা টেকনিক্যাল নিউজ নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকুন। প্রতিবেদনটি উপরের অপশনে গিয়ে একবার লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।
Vivo