Madhyamik Result 2023 – নয়া চমক এবারের মাধ্যমিকের ফলাফলে, দেখুন।
এবারের মাধ্যমিকের ফল প্রকাশে কি চমক থাকতে পারে?
আর কিছুক্ষণের মধ্যেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result 2023) প্রকাশিত হতে চলেছে। এই ফলাফলে রীতিমতো চমক থাকতে পারে বলে জানা যাচ্ছে। প্রায় ৭৫ দিনের মাথায় এবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result) প্রকাশ করছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) এর আগের তুলনায় এই বছর অনেক কম সময়ের মধ্যেই মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হচ্ছে। আর কয়েক মিনিট পর সকাল ১০টায় সাংবাদিক বৈঠক করে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন।
বেলা ১২টা থেকে স্কুলগুলিতে মার্কশিট এবং সার্টিফিকেটও পাওয়া যাবে এই দিনেই। প্রতিটি স্কুলের প্রতিনিধিরা আজই সার্টিফিকেট এবং মার্কসিট সংগ্রহ করতে পারবেন। পড়ুয়া থেকে অভিভাবকরা মাধ্যমিকের ফলাফল বিভিন্ন ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে জানতে পারবেন। সেক্ষেত্রে www.wbbse.wb.gov.in এবং www.wbresults.nic.in এই ওয়েবসাইটে গিয়েও মাধ্যমিকের ফলাফল দেখে নিতে পারবেন। তার জন্য পরীক্ষার্থীদের রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে ফলাফল দেখতে হবে। এবার সব থেকে চমকপ্রদ বিষয়, মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেটে নতুন প্রযুক্তি (New Technology) ব্যবহার করা হতে পারে।
সেই প্রযুক্তি কিউআর কোড (QR Code) নাকি অন্য কোনো কিছু, সেই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট করে জানা যায়নি। তবে আর কিছুক্ষণের মধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, সেই বিষয়টি স্পষ্ট করে দেবেন। মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট এবং মার্কশিটে এই নতুন প্রযুক্তি এবার ব্যবহার করা হচ্ছে ভুয়ো সার্টিফিকেট বা মার্কশিট এর যে পদ্ধতি চলেছে, তা বন্ধ করার জন্য। এই প্রযুক্তি ব্যবহার করা হলে আর ভুয়ো সার্টিফিকেট বা মার্কশিট ব্যবহার করতে পারবেন না। এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন।
Madhyamik Result 2023ঃ
মাধ্যমিক পরীক্ষায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি বসানোর বন্দোবস্ত করা হয়েছিল। প্রযুক্তিকে ব্যবহার করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। মাধ্যমিক পরীক্ষাকে নজরদারি করার জন্য পর্ষদের তরফে অ্যাপ (App) চালু করা হয়েছিল। এবার জেলা থেকে শুরু করে কলকাতা পর্যন্ত বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে সরাসরি পর্ষদ সভাপতি পরিদর্শন করেছিলেন। পুলিশ প্রশাসনকে কড়া নজরদারি করতে বলা হয়েছিল।
মাধ্যমিক পরীক্ষা পুরোপুরি নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। এবার ফল প্রকাশের পালা। পর্ষদের তরফে আরো জানা গিয়েছে, রিভিউ এবং স্ক্রুটিনি সম্পর্কে বিশদ তথ্য ফলাফল প্রকাশের সময়ই ঘোষণা করতে পারেন পর্ষদ সভাপতি। পাশাপাশি, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হতে পারে বলে জানা যাচ্ছে। এবারে পরীক্ষার ফলাফল নিয়ে রিভিউ ও স্ক্রুটিনি করা হলে যত শীঘ্র সম্ভব অর্থাৎ কম সময়ের মধ্যেই সেই ফলাফল জানিয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।
এবার দেখার বিষয়, গতবার জেলাগুলি টেক্কা দিয়েছিল কলকাতাকে। এবার কি সেই একই ধারাবাহিকতা বজায় রেখে জেলাগুলি কলকাতাকে টেক্কা দেবে, নাকি কলকাতা এবার তার বদলে জেলাগুলিকে টেক্কা দিতে পারে? জানা যাবে একটু পরই।
SATULIA
Tasiron khatun
Hi
Hi
Samim aktar
Gokul nagar G.j sha
Ffrdvngdsssrjcdseh
40369
Please send the
Hhhhhl