Post Office Scheme এ জমা দিন মাত্র ৮ টাকা, রিটার্ন পাবেন চমকে দেওয়ার মতো, স্কিমটি দেখুন
ব্যাংকের পাশাপাশি অনেকেই পোস্ট অফিসে বিভিন্ন প্রকল্পে (Post Office Scheme) টাকা সঞ্চয় করেন। পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হল, একেবারে হাত খরচের টাকা দিয়েই বিনিয়োগ শুরু করতে পারেন। সামান্য টাকা বিনিয়োগ করেই যে কোনো স্কিমের একাউন্ট খুলতে পারেন। এখনো দেশের বহু মানুষ পোস্ট অফিসেও বিভিন্ন ধরনের স্কিমে টাকা (Post Office Scheme) সঞ্চয় করে সুবিধা নিয়ে থাকেন। একদিকে যেমন নির্দিষ্ট রিটার্ন রয়েছে, ঠিক তেমনি নিরাপদ বিনিয়োগ এটি। পোস্ট অফিসের এমন কিছু স্কিম সম্বন্ধে জেনে নেওয়া যাক, যেখানে একেবারে মিনিমাম টাকা জমা দিয়েই একাউন্ট খোলা যেতে পারে।
Sukanya Samriddhi Yojana
মাত্র ২৫০ টাকা দিয়ে আপনি বিনিয়োগ শুরু করতে পারেন। সে ক্ষেত্রে সুকন্যা সমৃদ্ধি যোজনায় (Sukanya Samriddhi Yojana) এই অংকের টাকা দিয়ে একাউন্ট খোলা যায়। মূলত কন্যা সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই পোস্ট অফিসে সুকন্যা সমৃদ্ধি যোজনায় টাকা বিনিয়োগ করা যায়। এই স্কিমে ১০ বছরের কম বয়সী কন্যা সন্তানদের নামে একাউন্ট (Account) খোলা যাবে। এই একাউন্টের ম্যাচিউরিটি সময়কাল ২১ বছর পর্যন্ত। যদি আপনি দিনে আট টাকা করে জমান তাহলে আপনার কন্যা প্রাপ্ত বয়স্ক হলে ম্যাচুরিটির সময় টাকার ফান্ড গড়ে তুলতে পারবেন।
সুদের হার কত?
SSY যোজনায় সর্বোচ্চ দেড় লক্ষ টাকা অবধি বিনিয়োগ করা যেতে পারে। এই স্কিমে বছরে ৮ শতাংশ চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করা হয়। পোস্ট অফিসের কোনো প্রকল্পে যদি সঞ্চয়ের সঙ্গে বিনিয়োগের কথাও ভাবেন তাহলে সবচেয়ে ভালো অপশন হল পোস্ট অফিস সেভিংস স্কিম (Post Office Savings Scheme) এই স্কিম আপনার সেরা বিনিয়োগের বিকল্প হতে পারে। পোস্ট অফিস সেভিংস স্কিমে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সামান্য টাকা দিয়েই আপনি বিনিয়োগ শুরু করে দিতে পারেন।
বিনিয়োগের পরিমান
তার সঙ্গে ভালো সুদের হার রয়েছে। এছাড়াও কর ছাড় এবং সরকারি সুরক্ষার সুবিধা পাবেন। প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizens Savings Scheme) SCSS স্কিমে প্রতি তৃতীয় মাসে সুদ দেওয়া হয়ে থাকে। ৫৫ থেকে ৬০ বছর বয়সী যে ব্যক্তিরা অবসর গ্রহণ করেছেন তারাই স্কিমে বিনিয়োগ করতে পারেন। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায়।
মাত্র 252 টাকা জমিয়ে, পান 58 লাখ টাকা, LIC এর বাম্পার পলিসিতে আজই বিনিয়োগ করুন।
আয়কর ছাড়
সর্বাধিক ৩০ লক্ষ টাকা পর্যন্ত এই স্কিমে বিনিয়োগ করা যেতে পারে। এই Scheme এর ক্ষেত্রে আয়কর আইন অনুযায়ী 80 C-র অধীনে করছাড়ের সুবিধা পাওয়া যায়। প্রতি বছরে আমানতকারীদের ৮.২ শতাংশ হারে সুদ দেওয়া হয়।
সুতরাং বেশি রিটার্ন, নিরাপদ বিনিয়োগ ও কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য এই Post Office Scheme বা সুকন্যা সমৃদ্ধি যোজনা সবচেয়ে ভালো বিনিয়োগের যায়গা।
সতর্কতাঃ
তবে বিনিয়োগের আগে সমস্ত নিয়ম কানুন জেনে নেবেন, এবং নিজের সাধ্যমতো বিনিয়োগের চেষ্টা করবেন। কারন অনেকেই বেশি টাকার প্রিমিয়াম বা কিস্তি দিয়ে শুরু করেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় আর্থিক সমস্যার কারনে অত টাকা দিতে পারছেন না। সেক্ষেত্রে লাভের চেয়ে লস ই বেশি হবে। এই ব্যাপার গুলো ভেবে নেবেন। এবং এই টাকা কিন্তু যখন খুশি তখন তুলতে পারবেন না।
অর্থনৈতিক এই ধরনের পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট ফলো করুন। আপনার মন্তব্য নিচে কমেন্ট করতে পারেন।
আমাকে একটা চাকরী দিলে খুব ভালো হয়
Darun offer