Online Driving Licence – কিভাবে পাবেন জেনে নিন।
ড্রাইভিং লাইসেন্স (Driving Licence) এবার পৌঁছে যাবে বাড়ির দোরগোড়ায়। এতদিন পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য আঞ্চলিক পরিবহন দপ্তরের অফিসে যেতে হতো আবেদনকারীকে। এবার থেকে আর কোথাও যেতে হবে না। বাড়িতে বসেই পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স (Driving Licence) শুধু তাই নয়, গাড়ি রেজিস্ট্রেশন এর সার্টিফিকেট (RC) ঠিক একই পদ্ধতিতে গাড়ির মালিকের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। রাজ্য সরকারের তরফে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, রাজ্য সরকারের সঙ্গে গুড়গাঁও ভিত্তিক একটি কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে।
তারাই এই সমস্ত প্রক্রিয়াটি সম্পন্ন করবে। এটিএম কার্ডের আকারে এই ড্রাইভিং লাইসেন্সের ডেটা প্রক্রিয়া করা হবে। একটি চিপ (Chip) এবং একটি কিউআর কোড (QR Code) দিয়ে এটা প্রস্তুত করা হবে। আর তারপরেই আবেদনকারীর নির্দিষ্ট ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে ওই সংস্থাটি ড্রাইভিং লাইসেন্স পৌঁছে দেবে।
কবে থেকে পাওয়া যাবে এই পরিষেবা:
জানা গিয়েছে, ভবানীপুরের বেলতলায় ভেহিকেল ডিপার্টমেন্টের অফিসেই ১ জুন থেকে অস্থায়ী অফিসে এই সংস্থাটি কাজ শুরু করে দেবে। তবে বাড়ির দোরগোড়ায় ড্রাইভিং লাইসেন্স (Online Driving Licence) পৌঁছে দেওয়ার এই পরিষেবার জন্য আবেদনকারীকে ২০০ টাকা চার্জ দিতে হবে। লাইসেন্সের জন্য চূড়ান্ত পর্বের পরীক্ষায় পাশ করলে ১ সপ্তাহের মধ্যে কার্ড সরবরাহ করা হবে। লাইসেন্সের মতো একই পদ্ধতিতে গাড়ির নিবন্ধন শংসাপত্র বা RC গাড়ির মালিকের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।
কত টাকা লাগবে?
তবে এর জন্য গাড়ির মালিককে ২০০ টাকা চার্জ দিতে হবে। ড্রাইভিং লাইসেন্স ১ সপ্তাহের মধ্যেই আবেদনকারীর ঠিকানায় পৌঁছে যাবে। এবার থেকে আর ওই লাইসেন্স নেওয়ার জন্য আঞ্চলিক পরিবহন অফিসে (Regional Transport Office) যেতে হবে না। রাজ্যের পরিবহন বিভাগ কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের অধীনে ইন্ডিয়া পোস্টের (India Post) সঙ্গে এই কার্ড সরবরাহ করার জন্য চুক্তি করেছে। ১ জুন থেকেই এই পরিষেবা শুরু হয়ে যাবে।
লার্নার সার্টিফিকেট
ড্রাইভিং লাইসেন্সের (Online Driving Licence) জন্য ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীকে একটি A-4 সাইজের প্রিন্ট আউট দিয়ে দেওয়া হবে। লাইসেন্স আগের মত কার্ডের আকারে আসবে না। কারণ কার্ড তৈরি করার দায়িত্ব যে কোম্পানি পেয়েছিল, তাদের সঙ্গে কিছু আইনি সমস্যা তৈরি হয়েছে। এই প্রসঙ্গেই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের একজন সিনিয়র অফিসার জানান, বেলতলার এই অস্থায়ী অফিসে প্রতিদিন ১০ হাজার ড্রাইভিং লাইসেন্স এবং আরসি (RC) ছাপানো শুরু হবে।
মাত্র 252 টাকা জমিয়ে, পান 58 লাখ টাকা, LIC এর বাম্পার পলিসিতে আজই বিনিয়োগ করুন।
আর প্রতিটিতেই একটি Chip এবং একটি QR Code লাগানো হবে।
পুলিশের তরফে বলা হয়েছে, ড্রাইভিং লাইসেন্সে (Online Driving Licence) চিপ এবং কিউআর কোড লাগানো থাকলে সমস্ত তথ্য দেখা যাবে। তার সঙ্গে ওই কার্ডটি আসল না নকল সেটাও বুঝতে সুবিধা হবে। পাশাপাশি, জানা গিয়েছে, ড্রাইভিং লাইসেন্সের জন্য যিনি আবেদন করবেন, তিনি লাইসেন্সের গতিপ্রকৃতি সম্বন্ধে SMS আপডেট পাবেন। ড্রাইভিং লাইসেন্স এর চিপে মালিকের নাম, জন্ম তারিখ, রক্তের গ্রুপ, তারিখ এবং লাইসেন্স দেওয়ার স্থান সহ সমস্ত তথ্য দেওয়া থাকবে। ঠিক একই পদ্ধতিতে RC-র চিপেও গাড়ির সমস্ত বিবরণ দেওয়া থাকবে।
Frequently asked questions:
১) ড্রাইভিং লাইসেন্স করতে কি কি লাগে?
উত্তরঃ অনলাইন ড্রাইভিং লাইসেন্স পেতে অনলাইন ফর্ম ফিলাপ করে RTO অফিসে জমা দিতে হয়। নাগরিকের প্রমানপত্র, ঠিকানা প্রমান পত্র ডকুমেন্টস লাগে।
২) ড্রাইভিং লাইসেন্স কীভাবে তৈরি করব?
উত্তরঃ অনলাইন বা অফলাইনে আবেদন করে, ড্রাইভিং টেস্ট দিয়ে সফল হলে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়।
Vill Banashyamnagar
Po chottobanashyam nagar
Dis 24 pgs
Ps pathar pratima
Pin 743371
Vill Banashyamnagar
Po chottobanashyam nagar
Dis 24 pgs
Ps pathar pratima