Primary TET Interview – কবে ইন্টারভিউ নেওয়া হবে? বিস্তারিত জেনে নিন।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড় (Primary TET Interview). চলতি বছরেই আবেদনকারী প্রার্থীরা পাচ্ছেন বড়োসড় সুযোগ। টেট পরীক্ষায় পাশ করেছেন, পরীক্ষার্থীদের এবার ইন্টারভিউয়ের ডাক পড়লো। শনিবার এনিয়ে পর্ষদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই মাসেই পর্ষদের অফিসে এসে ইন্টারভিউ দিতে পারবেন। তবে সকল প্রার্থীরা এই সুযোগ পাচ্ছেন না। কারা এই সুযোগ পাচ্ছেন? ইন্টারভিউ এর তারিখ কবে? চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত শুক্রবার দেশের শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে, পর্ষদ হাইকোর্টের আটকে রাখা প্রায় ৪ হাজার শিক্ষক পদেও নিয়োগ করতে পারবে। এরপরই ইন্টারভিউ নেওয়া নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল পর্ষদ। এদিন প্রাথমিকে শিক্ষক নিয়োগের (Primary TET Interview) ১৬তম ধাপের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। আর এর পরই আশার আলো দেখছেন চাকরি প্রার্থীরা।
কাদের জন্য এই বিজ্ঞপ্তি?
২০১৪ সালের টেট পরীক্ষায় যেসকল প্রার্থীর ৮২ নম্বর পেয়ে উত্তীর্ন হয়েছেন, সেই সকল যোগ্য প্রার্থীরা ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাচ্ছেন। তাছাড়া বিজ্ঞপ্তি অনুসারে, যেসকল প্রার্থীদের প্রশিক্ষণ রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জানিয়েছিলেন, তারা ইন্টারভিউ দিতে পারবেন। এর পর আবার প্রশ্ন উঠছে,৩২০০০ শিক্ষকের নিয়োগ বাতিল ঘোষণা হয়েছে, সেই সমস্ত শিক্ষকদের ও কি এই ইন্টারভিউতে বসতে হবে? যদিও পর্ষদ সুত্রে জানা যাচ্ছে এই ইন্টারভিউ কেবলমাত্র যারা পাশ করেছেন এবং চাকরি পাননি, তাদের জন্য এই ইন্টারভিউ।
কারা ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাচ্ছেন?
উল্লেখ্য, ২০১৪ সালের টেট পরীক্ষায় উত্তীর্ন প্রার্থীদের ন্যূনতম পাশের নম্বর ছিল ৮৩। তবে ২০১৭ সালের টেট পরীক্ষায় ৮২ পেয়ে পাশ করা সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীদের সফল হিসাবে স্বীকৃতি দিয়েছিল পর্ষদ। এরপরই ২০১৪ টেট পরীক্ষায় ৮২ নম্বর পেয়ে উত্তীর্ণ প্রার্থীরা (Primary TET Interview) আদালতে মামলা করেন। আর সেই মামলার নির্দেশে ইন্টারভিউ এর সুযোগ পাচ্ছেন, চাকরি প্রার্থীরা।
হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলাকারীদের সফল হিসাবে স্বীকৃতি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। মে মাসেই সেই সকল ৮২ নম্বর পাওয়া প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানো হবে। ইতিমধ্যেই ইন্টারভিউয়ের তারিখ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যে সমস্ত প্রার্থীরা ৮২ বা তার বেশি পেয়েছিলেন, তারা পর্ষদের ওয়েবসাইট থেকে ইন্টারভিউ তে অংশগ্রহণ করতে পারবেন।
কবে ইন্টারভিউ নেওয়া হবে?
শনিবার পর্ষদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পর্ষদের অফিসে এসে ইন্টারভিউ (Primary TET Interview) দিতে পারবেন। তবে মনে করা হচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই এ নিয়ে সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। অর্থাৎ শুক্রবার নিয়োগ সংক্রান্ত নির্দেশের পরই শনিবার বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE).
ইন্টারভিউয়ের তারিখ আগামী শুক্রবার হলেও সংবাদ মাধ্যম সূত্রে খবর, ৮২ নম্বর পাওয়া প্রার্থীদের সংখ্যা পর্ষদের কাছে নেই। সেই সংখ্যা প্রায় হাজারের কাছাকাছি থাকতে পারে। আর ইন্টারভিউ তে অংশগ্রহণ করতে গেলেই কি পরীক্ষায় বসতে দেওয়া হবে? সেই প্রশ্ন ও উঠছে। খুব শীঘ্রই আপডেট দেওয়া হবে। এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Amr email tik ache
ezharkarim2013@gmail.com
What?
Primary para teacher, age 56 year 2014 -82 te pass. Uni ki interview dite parben. Pls,,,, reply
আমি কি ভাবে রেজাল্ট দেখবো
Amar email id deoya chil
2014 year result ki dekha jeba