2000 টাকার নোট বাতিল
ঘরে আর ইচ্ছামতন পুরনো 500 টাকা টাকা রাখতে পারবেন না। রাখলেই হতে পারে জেল, জরিমানা। পড়তে পারেন চরম বিপদে। আর তাই ঘরে কত পরিমানে, কতগুলি নোট রাখতে পারবেন, সেই বিষয়ে সম্পূর্ণরূপে একবার জেনে নিন। তা না হলে ভবিষ্যতে চরম সমস্যা তৈরি হতে পারে। শুধু নিয়মের বাইরে টাকা রাখার জন্যই হয়ে যেতে পারে জেল, হতে পারে জরিমানা।
একে তো বেশ কয়েক বছর আগেই কেন্দ্রের মোদি সরকার ডিমনিটাইজেশন (Demonetization) করে নোট বাতিল করে দিয়েছে। পুরনো 500 টাকা এবং ১০০০ টাকার নোট বাতিল করার সঙ্গে সঙ্গে ব্যাংকগুলোতে কাতারে কাতারে মানুষের ভিড়।
নোট বাতিলের প্রভাব
সেই দুর্বিষহ স্মৃতির কথা ফের একবার মনে পড়ে যাচ্ছিল যখন আরবিআই ঘোষণা করেছিল, 2000 টাকার নোট এবার ব্যাংকে গিয়ে জমা করে দিতে হবে। যদিও বড় অংকের নোট সাধারণ মানুষের কাছে খুব কমই থাকে। তবুও যাদের কাছেই গচ্ছিত রয়েছে, তারাও সমস্যায় পড়ে যাচ্ছিলেন। ২০১৬ সালে যখন পুরনো 500 টাকার নোট বাতিলের (Note Cancel), ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন জানানো হয়েছিল কালো বাজারি এবং জাল নোটের (Fake Currency) কারবার বন্ধ করার জন্যই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।
কিন্তু তারপরই ফের যখন ২০০০ টাকার নোট এবার ব্যাংকে জমা দিয়ে দিতে বলা হচ্ছে RBI- এর তরফে, তখনও সেই একই যুক্তি খাড়া করা হচ্ছে। তাহলে ২০১৬ সালের নোট বাতিল করে কোনো লাভ হয়নি বলেই তো মনে হচ্ছে? এবার ২০০০ টাকার নোট ৩০ সেপ্টেম্বরের মধ্যে আপনাকে জমা দিয়ে আসতে হবে স্থানীয় ব্যাংকে। এক্ষেত্রে আবার RBI জানিয়েছে, ৩০ সেপ্টেম্বরের পরেও 2000 টাকার নোট অবৈধ হিসেবে গণ্য হবে না। অথচ এই সময়ের মধ্যে আবার 2000 টাকার নোট জমা দিয়ে দিতে হবে।
পুরনো 500 টাকার নোট আছে?
আর এর মধ্যেই জানা গিয়েছে অনেকের কাছেই হয়তো পুরনো 500 টাকা এবং ১০০০ টাকার নোট এখনো পর্যন্ত গচ্ছিত রয়েছে। তারা হয়তো সম্পূর্ণ জমা দিতে পারেননি বা অচল হয়ে যাওয়ার কারণে পড়েই রয়েছে। এবার জেনে রাখা দরকার, এই নোট বাড়িতে থাকলে জেল এবং জরিমানা হতে পারে। যদি ১০টার বেশি পুরনো ১০০০ টাকার নোট বাড়িতে থাকে, তাহলে ৪ বছরের জেল হতে পারে। ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ফলে এই বিষয়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে দেশবাসীকে।
পোস্ট অফিসে মাত্র 8 টাকা জমিয়ে পাবেন লাখ টাকা রিটার্ন, বাম্পার স্কীমে টাকা রাখুন।
এবার কি করবেন?
আর এর মধ্যেই ব্যাংকগুলিতে যাদের কাছে 2000 টাকার নোট রয়েছে, তারা জমা করার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। যদিও যা জানা গিয়েছে, ব্যাংকগুলিতে গিয়ে ফরম ফিলাপ বা কোনো পরিচয় পত্র দাখিলের সেই ধরনের কোনো নিয়মের সমস্যা নেই। তবে ২০০০ টাকার নোটগুলি ৩০ সেপ্টেম্বরের মধ্যে জমা দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে RBI এক্ষেত্রে একটাই প্রশ্ন উঠছে, একদিকে নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে জমা দেওয়ার জন্য, আবার অন্যদিকে তারপরেও 2000 টাকার নোট অবৈধ হিসেবে গণ্য করা হবে না বলে জানানো হয়েছে।
সেক্ষেত্রে অবশ্য আরবিআই জানাচ্ছে, যাতে দেশবাসী 2000 টাকার নোট জমা দিয়ে দেওয়ার জন্য গুরুত্ব দেয়, তাই এই নির্দিষ্ট সময়সীমা জানানো হয়েছে। তবে আগের বারের নোট বাতিলের কথা মাথায় রেখে এবকারা যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ব্যাপারে যথেষ্ট সজাগ রয়েছে সরকার ও রিজার্ভ ব্যাংক। তবে আপনার কাছে পুরনো ৫০০ টাকার নোট থাকলে সেটার ব্যবস্থা অবশ্যই নিন। এই টাকা ঘরে রাখা বর্তমানে অবৈধ।