Business Ideas – বেকারত্ব দূর করতে মাত্র 2000 টাকায় শুরু করুন এই ব্যবসা, বাড়ি বসে প্রতি মাসে 25000 টাকা আয়।

Business Ideas – দারুন ব্যবসার আইডিয়া।

সমাজের উন্নতি বা দেশের উন্নতির কথা ভাবতে গেলে প্রথম বাধা হিসাবে আমাদের সমাজে প্রায়ই উঠে আসে বেকারত্বের কথা (Business Ideas). এটা আমাদের সমাজের বা আমাদের দেশের একটা অন্যতম সমস্যা বলা যায়। দিন দিন আমাদের দেশে বাড়ছে জনসংখ্যা সেই সাথে বাড়ছে বেকারত্বের হার ও। এই বেকারত্ব দূর করতে আমাদের যুব সমাজকে নানা কর্মের নানা ট্রেনিং এর ব্যাবস্থা করতেছে সরকার। দেশে জনসংখ্যার তুলনায় কর্মক্ষেত্রের সংখ্যা খুবই নগণ্য।

তাই এই প্রতিযোগিতার বাজারে কি করে নিজেকে স্বাবলম্বী করা যায় তার কিছু নির্দেশনা নিচে দেয়া হলোঃ
এ ক্ষেত্রে আপনি স্বল্প পূঁজি নিয়ে ব্যাবসা শুরু করতে পারেন। মাত্র কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বেকার যুবক ও যুবতিদের চপ ভাজা শিল্পের কথা বলেছিলেন। শুধু বলেনই না ভেজেও দেখিয়ে ছিলেন। এই কারণে রাজ্য সহ দেহের সব স্থানেই কর্মক্ষেত্রের অভাব খুব।

ব্যবসার নাম

তাই বেকারত্ব দূর করতে আমাদের রাজ্যের বা দেশের যুবক ও যুবতীরা চাকরীর আশা ছেড়ে এখন ছোটখাটো ব্যবসার দিকে ঝুঁকছেন বা ব্যাবসা করার পরিকল্পনা করছেন। ব্যবসা করতে যেমন পূঁজি দরকার তেমনি দরকার শ্রম, উদ্যগ, আর সঠিক পরিকল্পনা। এই সঠিক পরিকল্পনার অভাবে অনেকে ব্যবসায় যেতে ভয় পায় ইচ্ছা থাকার স্বত্বেও (Business Ideas). সঠিক পরিকল্পনা ব্যবসা নির্বাচন, ব্যবসার জায়গা নির্বাচন ইত্যাদি ব্যবসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর এইসব যদি সঠিক না হয় তবে অনেকে আছে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়। অনেকে আছে সব কিছু ঠিক করে চালানোর পর সঠিক জায়গা ঠিক করতে পারে না ফলে উৎপাদিত পন্যের সঠিক ভোক্তার অভাবে ব্যবসা উন্নতি লাভ করতে পারে না।

বিনিয়োগ

আপনি যদি ভাবছেন ব্যবসা শুরু করবেন কিন্তু কিভাবে শুরু করবেন ভাবছেন, সঠিক পরিকল্পনা পাচ্ছেনা না তাহলে নিচে বর্ণিত নির্দেশনা অনুসরণ করুন। পরিকল্পনাটি হচ্ছে চপ না হোক আপনি ঘরে বসে কলার চিপসের ব্যবসা করতে পারেন (Business Ideas). তাহলে আপনি ব্যবসায়ে উন্নতি করতে পারবেন। বা সুপের ব্যাবসা করতে পারেন রাতে কয়েক ঘন্টা যদি আপনি সুপ বিক্রি করেন তাহলে আপনার স্বল্প পূঁজি তে অনেক লাভ হবে। দেখতে হবে আপনাকে প্রতি প্লেট সুপে জেন ১৫-২০ টাকা খরচ হয় এবং আপনি তা ৫০ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি করতে পারেন।

আয়ের পরিমান

প্রতিদিন যদি আপনি ৬৬ বাটি সুপ বিক্রি করতে পারেন হিসাব করে দেখেন মাসে আপনার ১০০০০০ টাকা আয় করা কোনো ব্যাপার না (Business Ideas). এবার আসি ব্যানানা চিপস এর বিষয়ে প্রথমে খেয়াল রাখবেন সেটা জেন মুখগ রচক হয় তাই জন্য আমাদের দেয়া নিয়ম অনুসরণ করুন এই ব্যাবসার শুরু করবার জন্য কি কি দরকার? প্রথম অবস্থাতেই স্বল্প পুজিতে এই ব্যবসা শুরু করা যেতে পারে। একসময় লাভের পরিমান বাড়লে আপনি আপনার ব্যবসা বৃদ্ধি করতে পারবেন।

মাসে মাসে ১১০০০ টাকা পেনশন পেতে ক্লিক করুন।

যদি সঠিক নিয়মে করতে পারেন তাহলে মুখরোচক তো হবেই আর আপনি সহজেই দ্রুত বাজারের নামে এসে যাবেন। আপনার ব্যাবসাও দ্রুত এগবে। কসময় আপনি বড়ো রেস্টুরেন্ট তৈরি করতে পারবেন (Business Ideas). রেস্টুরেন্ট তৈরি করতে প্রথমে আপনার ৪০০০ থেকে ৬০০০ বর্গ ফুটের মত যায়গা লাগবে। কলার চিপস তৈরি করতে, প্রথমে কলা ধোয়ার জন্য একটি ট্যাঙ্কের প্রয়োজন হয়। এছাড়াও, কলার খোসা ছাড়ানোর মেশিন এবং পাতলা টুকরো করে কাটার জন্য মেশিন লাগে।

কি কি লাগবে?

পিস ফ্রাইং মেশিন, স্পাইস মিক্সিং মেশিন, পাউচ প্রিন্টিং মেশিনও দরকার পড়ে এতে। আপনি সহজেই অনলাইনে এই মেশিনগুলি পেতে পারেন। তবে, ইন্ডিয়া মার্ট, আলিবাবার মতো ই কমার্স ওয়েবসাইটগুলি ছাড়াও আপনি এগুলি অফলাইনেও কিনতে পারেন (Business Ideas). এগুলি কিনতে মোট খরচ হবে প্রায় ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকা। পাশাপাশি তেল, কালো জিরা, কারিপাতা এই ব্যবসার অন্যতম কাঁচামাল। প্রথম অবস্থায় বাড়িতে ছোট করে নিজেই শুরু করতে পারেন। কাঁচামাল, পুঁজি, জায়গা ছাড়াও আর কি প্রয়োজন ?

এ ক্ষেত্রে রেস্টুরেন্ট শুরু করার আগে আপনাকে ভারত সরকারের খাদ্য মন্ত্রকের অধীনে FSSAI অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ড্যার্ড অথরিটি অব ইন্ডিয়ার লাইসেন্স নিতে হবে। আপনার তৈরি কলার চিপস প্যাকেট জাত করে বাজারে নিয়ে যাওয়ার আগে প্যাকেটের গায়ে লাইসেন্সের রেজিস্ট্রেশন নম্বর বসাতে ভুলবেন না।

2 thoughts on “Business Ideas – বেকারত্ব দূর করতে মাত্র 2000 টাকায় শুরু করুন এই ব্যবসা, বাড়ি বসে প্রতি মাসে 25000 টাকা আয়।”

Leave a Comment