NCAP Crash Test Results: যাত্রী সুরক্ষার বিচারে প্রথম ১০-এ স্থান পেয়েছে এই সব গাড়ি ! সব থেকে মজবুত ; Global NCAP ক্র্যাশ টেস্ট!

NCAP Crash Test Results: যাত্রী সুরক্ষার বিচারে প্রথম ১০-এ স্থান পেয়েছে এই সব গাড়ি ! সব থেকে মজবুত ; Global NCAP ক্র্যাশ টেস্ট! গাড়ি কিনলেই তো হল না, সেই গাড়ি দেখতে কেমন, কতটা মাইলেজ দেবে, কতখানি আরামদায়ক— সব কিছুই খতিয়ে দেখে নিতে হবে। কিন্তু এত কিছুর পরে গাড়িটি যদি যাত্রী নিরাপত্তা বিধান করতে না পারে, তাহলে যে ষোলো আনাই মাটি।গাড়ি সুরক্ষা একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। চার চাকায় যদি পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকে তাহলে দুর্ঘটনার সময় অক্ষত থাকার সম্ভাবনা অনেকটা কমে যায়। তাই গাড়ির বিল্ড কোয়ালিটি কেমন, কী কী সুরক্ষা ব্যবস্থা রয়েছে তা যাচাই করার জন্য গাড়িগুলিকে Global NCPA-এ পাঠানো হয়েছে।


গাড়ির মাইলেজের পাশাপাশি এবার সুরক্ষার দিকেও নজর দিচ্ছে ভারতীয় ক্রেতারা (NCAP Crash Test Results)। দেশের ক্রেতাদের এই চাহিদার কথা মাথায় রেখেই যাত্রী সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে কোম্পানিগুলি। পরিসংখ্যান বলছে, বিক্রিতে এক নম্বর হলেও সুরক্ষার নিরিখে পিছিয়ে পড়ছে মারুতির গাড়ি। সেখানে এক নম্বরে জায়গা করে নিয়েছে টাটা মোটরস।

NCAP Crash Test Results

দেশের সুরক্ষিত গাড়ির তালিকায় টাটা মোটরসের (NCAP Crash Test Results)। সেখানে স্থান পায়নি মারুতির কোনও মডেল। দেশি কোম্পানির মধ্যে একমাত্র রয়েছে মহিন্দ্রা। তাছাড়া প্রথম দশে জায়গা পেয়েছে, জার্মান কারমেকার ফক্সওয়াগন ও ফ্রান্সের কোম্পানি রেনোঁ। ২০১৪ সালের পর থেকে ভারতীয় গাড়িগুলির শক্তি যাচাইয়ে ৪৫ টিরও বেশি যাত্রী সুরক্ষার পরীক্ষা নিয়েছে গ্লোবাল NCAP। যেখানে এখন টাটা ও মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার গাড়িগুলি ভাল রেটিং করছে।


এটি একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। যেখানে বিভিন্ন গাড়ির সুরক্ষা যাচাই করা হয় (NCAP Crash Test Results)। তার ভিত্তিতে দেওয়া হয় সেফটি রেটিং। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি বাচ্চাদের জন্য গাড়ি কতটুকু সুরক্ষিত সেই বিষয়টিও পরীক্ষা করা হয়।বর্তমানে অনেক গাড়ি রয়েছে যাদের সেফটি রেটিং 5 স্টার। উদাহরণস্বরূপ – Tata Punch, Mahindra XUV700, Volkswagen Taigun, Skoda Slavia, Hyundai Verna ইত্যাদি। কিন্তু এমন বহু গাড়ি রয়েছে যারা এই সুরক্ষা সুপার ফ্লপ। 2 স্টারের বেশি সেফটি রেটিং পায়নি।

সেই কারণেই কোনও গাড়ির নিরাপত্তাজনিত বিষয়গুলি খতিয়ে দেখে Global NCAP। এই সংস্থার #safercarsforindia উদ্যোগ ভারতীয় অটোমোবাইল শিল্পকে দৃঢ় করতে একধাপ এগিয়ে কাজ করছে। গাড়ির নিরাপত্তা নিয়ে ক্রমশই সচেতনতা বাড়ছে। তাই ক্রেতারা অটোমোবাইলের ‘সেফটি-রেটিং’ সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।safercarsforindia অভিযানের অঙ্গ হিসেবে Global NCAP প্রতি বছর ভারতীয় গাড়িগুলির ‘ক্র্যাশ টেস্ট’ করে (NCAP Crash Test Results)। ২০২৩ সালে কয়েকটি গাড়ি এই পরীক্ষায় দারুন ফল করেছে। দেখে নেওয়া যাক এক নজরে—

Tata Safari এবং Harrier

টাটা মোটরস-এর Nexon প্রথমবার দেখিয়েছিল নিরাপত্তা কেমন হওয়া উচিত (NCAP Crash Test Results)। কিন্তু Harrier এবং Safari মডেলগুলিকে ক্র্যাশ পরীক্ষা করানো হয়নি। এবার ফেসলিফ্ট SUV-গুলিতে এই পরীক্ষা করানো হয়। তারা সর্বোচ্চ রেটিং পেয়েছে। গাড়ি দু’টি ল্যান্ড রোভারের ওমেগার্ক প্ল্যাটফর্মে নির্মিত।

Event Management – বর্তমানে নজর কেড়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা। এই কাজে সফল হতে হলে এই বিষয় গুলো অবশ্যই মেনে চলুন।

Harrier এবং Safari-ই প্রথম গাড়ি যা Bharat NCAP দ্বারা পরীক্ষা করা হয়েছে।

Hyundai Verna

Hyundai Verna-ও এই পরীক্ষায় দারুন ভাল ফল করেছে। বলা যায়, প্রায় কেউ আশাই করেননি Global NCAP ‘ক্র্যাশ টেস্ট’-এ এই গাড়িটি ফাইভ-স্টার রেটিং পেতে পারে (NCAP Crash Test Results)। এটিই প্রথম গাড়ি যা সম্পূর্ণ ভাবে ভারতে তৈরি হয়েছে এবং এই পরিমাণ ভাল ফল করেছে।

Volkswagen Virtus এবং Skoda Slavia Volkswagen

Global NCAP ক্র্যাশ টেস্ট Volkswagen-এর Virtus এবং Skoda Slavia—এই দু’টি সেডানই ফাইভ-স্টার রেটিং আছে ।

এই গাড়িগুলি তৈরি হয়েছে Volkswagen-এর India 2.0 কৌশলের অঙ্গ। এগুলি MQB-A0-IN প্ল্যাটফর্ম শেয়ার করে৷ এই প্ল্যাটফর্মটিই Volkswagen Taigun এবং Skoda Kushaq-এর ক্ষেত্রেও প্রযোজ্য।

যাত্রী সুরক্ষার বিচারে প্রথম ১০-এ স্থান পেয়েছে এই সব গাড়ি

Tata Punch

মাইক্রো এসইভি গাড়ি হলেও যাত্রী সুরক্ষার দিকে থেকে অনেককেই পিছনে ফেলে দেবে Tata Punch। এই গাড়িতে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল মোড ছাড়াও এবিএস, ইবিডি। ১৮৭ এমএম-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে গাড়িতে। টাটার ALFA-ARC আর্কিটেকচারে তৈরি হয়েছে এই এসইউভি। যাত্রী সুরক্ষার পরীক্ষায় ৫ স্টার রেটিং পেয়েছে টাটা পাঞ্চ(Tata Punch। গ্লোবাল এনক্যাপ-এ (Global NCAP)-এ এই রেটিং পেয়েছে টাটার মাইক্রো এসইউভি গাড়ি।পরীক্ষায় প্রাপ্তবয়স্ক যাত্রীদের সুরক্ষায় ৫ স্টার পেয়েছে এই গাড়ি (NCAP Crash Test Results)। তবে ছোটদের সুরক্ষার ক্ষেত্রে এসেছে ৪ স্টার রেটিং।

Mahindra XUV300

টাটা পাঞ্চ আসার আগে ভারতীয় বাজারে সব মিলিয়ে সেফেস্ট কার ছিল Mahindra XUV300। গ্লোবাল এনক্যাপ-এ (Global NCAP)-এ ৫ স্টার রেটিং পেয়েছে মহিন্দ্রার এসইউভি ।পরীক্ষায় প্রাপ্তবয়স্ক যাত্রীদের সুরক্ষায় ৫ স্টার পেয়েছে এই গাড়ি (NCAP Crash Test Results)। তবে ছোটদের সুরক্ষার ক্ষেত্রে এসেছে ৪ স্টার রেটিং।

Maruti Suzuki XUV 300

Tata Altroz

এসইউভি বাদে হ্যাচব্যাকেও ৫ স্টার রেটিং এনেছে টাটা অল্টরোজ (Tata Altroz)। গ্লোবাল এনক্যাপ-এ (Global NCAP)-এ এই রেটিং পেয়েছে টাটার প্রিমিয়াম হ্যাচব্যাক। প্রাপ্তবয়স্ক যাত্রীদের সুরক্ষায় ৫ স্টার পেয়েছে এই গাড়ি (NCAP Crash Test Results)। তবে ছোটদের সুরক্ষার ক্ষেত্রে পেয়েছে ৩ স্টার রেটিং।

Tata Nexon

ভারতীয় বাজারে এসইউভিতে একেবারে নতুন ডিজাইন এনে দিয়েছিল টাটা। ২০১৮ সালে Tata Nexon আসে দেশের বাজারে। সেই সময় গ্লোবাল এনক্যাপ-এ (Global NCAP)-এ ৪ স্টার রেটিং পেয়েছে টাটা নেক্সন। প্রাপ্তবয়স্ক যাত্রীদের সুরক্ষায় ৪ স্টার পেয়েছে এই গাড়ি। তবে ছোটদের সুরক্ষার ক্ষেত্রে পেয়েছে ৩ স্টার রেটিং। গাড়ির বডি সেল মজবুত থাকায় এই রেটিং পেয়েছিল গাড়ি।

Mahindra Thar

দেশে সেফেস্ট অফরোডার হিসাবে ধরা হয় মহিন্দ্রা থারকে। গ্লোবাল এনক্যাপ-এ (Global NCAP)-এ ৪ স্টার রেটিং পেয়েছে থার। প্রাপ্তবয়স্ক যাত্রীদের সুরক্ষায় ৪ স্টার পেয়েছে এই গাড়ি। ছোটদের সুরক্ষার ক্ষেত্রে এসেছে ৪ স্টার রেটিং।

Tata Tigor EV

যাত্রী সুরক্ষার ভিত্তিতে ৬ নম্বরে রয়েছে টাটার টিগর ইভি। অনেকেই ভেবেছিলেন ইলেকট্রিক গাড়ি হওয়ায় বডি মেটেরিয়াল ততটা মজবুত হবে না এই গাড়ির। যদিও Global NCAP)-এ ৪ স্টার রেটিং পেয়েছে টিগর ইভি। প্রাপ্তবয়স্ক যাত্রীদের সুরক্ষায় ৪ স্টার পেয়েছে এই গাড়ি। ছোটদের সুরক্ষার ক্ষেত্রে এসেছে ৪ স্টার রেটিং (NCAP Crash Test Results)।

Food Catering Business Ideas : ফুড ক্যাটারিং ব্যবসা শুরু করুন! পূঁজি, উপকরণ, রোজগারের পরিমান ও কিভাবে শুরু করবেন?

Tata Tigor

যাত্রী সুরক্ষায় Global NCAP)-এ ৪ স্টার রেটিং পেয়েছে টিগর হ্যাচব্যাক। প্রাপ্তবয়স্ক যাত্রীদের সুরক্ষায় ৪ স্টার পেয়েছে এই গাড়ি। ছোটদের সুরক্ষার ক্ষেত্রে এসেছে ৩ স্টার রেটিং (NCAP Crash Test Results)।

Tata Tiago

এই হ্যাচব্যাকও গ্লোবাল সেফটি প্লাটফর্মে ৪ স্টার রেটিং আনতে সক্ষম হয়। ইভির মতোই প্রাপ্তবয়স্ক যাত্রীদের সুরক্ষায় ৪ স্টার পেয়েছে এই গাড়ি। ছোটদের সুরক্ষার ক্ষেত্রে এসেছে ৩ স্টার রেটিং (NCAP Crash Test Results)।

Volkswagen Polo

২০১৪ সালে (Global NCAP) টেস্টিংয়ে যায় এই গাড়ি। প্রাপ্তবয়স্ক যাত্রীদের সুরক্ষায় ৪ স্টার পেয়েছে এই গাড়ি। ছোটদের সুরক্ষার ক্ষেত্রে পেয়েছে ৩ স্টার রেটিং (NCAP Crash Test Results) । এমনিতেই জার্মান কার মেকার হিসাবে বাজারে সুনাম রয়েছে এই কোম্পানির।

Renault Triber MPV

চলতি বছর জুনেই এই গাড়ি ৪ স্টার সেফটি রেটিং পায় (NCAP Crash Test Results)।প্রাপ্তবয়স্ক যাত্রীদের সুরক্ষায় ৪ স্টার পেয়েছে এই গাড়ি। ছোটদের সুরক্ষার ক্ষেত্রে এসেছে ৩ স্টার রেটিং।

সবথেকে বেশি বিক্রি হয়

উপরোক্ত 5 গাড়ি সুরক্ষায় নিরাপদ বিক্রিতে বেস্ট সেলিং। প্রতি মাসেই এই গাড়িগুলির মধ্যে কেউ না কেউ প্রথম দশের তালিকায় শীর্ষে থাকে (NCAP Crash Test Results)। প্রত্যেকটি চার চাকাই প্রতি মাসে বেশ ভালো সংখ্যায় বিক্রি হয়। মধ্যবিত্ত গ্রাহকদের অতি পছন্দের গাড়ি এগুলি বলতে পারেন।

Leave a Comment