পশ্চিমবঙ্গের জনগনের সুবিধার্থে আরও বাংলা সহায়তা কেন্দ্র স্থাপন করা হবে। BSK Recruitment নিয়ে রাজ্য প্রশাসনের বিরাট সিদ্ধান্ত। আর নতুন কেন্দ্র খোলা মানে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি। আর সেই সম্ভাবনা কে সত্যি করেই প্রায় ৩০০০ শূন্য পদের বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বাংলা সহায়তা কেন্দ্র স্থাপন করা হবে। এবং পঞ্চায়েত নির্বাচনের আগে, এই নতুন বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে প্রায় 3,000 স্থায়ী কর্মী নিয়োগ করা হবে।
BSK Recruitment 2023
বর্তমানে পশ্চিমবঙ্গের 23 টি জেলায় 3541 টি বাংলা সহায়তা কেন্দ্রে (Bangla Sahayata Kendra) এখন 7120 জন কর্মচারী নিযুক্ত রয়েছে। এবার রাজ্যে খুব শীঘ্রই আরও 1461 টি অতিরিক্ত বাংলা সহায়তা কেন্দ্র স্থাপন করা হচ্ছে এবং সেখানে 2922 জন নতুন কর্মী নিয়োগ করা হবে। এই শূন্যপদগুলিতে নিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আর তারপরই পঞ্চায়েত ভটের আগেই BSK Recruitment এর বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, এই বাংলা সহায়তা কেন্দ্র নতুন আধার কার্ড তৈরি এবং সংশোধনের মতো সমস্ত আধার সম্পর্কিত পরিষেবা প্রদান করা হয়। যাতে গ্রাম বাংলার সাধারণ মানুষ এই ধরনের অনলাইন পরিষেবা সঠিক ভাবে পেতে পারেন।। এছাড়া এই প্রচেষ্টার আরেকটি উদ্দেশ্য হল, বর্তমানে অনেকেই আধার কার্ডের বিভিন্ন সমস্যা সমাধানের সময় লোকেরা প্রায়শই হয়রানির শিকার হয়। সেই হয়রানি এড়াতে, সরকারের এই নতুন প্রকল্প।
বাংলা সহায়তা কেন্দ্র লিস্ট: জেলাভিত্তিক নতুন BSK তালিকা
জেলা | শুন্যপদ |
---|---|
আলিপুরদুয়ার | ৩৪ |
বাঁকুড়া | ৭৮ |
বীরভূম | ৬৪ |
কোচবিহার | ৮৪ |
দক্ষিণ দিনাজপুর | ২৩ |
দার্জিলিং | ৩৬ |
হুগলি | ৭৯ |
হাওড়া | ৬০ |
জলপাইগুড়ি | ৩৫ |
ঝাড়গ্রাম | ৩৪ |
কালিম্পং | ২৯ |
মালদহ | ৭২ |
মুর্শিদাবাদ | ১০৭ |
নদীয়া | ৭৭ |
উত্তর চব্বিশ পরগনা | ৮২ |
পশ্চিম বর্ধমান | ২৮ |
পশ্চিম মেদিনীপুর | ১০৩ |
পূর্ব বর্ধমান | ৭৩ |
পূর্ব মেদিনীপুর | ১০১ |
পুরুলিয়া | ৬৪ |
দক্ষিণ চব্বিশ পরগনা | ১৫৯ |
উত্তর দিনাজপুর | ৪৫ |
কলকাতা | ৩০ |
BSK Recruitment : Bangla Sahayata Kendra Recruitment 2023
পদের নাম:
রাজ্যের প্রতিটি পঞ্চায়েতের বাংলা সহায়তা কেন্দ্রে , “ডাটা এন্ট্রি অপারেটর” পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শুন্যপদ:
রাজ্যের সমস্ত পঞ্চায়েত জুড়ে মোট ২৯২২টি শুন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: উল্লেক্ষিত পদে নিযুক্ত হতে গেলে আগ্রহী প্রার্থীকে, উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং সাথে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা: প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।
মাসিক বেতন: এই পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ১০,০০০/- টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি: এক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনেই আবেদন করতে হবে। www.bsk.wb.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ফর্ম ফিলাপ এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড এর মাধ্যমে আবেদন করতে হবে।
***খুব শীঘ্রই, বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ প্রক্রিয়ার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি (BSK Recruitment 2023) প্রকাশ করা হবে। এটি প্রকাশিত হলে, আমরা সাথে সাথে আপডেট দিয়ে দেব। এছাড়াও অন্যান্য চাকরি, শিক্ষা এবং সরকারী প্রকল্পের সমস্ত খবর ও তথ্য পেতে প্রতিনিয়ত নজর রাখুন আমাদের ওয়েবসাইট www.pmbangla.com এ।
Plz joind me sir