Fixed Deposits Scheme 2023: স্টেট ব্যাংক না পোস্ট অফিস, কোথায় টাকা রাখলে বেশি লাভ?

Fixed Deposits Scheme – Bank VS Post Office: FD VS Time Deposit: কোথায় টাকা রাখলে লাভবান হবেন? হিসাবটা একবার দেখুন।

SBI VS Post office Fixed Deposits Scheme

পোস্ট অফিস টার্ম ডিপোজিট (Post office Fixed Deposit Scheme) হল ভারত সরকারের এক ধরনের ছোট সঞ্চয় প্রকল্প, এখানে নির্দিষ্ট সময় অন্তর টাকা ম্যাচুয়ারিটি হয়। এই স্কিমটির চারটি ভিন্ন রকম মেয়াদ রয়েছে – 1 বছর, 2 বছর, 3 বছর এবং 5 বছর। অন্যদিকে ব্যাংকের ফিক্সড ডিপোজিট সুদের হার বিভিন্ন ও বিভিন্ন রকম টার্ম ডিপোজিট রয়েছে।

ব্যাংক এবং পোস্ট অফিসের বিভিন্ন ধরনের Fixed Deposits Scheme এ টাকা বিনিয়োগ করা যায়। এবার টাকা সঞ্চয় করার আগে যদি জেনে নেওয়া যায়, ব্যাংক বা পোস্ট অফিসের কোন কোন Fixed Deposits Scheme যথেষ্ট লাভজনক, তাহলে সে ক্ষেত্রে সকলেরই সুবিধা হয়। কারণ অনেকেই বিভিন্ন সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না, কোন প্রয়োজনে তিনি টাকা রাখছেন, কতদিন মেয়াদে তার টাকা রিটার্ন পাওয়ার দরকার, সেক্ষেত্রে সুদের হার, নির্দিষ্ট মেয়াদ, এই বিষয়গুলিও নির্ভর করে থাকে।

ফলে তার আগে একটু দেখে নেওয়া যাক, পোস্ট অফিস (Post Office) এবং ব্যাংকের (Bank) মধ্যে বিভিন্ন ধরনের স্কিমে কত সুদের হার রয়েছে, ব্যাংকে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) বিনিয়োগ করা লাভজনক, নাকি পোস্ট অফিসের কোনো প্রকল্পে বিনিয়োগ করা লাভজনক? বিশেষ করে ব্যাংকের কথা বললেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (State Bank of India) কথাই প্রথমে আসে। যেহেতু এটি দেশের বৃহত্তম ব্যাংক। ফলে SBI এবং পোস্ট অফিসের দুটি গুরুত্বপূর্ণ লাভজনক স্কিম নিয়ে এখানে আলোচনা করা হবে। এখান থেকে সহজেই জেনে নিতে পারবেন, কোন স্কিমে টাকা রাখাটা লাভজনক।

SBI Fixed Deposits Scheme:

SBI FD- এর ক্ষেত্রে ক্রমবর্ধমান সুদের হার বৃদ্ধি করেছে। এই মুহূর্তে মোটামুটি একটা ভালোই সুদ পাওয়া যায়। তবে নির্দিষ্ট মেয়াদের জন্য এসবিআই তাদের এফডিতে এই সুদ প্রদান করে থাকে। এবার যদি বিনিয়োগের আগে SBI FD Interest Rate- এর দিকে একবার নজর দেওয়া যায়, তাহলে দেখা যাবে ৭ দিন থেকে ৪৫ দিনের এফডিতে ৩ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।
২১১ দিন থেকে ১ বছরের এফডি করলে সেখানে ৫.৭৫ শতাংশ সুদের হার। আবার ১ বছর থেকে ২ বছরের FD তে ৬.৮% দেওয়া হচ্ছে। সেখানে যদি স্পেশাল অমৃত কলসে (Amrit Kalash) বিনিয়োগ করেন তাহলে সে ক্ষেত্রে ৭.১০% পর্যন্ত সুদ পাওয়া যাবে।

আবার ২ থেকে ৩ বছরের এফ ডি তে ৭ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। এবার ৩ থেকে ৫ বছর এবং ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত FDতে ৬.৫শতাংশ সুদ দেওয়া হচ্ছে।
তার অর্থ কমবেশি ৭ শতাংশের আশেপাশেই সুদ দেওয়া হচ্ছে SBI FD-তে।
এবার দেখে নেওয়া যাক, পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে (Post Office Time Deposit Scheme) কি কি সুবিধা রয়েছে:

আরও পড়ুন, LIC এর দুর্দান্ত পলিসি, গরীবের বন্ধু প্রকল্প।

Post office Fixed Deposits Scheme:

প্রথমেই জেনে রাখা দরকার পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম (POTD) কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত একটি প্রকল্প। যেহেতু পোস্ট অফিসের প্রকল্পে বিনিয়োগ করা হচ্ছে ফলে তা যথেষ্টই নিরাপদ এবং ঝুঁকিমুক্ত। তবে পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমে যে সুদ পাওয়া যায় তা করযোগ্য। পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমে ৪টি নির্দিষ্ট মেয়াদে করা যেতে পারে। ১ বছর, ২ বছর, ৩ বছর এবং ৫ বছর। এবার দেখে নেওয়া যাক, পর্যায়ক্রমে পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমে (POTD) কি হারে সুদ দিচ্ছে:

১ বছর মেয়াদে ৬.৮%
২ বছর মেয়াদে ৬.৯ শতাংশ
৩ বছর মেয়াদে ৭ শতাংশ
৫ বছর মেয়াদে ৭.৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।

Conclusion:

SBI Fixed Deposits Scheme এবং POTD Fixed Deposits Scheme- এর মধ্যে সেই অর্থে বিরাট একটা পার্থক্য নেই। তবে একটু উচ্চহারে সুবিধাযুক্ত সুদ চাইলে SBI- এর FD তে বিনিয়োগ করা যেতে পারে। সেই জায়গায় আবার পোস্ট অফিস টাইম ডিপোজিট (POTD) কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত প্রকল্প। ফলে এখানে বিনিয়োগ নিরাপদ। গ্রাহকের সুবিধা অনুযায়ী এই স্কিম দুটির মধ্যে যে কোনো প্রকল্পে টাকা বিনিয়োগ করা যেতে পারে।
এবার কোন খাতে বিনিয়োগ করবেন, সেটা সম্পুর্ন আপনার ব্যাক্তিগত সিদ্ধান্ত। তবে, দুটি ক্ষেত্রেই সরকারি প্রকল্প, তাই টাকা মার যাওয়ার ভয় নেই। বিনিয়োগ করার আগে নিয়ম কানুন জেনে নেবেন। আর অর্থনৈতিক এই ধরনের তথ্য ও প্রতিবেদন পেতে PM Bangla ফলো করুন। আপনার কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করবেন।

Leave a Comment