স্প্যাম কল আটকাতে Google এর নতুন পদক্ষেপ! দারুন উপকৃত হবেন গ্রাহকরা। বর্তমানে স্প্যাম কল বিষয়টি প্রত্যেক মোবাইল ব্যবহারকারীর কাছেই বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দিনে রাতে কোনো সময় না মেনেইস্প্যাম কল উড়ে আসতে ফোনে। অনেক সময় আমরা এই কলগুলি কেটে দিচ্ছি। আবার কখনো নিজেদের অজান্তেই কল রিসিভ করে নিই। এই স্প্যাম কল বন্ধ করার জন্য বর্তমানে রীতিমতো আবেদন করছেন গ্রাহক। সম্প্রতি গুগলের তরফে স্প্যাম কল বন্ধ করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে এতে উপকৃত হবেন সমস্ত মোবাইল ব্যবহারকারী।
যখন ভিন্ন ভিন্ন নম্বর থেকে একটি বিশেষ নম্বরে বারংবার কল করা হয়, তখন সেই বিষয়টিকে স্প্যাম কল হিসেবে গ্রাহ্য করা হয়। বিশেষ করে কোন সংস্থা, নিজেদের প্রচার করার জন্য স্প্যাম কলকে হাতিয়ার করে। গ্রাহককে বারবার ফোন করে বিশেষ কোনো অফারের বিষয়ে জানায়, গ্রাহককে কোন অফার নিতে প্রলুব্ধ করে, অথবা অন্য কোন উদ্দেশ্যে ফোন করে। অনেক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, পণ্য বিক্রয়কারী সংস্থাগুলি স্প্যাম কলকে হাতিয়ার বানিয়ে প্রচার চালাচ্ছে নিত্যদিন। যা সাধারণ মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্মার্ট ফোন হোক কি পুরনো কিপ্যাড ফোন স্প্যাম কলের শিকার সমস্ত মোবাইল ব্যবহারকারী। নিত্য দিন স্প্যাম কল রিসিভ করে কেটে দেওয়ার পরেও যেভাবে বিভিন্ন নম্বর থেকে ঘুরিয়ে ফিরিয়ে ফোন আসে, তাতে কার্যত তিতিবিরক্ত সবাই। শুধু যে প্রচারের কারনেই স্প্যাম কল ব্যবহার করা হয় তা কিন্তু নয়। অনেক সময় বহু প্রতারণা চক্র স্প্যাম কল ব্যবহার করে গ্রাহকদের কাছ অবধি পৌঁছোয়, তাঁদের প্রতারণার জালে ফাঁসানোর জন্য। এভাবে প্রতারকদের জালে পা দিয়েছেন অনেকেই। বহু মানুষ সাইবার জালিয়াতির শিকার হয়েছেন। বর্তমানে সাইবার জালিয়াতি যে হারে বেড়েছে, তাতে সব দেখেই বুঝে শুনে চলা উচিত। বিশেষ করে মোবাইল ফোন ব্যবহারের দিক থেকে। আর তাই স্প্যাম কল থেকে সাত হাত দূরে যাওয়ার জন্য নতুন পন্থা খুঁজছেন সাধারণ মানুষ।
স্প্যাম কল আটকাতে গুগলের নতুন ফিচারটি কি? এটি কাজ করে কিভাবে?
তাই মোবাইল ব্যবহারকারীদের স্প্যাম কলের হাত থেকে মুক্তি দিতে গুগল Google নিয়ে এলো নতুন এক ফিচার। গুগলের নতুন ফিচারটি নাম দেওয়া হয়েছে ‘লক আপ বাটন’। গুগলের নতুন ফিচারটি কাজ করবে কিভাবে? এই ফিচারটির সাহায্যে কোন ব্যক্তি তার কল লগে কোন নম্বর সার্চ করে তার সম্পর্কে তথ্য জানতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনার হাতের ফোনটিতেও গুগলের নয়া ফিচার লকআপের সুবিধা থাকে, তাহলে আপনি আপনার কল লগে গিয়ে সরাসরি সেখান থেকে যে কোনো পরিচিত বা অপরিচিত ইনকামিং কল সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। নিঃসন্দেহে এই ফিচার দ্বারা উপকৃত হবেন সকলেই।
গুগলের এই নতুন ফিচারটি সহজেই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়া যায়। তারপর তার সুবিধা ভোগ করতে পারবেন সাধারণ মানুষ। ঠিক কিভাবে নিজের ফোনে এই লকআপ ফিচারটিকে চালু করতে পারেন? গুগলের তরফে জানানো হচ্ছে, কোনো গ্রাহক চাইলেই গুগল প্লে স্টোর থেকে গুগল ফোন অ্যাপটি ডাউনলোড করে তার মধ্যে থাকা লকআপ বাটন (Spam Calls) এর সুবিধা উপভোগ করতে পারবেন। নতুন ফিচারটি যে কেবলমাত্র স্প্যাম কল আটকায় তা নয়। বরং আপনি আরো নানান ধরনের সুবিধা পেতে পারেন। উদাহরণ স্বরূপ বলা যায়, ইউজার এই ফিচারের মাধ্যমে নিজেদের সাধারণ ফোন কল লগ থেকেই সমস্ত ব্লক নম্বর, পরিচিত অথবা অপরিচিত নম্বর ইত্যাদির সাথে জড়িত যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন।
এতদিন পর্যন্ত ফোনে আসা অবাঞ্ছিত স্প্যাম কল (Spam Call) আটকানোর জন্য Truecaller (ট্রুকলার) অ্যাপটি ব্যবহার করতেন গ্রাহকেরা। কিন্তু এবার থেকে গুগলের নতুন ফোন অ্যাপের লক বাটনটি আরো বেশি সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। অনেক বেশি সুবিধা পাবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। এই ফিচারটি ব্যবহার করলে খুব সহজেই আপনি নিজের ফোনের কল লগ থেকে স্প্যাম কল চিহ্নিত করতে পারবেন এবং তা থেকে কার্যত রক্ষাও পেতে পারবেন। সব মিলিয়ে Google এর নতুন এই ফিচার সবার জন্যই উপকার হবে বলে মনে করা হচ্ছে। স্প্যাম কল আটকানো ছাড়াও জিমেইলের জন্য নতুন ফিচার আনতে চলেছে গুগল। যদিও সেটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে খবর। আর কিছুদিনের মধ্যেই সাধারণ গ্রাহক জিমেইল সম্পর্কিত গুগলের নতুন সুবিধা পেতে পারবেন।