সহজেই সরকারি চাকরি পেতে চান? তাহলে প্রস্তুতি নিন এই ৫ চাকরির! রাতারাতি মিলবে নিয়োগ। জীবনে প্রতিষ্ঠিত হওয়া, নিজের পায়ে দাঁড়ানো সবারই জীবনের লক্ষ্য থাকে। ভবিষ্যৎ সুরক্ষার্থে অধিকাংশ চাকরিপ্রার্থী সরকারি চাকরির স্বপ্ন দেখেন। সরকারি চাকরিতে একবার নিয়োগ পেলে আর পিছনে ফিরে তাকানোর প্রয়োজন পড়ে না। উচ্চ বেতনের, স্থায়ী চাকরি, সঙ্গে সারা জীবনের সুরক্ষা। অধিকাংশ অভিভাবক চান তাঁদের সন্তান সরকারি চাকরিতে নিয়োগ পাবেন। কিন্তু সরকারি চাকরি পাওয়া মোটেও মুখের কথা নয়! তবে আর চিন্তা নেই, আজ আমরা জেনে নেব এমন পাঁচটি সরকারি চাকরির বিবরণ, যার প্রস্তুতি নিলে অতি সহজেই মিলবে নিয়োগ।
আমাদের দেশে সরকারি ও বেসরকারি সংস্থার সহাবস্থান দেখা যায়। তবে বেসরকারি প্রতিষ্ঠানের তুলনায় সরকারি প্রতিষ্ঠানগুলিতে নিয়োগ পাওয়ার হিড়িক অনেক বেশি থাকে। তবে সরকারি চাকরির শূন্যপদের তুলনায় চাকরিপ্রার্থীর সংখ্যা প্রায় দ্বিগুণ থাকে। পড়াশোনার পাশাপাশি অনেকেই বর্তমানে সরকারি চাকরির প্রস্তুতি নেন। আবার পড়াশোনা শেষ করে পুরোদমে সরকারি চাকরির প্রস্তুতি নিতেও দেখা গিয়েছে অনেককে। তাদের মধ্যে অনেকে অভিযোগ তোলেন, বছরের পর বছর ধরে প্রস্তুতি নিয়েও নিয়োগ মেলেনি সরকারি ক্ষেত্রে। বলাইবাহুল্য সরকারি ক্ষেত্রে নিয়োগের হার কমেছে। এদিকে ভারতে চাকরিপ্রার্থীর সংখ্যা ক্রমবর্ধমান। সরকারি চাকরিতে নিয়োগ না পেয়ে অনেকেই বেকার অবস্থায় জীবনযাপন করছেন।
তবে এই পরিস্থিতির প্রতিকার হতে পারে আপনার বুদ্ধির দ্বারাই। আমাদের দেশে এমন কিছু সরকারি চাকরি রয়েছে, সেসব চাকরির জন্য যদি আপনি প্রস্তুতি নেন, তাহলে অতি দ্রুত মেলবে নিয়োগ। নিশ্চয়ই আপনার মাথায় প্রশ্ন ঘুরছে কোন কোন চাকরি, আসুন তবে সময় বিলম্ব না করে জেনে নেওয়া যাক। আজকের প্রতিবেদনে তুলে ধরব এমন পাঁচ সরকারি চাকরির কথা যে চাকরিগুলি – র প্রস্তুতি নিলে, সরকারি ক্ষেত্রে নিয়োগ পাওয়া সহজ হবে। তাই আপনিও যদি একজন চাকরি প্রার্থী অথবা শিক্ষার্থী হয়ে থাকেন, তবে অবশ্যই এই প্রতিবেদন মন দিয়ে পড়ে নেবেন।
সেরা ৫ সরকারি চাকরি, যার প্রস্তুতি নিলে মিলবে নিয়োগ!
১) পুলিশ সাব ইন্সপেক্টর (Police Sub-inspector)
প্রত্যেক বছর পুলিশের সাব-ইন্সপেক্টর পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। রাজ্য ও কেন্দ্রীয় দপ্তরের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দেওয়া হয় সাব ইন্সপেক্টরদের। এই পদে চাকরি পাওয়ার জন্য উচ্চ শিক্ষাগত যোগ্যতা লাগেনা। সাব ইন্সপেক্টর পদে চাকরি পেলে, মাসে মাসে উচ্চ বেতন পাবেন।পশ্চিমবঙ্গের সাব-ইন্সপেক্টর পদে প্রায়শই নিয়োগ চলে। চাকরিপ্রার্থীরা অনেকেই এই পদে চাকরি পান। পুলিশের সাব-ইন্সপেক্টর পদের জন্য যদি আপনি প্রস্তুতি গ্রহণ করেন, তাহলে প্রায় প্রত্যেক বছর এই পদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন। তাই এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়।
২) কনস্টেবল (Constable)
সাব-ইন্সপেক্টর পদের মতো কনস্টেবল পদের জন্য প্রতিবছর প্রচুর ভ্যাকেন্সি প্রকাশিত হয়। এই পদে আবেদন জানানোর জন্য নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতা লাগে। যা আমাদের রাজ্যে প্রায় সবারই থাকে। এই পদের জন্য যদি আপনি প্রস্তুতি গ্রহণ করেন, তাহলে বহুবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। যেহেতু প্রচুর শূন্যপদে কনস্টেবল নিয়োগ হয়, তাই এই চাকরিতে নাম লেখানো বিরাট কঠিন নয়। মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলায় প্রচুর শূন্যপদে কনস্টেবল নিয়োগের জন্য। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বর্তমানে সেই পথেই হাঁটছে। রাজ্য ছাড়াও কেন্দ্রীয় স্তরের বিভিন্ন ক্ষেত্রে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে প্রায়শই।
৩) রেলের চাকরি (Indian Railway Job)
ব্যাপারটা এমন নয় যে রেলের চাকরি পাওয়া খুব সহজ। তবে রেলে চাকরির সুযোগ রয়েছে অনেক। আপনি যদি একজন মেধাবী চাকরিপ্রার্থী হন ও আপনি যদি সংশ্লিষ্ট পদের জন্য যোগ্য হয়ে থাকেন তবে রেলের চাকরি দরজা আপনার জন্য খোলা থাকবে। বছর বছর বিভিন্ন শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে ভারতীয় রেল বিভাগ। সুযোগ দেওয়া হচ্ছে বহু প্রার্থীকে। রেলে বিভিন্ন পদে নিয়োগ হয়। নূন্যতম শিক্ষাগত যোগ্যতা থাকলেও ভারতীয় রেলের চাকরি পাওয়ার সুযোগ থাকে। আর আমরা সবাই জানি ভারতীয় রেলের চাকরি কতটা নিশ্চিত আর কতটা উচ্চ বেতনের। অনেক চাকরিপ্রার্থী আলাদা করে রেলের চাকরির প্রস্তুতি নেন। আপনিও যদি তেমন ভাবনা চিন্তা নিয়ে থাকেন, তবে দেরি না করে শীঘ্রই সরকারি চাকরি পেয়ে নিজের স্বপ্নপূরণ করুন।
৪) ব্যাংকে চাকরি (Bank Job)
ভারতবর্ষে সরকারি ও বেসরকারি ব্যাংকের সংখ্যা প্রচুর। দিন দিন সেই ব্যাংকের সংখ্যা বাড়ছে। আর ব্যাংকের সংখ্যা যত বাড়ছে, তত বাড়ছে নিয়োগের সুযোগ। অনেক চাকরির প্রার্থী আলাদা করে ব্যাঙ্কে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন। একজন মেধাবী চাকরিপ্রার্থী ব্যাংকের বিভিন্ন পদে নিয়োগ পেতে পারেন। ব্যাংকের চাকরিও অনেক বেশি নিশ্চিত এবং স্থায়ী চাকরির তালিকায় ফেলা হয়। যেহেতু সুযোগ রয়েছে অনেক, তাই নিয়োগ মেলার রাস্তা অনেকটাই প্রশস্ত।
৫) স্টেনোগ্রাফার
আপনি যদি খুব সহজে সরকারি চাকরি পেতে চান তাহলে স্টেনোগ্রাফার পদটি আপনার জন্য। এই সেক্টরের চাহিদা রয়েছে প্রচুর। কিন্তু চাকরিপ্রার্থীর সংখ্যা রয়েছে কম। অতএব নিয়োগের রাস্তা প্রশস্ত। উচ্চ মাধ্যমিক পাশ করে কোন একটি ভালো সংস্থা থেকে ছয় মাসের স্টেনোগ্রাফার কোর্স করে নিলে এই চাকরির জন্য আপনি আবেদন জমা করতে পারবেন। প্রতিবছর কেন্দ্রীয় সরকার স্টেনোগ্রাফার পদে প্রচুর চাকরিপ্রার্থীকে নিয়োগ করছেন। তাই আপনিও নিজের সরকারি চাকরির স্বপ্ন পূরণ করতে পারবেন।