Home Decor Tips 2023 : অগোছালো গেস্টরুমে আনতে চান আভিজাত্যের ছোঁয়া? এই কৌশলেই সাজান ড্রইংরুম! নজর কাড়বে অতিথিদের

অগোছালো গেস্টরুমে আনতে চান আভিজাত্যের ছোঁয়া? এই কৌশলেই সাজান ড্রইংরুম! নজর কাড়বে (Home Decor Tips 2023) অতিথিদের।
সুন্দর এবং সুষ্ঠ ভাবে রক্ষণাবেক্ষণ করা বাড়ির স্বপ্ন কে না দেখেন? কিন্তু অনেকেই ঘর সাজানোর সেরা জিনিসগুলি আনার পরেও কাঙ্খিত চেহারাটি পান না, এ ক্ষেত্রে হয়তো ভুল থাকতে পারে পদ্ধতিতেই। সুন্দর বাড়ির জন্য বিলাসবহুল উপাদানের যতটুকু প্রয়োজন, তার চেয়েও বেশি প্রয়োজন সৃজনশীলতা এবং সঠিক পদ্ধতির। রইল এমন দশটি কৌশল যাতে অল্পেই সুন্দর হবে গৃহকোণ।

যতই দু-কামরার ফ্ল্যাট হোক না কেন সব বাড়িতেই অতিথির জন্য একটা ঘর বরাদ্দ থাকে। এছাড়াও আজকালকার সব ফ্ল্যাটেই এমন ভাবে ঘরের বন্দোবস্ত থাকে যেখানে একটা ঘর অতিরিক্ত থেকে যায়। কিন্তু সেই ঘর অধিকাংশ ক্ষেত্রেই পরিষ্কার থাকে না। বাড়ির অব্যবহার্য জিনিসেই ভরে থাকে। আর তাই ঘর পরিষ্কার রাখা হোক প্রাথমিক কর্তব্য।

Home Decor Tips 2023

সকালে পার্টির পরিকল্পনা হলে বিকেলের মধ্যে ঘর সাজিয়ে ফেলা কঠিন (Home Decor Tips 2023)। তবে অসম্ভব নয়। একটু মাথা খাটালেই এক লহমায় বদলে যাবে ঘরের চেহারা।শীতকাল মানেই পার্টি আর দেদার আড্ডার সময়। শীতে কাঁপুনি লাগলেও গরমের মতো অস্বস্তি তো নেই। ফলে আ়ড্ডা, আনন্দ, উদ্‌যাপনের কোনও খামতি থাকে না। রেস্তরাঁ-পাবে পার্টি তো হয়ই, তবে বাড়িতে সুন্দর জায়গা থাকলে আর বাইরে যাওয়ার দরকার পড়ে না।

চেনা পরিবেশে বন্ধুদের সঙ্গে দেদার আড্ডা— শীতে এর চেয়ে ভাল উদ্‌যাপন আর হতেই পারে না। তবে বাড়িতে আয়োজন করলেও উৎসবের আবহ তো তৈরি করতেই হয়। তার জন্য ঘরের সাজগোজেও খানিক বদল আনা জরুরি। গুছিয়ে সাজানোর জন্য হাতে সময় থাকা জরুরি। কিন্তু সকালে পার্টির পরিকল্পনা হলে বিকেলের মধ্যে ঘর সাজিয়ে ফেলা কঠিন (Home Decor Tips 2023)। তবে অসম্ভব নয়। একটু মাথা খাটালেই এক লহমায় বদলে যাবে ঘরের ভোল।

১) বাড়িতে জায়গা

বাড়িতে ঢুকেই যে জায়গাগুলি দেখতে পাওয়া যায়, যেমন রান্নাঘরের তাক, ড্রেসিং টেবিল, ফ্রিজের উপর— এই জায়গাগুলিতে মন দিন। এই জায়গাগুলিতে প্রচুর অপ্রয়োজনীয় জিনিস ছড়িয়ে-ছিটিয়ে থাকে। সেগুলি আগে এক জায়গায় রাখুন (Home Decor Tips 2023)। এ সব জায়গায় জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রাখবেন না। তা হলে ঘরের সাজটাই মাটি হয়ে যাবে।

২) টেবিলের সঙ্গে যদি ক্যাবিনেট থাকে

ড্রেসিং টেবিলের উপরে প্রসাধন সামগ্রীগুলি সাজিয়ে রাখেন অনেকেই। তাতে ব্যবহার করতে সুবিধা হয়। তবে বাড়িতে যখন কিছু আয়োজন করেছেন, তখন কিছু ক্ষণের জন্য সেই জিনিসগুলি ভিতরে তুলে রাখুন (Home Decor Tips 2023)। ড্রেসিং টেবিলের সঙ্গে যদি ক্যাবিনেট থাকে, তাহলে তার মধ্যে সাজগোজের জিনিস ঢুকিয়ে রাখুন।

৩) শীতকালে লেপ, কাঁথা-কম্বল

শীতকালে লেপ, কাঁথা-কম্বল খাট জুড়ে ভিড় করে থাকছে। এতে ঘরের সৌন্দর্য নষ্ট হয়। তাই এই জিনিসগুলি খাটের সঙ্গে কোনও আলাদা ড্রয়ার থাকলে তাতে ঢুকিয়ে রাখতে পারেন (Home Decor Tips 2023)। কিংবা অন্য ঘরেও সেগুলি রেখে আসতে পারেন।

Top 10 Healthy Foods In The World : বিশ্বের সবচেয়ে পুষ্টিকর খাবার কোনগুলো জানেন কি? বিশ্বের এই ১০ খাবারের মধ্যে লুকিয়ে রয়েছে সেরা পুষ্টিগুণ

৪) বাড়ির মেঝেতে পেতে রাখা কার্পেট

বাড়ির মেঝেতে পেতে রাখা কার্পেট ও জানলা-দরজার পর্দাগুলি পরিষ্কার কি না, এক বার দেখে নিন। নোংরা হয়ে গেলে সেগুলি পাল্টে ফেলুন (Home Decor Tips 2023)। দীর্ঘ দিনের না কাচা নোংরা কার্পেট বা পর্দা অতিথিদের অস্বস্তির কারণ হতে পারে। রংচঙে পর্দা টাঙাতে পারেন। বেশ ভাল দেখাবে।

৫)ভাল কম বলিয়াই ভাল

একগাদা জিনিসপত্র দিয়ে বাড়ি বোঝাই করা নৈব নৈব চ (Home Decor Tips 2023)। অনেকেই অসংখ্য ঘর সাজানোর উপাদান দিয়ে ঘর ভরে ফেলেন। কিন্তু আদতে দেখা যায় এতে বৃদ্ধি পায় বিশৃঙ্খলা। ঠিক মতো না সাজাতে পারলে এগুলিতে ঘর এলোমেলো এবং অগোছালো দেখায়। আপনি কি দিয়ে আপনার ঘর সাজাচ্ছেন সে সম্পর্কে সতর্ক থাকুন। অত্যধিক আর্টিফ্যাক্ট, রাগ, বা দেয়ালে ঝুলানোর জিনিস যেন অযথা বিশৃঙ্খলা বৃদ্ধি না করে এবং আপনার বাড়ির সৌন্দর্য কেড়ে না নেয়। অতিরক্ত জিনিস বাদ দিয়ে বরং নিয়ে আসতে পারেন ছোট গাছ। বই পত্র বেশি জমে গেলে বানিয়ে ফেলতে পারেন বইয়ের তাকও।

৬) প্রয়োজনীয়তা

অহেতুক কোনও জিনিস কিনে ঘর বোঝাই করে ফেলা আদৌ কাজের কথা নয় (Home Decor Tips 2023)। বিশেষত বর্তমান সময়ে সকলেই ছোট ঘরে থাকতে বাধ্য হন। তাই এমন আসবাব বা শৌখিন জিনিসই কেনা উচিত, যা সব সময় কাজে লাগে। আবার দেখতেও আকর্ষণীয়। আসবাবের ক্ষেত্রে যদি একসঙ্গে অনেক কাজ সমাধান হয়, এমন জিনিস কেনাই ভাল। আজকাল এই রকম আসবাবের কদর বেড়েছে খুব। শুধু তাই নয়, শৌখিন দেখতে সস্তার আসবাব কিনে ফেলে ঘর ভরালে কিছু দিন পর সমস্যা হতে পারে। আসবাব নষ্ট হলে ঘরের সৌন্দর্যও নষ্ট হয়।

অতিরিক্ত এমন কোনও জিনিস কিনবেন না, যা কোনও কাজে আসবে না (Home Decor Tips 2023)। বাড়ির জন্য যা যা প্রয়োজন সেই সবই কিনুন। পছন্দ হলেই কিনে নেবেন না। অনলাইনে পছন্দ হলেই কিনে ফেলবেন এমন অভ্যাস ত্যাগ করুন। ফিরে যান পুরনো দিনের অভ্যাসে।

৭ ) আসবাবপত্র

ঘরের সব থেকে প্রয়োজনীয় জিনিস হল আসবাবপত্র। অথচ, এখানেই বেশির ভাগ মানুষ ভুল করেন (Home Decor Tips 2023) । নিজের ঘরের মাপ অনুযায়ী আসবাবপত্র কিনলেই কোনও সমস্যা হওয়ার কথা নয়।

কোনও জিনিস রাখতে কতটা জায়গা লাগবে তা আগে মেপে নিন। এরপর সেইমতো আসবাবপত্র অর্ডার করুন (Home Decor Tips 2023)। খাট, সোফা কেনার আগে মাপ দেখে নিন। তবে সোফা লকাম বেড কিনতে পারেন। এতে জায়গা কম লাগে। কাজেও আসে।

আরও পড়ুন, ফুড ক্যাটারিং ব্যবসা শুরু করুন! পূঁজি, উপকরণ, রোজগারের পরিমান ও কিভাবে শুরু করবেন?

স্মার্ট বিনিয়োগ এখন ট্রেন্ডিং। এমন কিছু কিনুন যার বহুবিধ ব্যবহার রয়েছে। আলমারির পরিবর্তে বড় ওয়ার্ড্রোব বানান। তাহলে অনেক জিনিস সুন্দর ভাবে গুছিয়ে রাখতে পারবেন (Home Decor Tips 2023)। বই, ব্যাগ, জুতো, পোশাক, কসমেটিক্স সবই সুন্দর ভাবে ধরে যাবে তাতে।

একটা আয়না অবশ্যই রাখবেন। আয়না এমন ভাবে রাখুন যাতে ঘরের ডেকোরেশনও হয়। ইন্ডোর প্ল্যান্টও রাখতে পারেন (Home Decor Tips 2023)। এতে দেখতে ভাল লাগে। সেই সঙ্গে ঘরে থাকে সতেজ ভাবও।

৮ ) পরিচ্ছন্নতা

সাজিয়ে-গুজিয়ে রাখা ঘর সব সময় দেখতে ভাল লাগে। কিন্তু প্রতিদিনের ব্যবহারে খানিকটা অগোছালো তো হবেই (Home Decor Tips 2023)। তাই এমন ব্যবস্থা করা দরকার, যাতে খুব সহজে ঘর গুছিয়ে ফেলা যায়। এর জন্য সব থেকে ভাল উপায় হল ঢাকা দেওয়া ক্যাবিনেট। এমনকী ইলেকট্রিক তারও যেন কোথাও বেরিয়ে না থাকে। তা যেমন বিপজ্জনক, তেমনই দৃষ্টিসুখের ব্যাঘাত ঘটায়। তাই ইলেকট্রিক, ব্রডব্যান্ড বা কেবল টিভির তার নির্দিষ্ট জায়গায় রেখে কোনও ভাবে ঢেকে দেওয়াই ভাল।

Home Decoration Tips (ঘর সাজানোর আইডিয়া)

৯) সাজসজ্জা

ঘর সাজানোর টুকিটাকি উপকরণও আগে থেকে কিনে রাখা মোটেও বুদ্ধিমানের কাজ নয় (Home Decor Tips 2023)। বরং সমস্ত আসবাব গোছানো হয়ে গেলে একটু একটু করে শৌখিন জিনিস সাজিয়ে রাখা যেতে পারে। তাতে ঘর অনেক বেশি সুবিন্যস্ত লাগবে।

১০) আধুনিকতা ভরে দিন

চারিদিকে মানুষ হয়ে উঠেছেন আধুনিক। এবার এই পরিস্থিতিতে আপনারও অবশ্যই আধুনিক হয়ে যাওয়া উচিত (Home Decor Tips 2023)। সেক্ষেত্রে গতানুগতিক চিন্তার বাইরে চলে যান। এখন অনেক ক্ষেত্রেই মানুষ বসার ঘরে টেবিল চেয়ার রাখেন না। সেক্ষেত্রে টেবিল, চেয়ারের বদলে পেতে দিতে পারেন কার্পেট। সেই কার্পেটের উপরই বসতে দিন। নতুন একটা ফ্যাশনের সঙ্গী।

Leave a Comment