লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটে জমা করলে কত টাকা রিটার্ন পাবেন স্টেট ব্যাংক থেকে? জেনে নিন বিশদে

ভারতীয় স্টেট ব্যাঙ্ক হলো দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। অনেকেই এই ব্যাঙ্কের স্থায়ী আমানতে বিনিয়োগ করে থাকেন। এবার সেইসব বিনিয়োগকারীদের জন্যই ভাল খবর দিল SBI। ২ কোটি টাকার নীচে স্থায়ী আমানতের উপর ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়াল এই এসবিআই। SBI-এর ওয়েবসাইট অনুসারে, FD-তে ৫ বেসিস পয়েন্ট থেকে ২৫ বেসিস পয়েন্টে বৃদ্ধি করা হয়েছে। আজ থেকেই কার্যকর হয়েছে এই বর্ধিত সুদের হার। এর আগে ১৩ ডিসেম্বর নির্বাচিত মেয়াদের FD-তে সুদের হার ৬৫ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়িয়েছিল।

কীভাবে SBI ফিক্সড ডিপোজিট ক্যালকুলেটর ব্যবহার করে সুদের হার জানবেন:

প্রথম ধাপ: SBI FD ক্যালকুলেটর ব্যবহার করতে আপনাকে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অথবা আপনি সরাসরি https://sbi.co.in/web/student-platform/maturity-value-calculator -এই লিঙ্ক থেকেও স্টেট ব্যাঙ্কের Fixed Deposit-এর ক্যালকুলেটর দেখতে পাবেন।

দ্বিতীয় ধাপ: আপনি যে পরিমাণ অর্থ বিনিয়োগ করতে চান, তা লিখুন।

তৃতীয় ধাপ: এরপর যে মেয়াদকালের জন্য বিনিয়োগ করতে চান, তা লিখতে হবে। এই ব্যাঙ্কে 7 দিন থেকে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত বিনিয়োগ করা যায়। তাই ওই সময় সীমার মধ্যে নিজের বিনিয়োগের মেয়াদ আপনাকে বেছে নিতে হবে।

1.25 লাখ টাকা বাজেট! Hero Glamour এবং Bajaj Pulsar-র মধ্যে কনফিউশন? জেনে নিন কোনটা নিলে বাঁচবে টাকা!

চতুর্থ ধাপ: এবার প্রত্যাশিত বার্ষিক সুদের হার লিখুন। বর্তমানে এই ব্যাঙ্ক সাত থেকে 45 দিন পর্যন্ত স্থায়ী আমানতে বিনিয়োগ করলে দিচ্ছে 2.90 শতাংশ সুদের হার। 180 থেকে 210 দিনের জন্য Fixed Deposit-এ সুদের হার মিলছে 4.55 শতাংশ। এক থেকে দুই বছরের মেয়াদের ক্ষেত্রে আপনি পাবেন 5.45% সুদ। দুই থেকে তিন বছরের মেয়াদের ক্ষেত্রে এই ব্যাঙ্ক সুদের হার দিচ্ছে 5.50 শতাংশ। এছাড়াও তিন থেকে পাঁচ এবং পাঁচ থেকে দশ বছরের মেয়াদে Fixed Deposit-এ SBI-তে মিলছে যথাক্রমে 5.60 এবং 5.65 শতাংশ সুদের হার। তবে ষাটোর্ধ্বরা পাঁচ থেকে দশ বছরের জন্য বিনিয়োগের ক্ষেত্রে পাবেন 6.45 শতাংশ সুদ।

পঞ্চম ধাপ: আপনি সব তথ্য দেওয়ার পরই সুদের হার দেখানো হবে।

আপনি যদি 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন দশ বছরের জন্য, তাহলে স্টেট ব্যাঙ্কের ক্যালকুলেটর অনুসারে মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় তার মূল্য হবে 1.74 লক্ষ টাকা। অর্থাৎ প্রায় 74000 টাকা সুদ পাবেন। অন্যদিকে, বর্তমানে 10 বছরের মেয়াদে এক লক্ষ টাকা সিনিয়র সিটিজেন ডিপোজিটের ক্ষেত্রে মিলবে 6.45% সুদ। অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় বিনিয়োগকারী প্রায় 1.8 লক্ষ টাকা পাবেন।

৬ মাসের ফিক্সড ডিপোজিট:

আপনি যদি এসবিআই ফিক্সড ডিপোজিটে আপনার ১ লক্ষ টাকা ১ মাসের জন্য বিনিয়োগ করেন তাহলে আপনি ৫.২৫ শতাংশ সুদ পাবেন। সেক্ষেত্রে আপনি ১ লক্ষ ২ হাজার ৬২৫ টাকা ৬ মাসের পর রিটার্ন পাবেন। আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনি এসবিআই এর ৬ মাসের ফিক্সড ডিপোজিটে সুদ পাবেন ৫.৭৫ শতাংশ অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি ১ লক্ষ টাকা ৬ মাসের জন্য ফিক্সড ডিপোজিটে জমা করেন তাহলে আপনি ১ লক্ষ ২ হাজার ৮৭৫ টাকা রিটার্ন পাবেন।

মাসে ৫ হাজার টাকা বিনিয়োগ করেছেন SIP-তে? দেখে নিন কত রিটার্ন পাবেন মেয়াদ শেষে

১ বছরের ফিক্সড ডিপোজিট:

আপনি যদি এসবিআই ফিক্সড ডিপোজিটে ১ লক্ষ টাকা ১ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে ৬.৮০ শতাংশ সুদ পাবেন আপনি। সেক্ষেত্রে ১ লক্ষ ৬ হাজার ৯৭৫ টাকা আপনি ১ বছর পর রিটার্ন পাবেন। আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হন তাহলে আপনি সুদ পাবেন ৭.৩০ শতাংশ সেক্ষেত্রে ১ লক্ষ ৭ হাজার ৫০২ টাকা আপনি রিটার্ন পাবেন।

২ বছরের ফিক্সড ডিপোজিট:

আপনি যদি এসবিআই ফিক্সড ডিপোজিটে ১ লক্ষ টাকা ২ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে সুদ পাবেন ৭.০০ শতাংশ এবং ১ লক্ষ ১৪ হাজার ৮৮৮ টাকা আপনি রিটার্ন পাবেন। এক্ষেত্রে আপনি যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে ৭.৫০ শতাংশ সুদ পাবেন সেক্ষেত্রে আপনি ১ লক্ষ ১৬ হাজার ২২ টাকা রিটার্ন পাবেন।

৩ বছরের ফিক্সড ডিপোজিট:

আপনি ৩ বছরের জন্য ফিক্সড ডিপোজিটে সুদ পাবেন ৬.৫০ শতাংশ, সেক্ষেত্রে আপনি যদি ১ লক্ষ টাকা জমা করেন তাহলে ৩ বছর পর ১ লক্ষ ২১ হাজার ৩৪১ টাকা রিটার্ন পাবেন। এক্ষেত্রে আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হন তাহলে ৩ বছরের ফিক্সড ডিপোজিটে আপনি সুদ পাবেন ৭.০০ শতাংশ, সেক্ষেত্রে ১ লক্ষ ২৩ হাজার ১৪৪ টাকা আপনি রিটার্ন পাবেন।

Fixed Deposit – এই ৬ কৌশলে ফিক্সড ডিপোজিটের রিটার্ন বাড়বে বহু গুণ! কোন কোন ব্যাঙ্কে SBI-এর থেকে বেশি সুদ?

৫ বছরের ফিক্সড ডিপোজিট:

আপনি যদি স্টেট ব্যাংকে ১ লক্ষ টাকা ৫ বছরের জন্য ফিক্সড ডিপোজিটে (SBI FD) বিনিয়োগ করেন তাহলে আপনি ৬.৫০ শতাংশ সুদ পাবেন। সেক্ষেত্রে আপনি ১ লক্ষ ৩৮ হাজার ৪২ টাকা ম্যাচুরিটির সময় রিটার্ন পাবেন। আপনি যদি একজন প্রবীণ নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি ৭.৫০ শতাংশ সুদ পাবেন। এতএব, আপনি ১ লক্ষ টাকা জমা করলে ৫ বছর পর রিটার্ন পাবেন ১ লক্ষ ৪৪ হাজার ৯৯৫ টাকা।

Leave a Comment