ISRO Recruitment 2023
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা যাকে আমরা ISRO নামে চিনি (ISRO Recruitment 2023). ইস্রো বা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় এবার প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর যার জেরে সকলের জন্য সরকারী চাকরির একটি বিরাট সুযোগ এসেছে। এই নিয়োগে সায়েন্টিস্ট ও ইঞ্জিনিয়ার পদে নিয়োগ হবে। আর অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। এবার বিস্তারিত জেনে নিন, কীভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগবে, বেতন কত, ইত্যাদি।
ISRO Recruitment 2023 Online Apply
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র পক্ষ থেকে সায়েন্টিস্ট এবং বিভিন্ন ক্ষেত্রের ইঞ্জিনিয়ার পদে নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইসরোর তরফে নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে। কোন পদে, কি যোগ্যতায়, কত বেতনে, কোন জায়গায়, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে ইসরো, তা বিস্তারিত দেখে নেওয়া যাক।
ISRO Recruitment 2023 notification
পদের নাম- Pay Matrix Level 10 Scientist এবং Engineer (SC)
শিক্ষাগত যোগ্যতা- গ্রাজুয়েট হতে হবে। ২০২২- ২৩ শিক্ষাবর্ষে কোর্স করা প্রার্থীরাও যোগ্য।
প্রাপ্ত নম্বর- ৬৫ শতাংশ থাকতে হবে। CGPA ৬.৮৪/১০ হতে হবে।
বয়স সীমা- ১৪ জুন ২০২৩ তারিখ অনুযায়ী ২৮ বছর হতে হবে।
বেতনক্রম- ন্যূনতম বেতন ৫৬ হাজার ১০০ টাকা। তাছাড়া অন্যান্য সুবিধার মধ্যে থাকছে বাড়ি ভাড়া, মহার্ঘভাতা, পরিবহনের ভাড়া।
ISRO Recruitment 2023 Exam Date
শূন্য পদ- মোট ৯০টি।
এছাড়াও অন্যান্য শূন্য পদ রয়েছে:
মেকানিক্যাল- ১৬০টি
Computer Science- ৪৭ টি
ইলেকট্রনিক্স স্বায়ত্তশাসিত সংস্থা PRL- ২টি
কম্পিউটার সায়েন্স স্বায়ত্তশাসিত সংস্থা- ১টি
আবেদনের শেষ তারিখ- ১৪ই জুন ২০২৩
নির্ধারিত ফি জমা দেওয়ার শেষ তারিখ- ১৬ জুন ২০২৩
ISRO Recruitment 2023 vacancy
আবেদনের পদ্ধতি:
প্রার্থীরা একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন ফি ২৫০ টাকা।
পেমেন্ট হয়ে যাওয়ার 24 ঘন্টা পরে স্ট্যাটাস চেক করতে পারবেন। Payment Status প্রিন্ট আউট বের করে নিতে পারেন।
পরীক্ষার পদ্ধতি:
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই হবে।
Venue এবং Test Result Call Letter প্রার্থীদের ইমেইলে পাঠানো হবে।
নয়াদিল্লি, কলকাতা, আমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, গুয়াহাটি, লখনউ, মুম্বই এই সমস্ত জায়গায় লিখিত পরীক্ষার সেন্টার দেওয়া হয়। সাধারণত এই জায়গাগুলিতে Written Test নেওয়া হয়। তবে যদি স্থান পরিবর্তন বা বদল হয়, তাহলে সেক্ষেত্রে প্রার্থীদের Thiruvananthapuram.it এইসব ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
অফিসিয়াল ওয়েবসাইট Isro.gov.in এতে গিয়ে Scientist বা Engineer (SC) (EMC) অপশনে ক্লিক করে অনলাইনে ফরম পূরণ করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
আবেদন ফি জমা দেওয়ার পরে অনলাইনে ফরম সাবমিট করতে পারবেন।
আরও দেখুন : তিন হাজার শূন্যপদে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।
ISRO Recruitment 2023 Assistant Syllabus
প্রতিদিন এই ধরনের চাকরি ও বিনোদন সম্পর্কিত খবর জানতে চোখ রাখুন আমাদের PM বাংলা অফিসিয়াল ওয়েবসাইটে। আশাকরি প্রতিবেন গুলি আপনাদের পড়ে ভালো লেগেছে, নিচের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত।