Madhyamik Result 2023 – মোবাইল থেকে দেখে নিন মাধ্যমিকের রেজাল্ট।
পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের (WBBSE) মাধ্যমিক পরীক্ষা শেষ। এবার মাধ্যমিকের ফল বা Madhyamik Result 2023 প্রকাশ হওয়ার পালা। আর পর্ষদ সভাপতি জানিয়েছেন। এবার মোবাইল থেকেই দেখা যাবে মাধ্যমিকের ফল। কবে ফলাফল প্রকাশিত হবে এবং কিভাবে রেজাল্ট দেখবেন, জেনে নিন।
এই মে মাসেই প্রকাশিত হবে মাধ্যমিক রিজাল্ট ৩ টি দিন বেঁছে নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ (Madhyamik Result 2023). বাছাইকৃত এই ৩ টি দিনের যে কোনো একটি দিনে প্রকাশিত হবে লাখ পরীক্ষার্থীর মাধ্যমিকের ফলাফল, যার জন্য চাতকের মত অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের মনে আরও চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই মে মাসেই যে মাধ্যমিকের রিজাল্ট প্রকাশিত হবে এটা নিশ্চিত করে দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের (WBBSE) রিপোট অনুযায়ী তিনটি দিন নিয়ে ভাবনা চিন্তা চলছে। দিন গুলো নিয়ে প্রস্তাব ও পাঠানো হয়েছে (Madhyamik Result 2023). অনুমোদন পাওয়া মাত্রই নির্ধারিত দিনের মধ্যে একটি দিনে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। কবে প্রস্তাব অনুমোদন পাবে সেটা জানিয়ে দেওয়া হবে সরকারিভাবে।
এই মে মাসের কোন ৩টি দিনে ফল প্রকাশিত হবে আসুন দেখে নেওয়া যাকঃ
এক প্রতিবেদন থেকে জানা যায় মে মাসের তৃতীয় সপ্তাহে মাধ্যমিকের ফল প্রকাশ করতে চাইছে পর্ষদ। তাই সেইভাবে প্রস্তুতি চলছে। ইতিমধ্যে শিক্ষা দপ্তরেরে মাধ্যমিকের ফল প্রকাশের সাম্ভাব্য এই তিনটি দিন (১৫ মে, ১৬ মে বা ১৭ মে) বেছে নেয়া হয়েছে। এই ৩টি তারিখের মধ্যে একটি প্রকাশ হয়ার সাম্ভাবনা রয়েছে। শুধু পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের ছাড়পত্রের জন্য অপেক্ষা করা হচ্ছে বলে জানা গেছে (Madhyamik Result 2023).
বেকারত্ব দূর করতে মাত্র 2000 টাকায় শুরু করুন এই ব্যবসা, বাড়ি বসে প্রতি মাসে 25000 টাকা আয়।
এখন পর্যন্ত মাধ্যমিক পরীক্ষার মার্কস ভেরিফিকেশন প্রকিয়া চলছে। আজ মধ্যরাত পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ। অনলাইনে নম্বর যাচাই প্রক্রিয়া চলছে। খুব তাড়াতাড়ি এই প্রকিয়া শেষ হবে, আর এই প্রক্রিয়া শেষ হলে দ্রুত মাধ্যমিকের ফল প্রকাশিত হবে আশাবাদী শিক্ষা পর্ষদ। তবে বিষয়টি নিয়ে এখনো সরকারি ভাবে কিছু জানা যায়নি। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, শিক্ষা দপ্তরের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন পাওয়ার পর তবেই মাধ্যমিকের ফল প্রকাশিত হয়ার দিন ধার্য করা হয় বা ঘোষণা করা হয়। এবারও উক্ত কাজ করা হবে পরিষদ জানায়।
কিভাবে দেখবেন মাধ্যমিকের ফলাফলঃ
প্রথমে যে কোনো অফিসিয়াল ওয়েব সাইটে গিয়ে সার্চ বারে লিখবেন wbresults.nic.in। প্রথম যে ইন্টারফেচ টা আসবে ওটায় ক্লিক করে নির্দিষ্ট নির্দেশনা মেনে জানা যাবে আপনার রেজাল্ট।
আমাদের ওয়েবসাইট থেকে ও মাধ্যমিকের ফলাফল দেখতে পারবেন। সঠিক সময়ে লিংক দেওয়া হবে।
Madhamik result koba
Sanya hussain
Please pass kar dijiye
Aap kaha se he?
Bruhhhh padh liya hota tu ye bolnee k nawbaat nh attaaa padhne tym tu ladki ghummtaa tha or abhi request krne se kch nh hoga or request krna bhi h tu Allah se kroo wohi h jo tmhri diyaaa ko qaoobol kr skte h
Surja barman
Hello
Madhyamik result
alibappi045@gmail.com
Madhymik kobe
Main pass kar sakta hoon
B.TECH PASS OUT 2023
Pk
Results
Really
মত কাছাকাছি আসছে ততো যেন শরীর শুকিয়ে যাচ্ছে।🙂🙂
Bhalo2
Rejalt
Eshu chourasia
804601N 0081
9064077311
Nice
Pass
Rasult
Madhamik raejilt
Jante chai
মনিরতট রাইমনি স্কুল
BANIUM HOSSAIN
Hi
Hi sir
Hii
I am pass
Madhamik result