UPI Account: ATM কার্ড না থাকলেও বানানো যাবে ইউপিআই অ্যাকাউন্ট। কিভাবে? জেনে নিন
পদ্ধতি। বর্তমানে ইউপিআই (UPI) এবং এটিএম (ATM) দুটোই অপরিহার্য হয়ে উঠেছে। ইউপিআই (UPI) অ্যাকাউন্ট বানানোর ক্ষেত্রে এটিএম (ATM) কার্ড প্রয়োজন হয়। তবে আপনি কি জানেন, আপনার যদি ATM কার্ড নাও থাকে, তাও আপনি UPI অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন। বারংবার ব্যাংক যাওয়া সম্ভব হয় না। হঠাৎ করে যদি ক্যাশ টাকার দরকার হয়, তাহলে এটিএম থেকে ক্যাশ টাকা তোলা যায়। আর এই কারণেই গ্রাহকদের কাছে বর্তমানে এটিএম অনেক বেশি জরুরি হয়ে উঠেছে।
তবু এখনো দেশে অনেক গ্রাহক আছেন, যাদের কাছে এটিএম কার্ড নেই। আর এটিএম কার্ড না থাকার কারণে তারা ব্যাংকিং অনেক সুবিধা থেকে বঞ্চিত হন। প্রযুক্তির উন্নয়ন যত হয়েছে তত বেশি সাধারণ মানুষ হাতের কাছে সুবিধা পেয়েছে। ব্যাঙ্ক ব্যবস্থায় এটিএম আসার পর থেকে কার্যত এক বিপ্লব হয়েছে। প্রচুর মানুষ এটিএম এর সুবিধা লাভ করতে পারেন। এটিএম থাকার কারণে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গা থেকে নিজেদের প্রয়োজন সাপেক্ষে ক্যাশ টাকা তুলে নিতে পারেন। অপরদিকে ইউপিআই সিস্টেম চালু হতে মানুষের ক্যাশ টাকা বহন কমে গিয়েছে। যে কোনো প্রয়োজনে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকেই ফোন মারফত পেমেন্ট করা যায়।
এটিএম (ATM) কার্ড না থাকার কারণে বর্তমানে প্রচুর মানুষ ভুক্তভোগী। ব্যাংকের লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের টাকা তুলতে হয়। যদিও এটিএমে অনেক সময় লাইন পড়ে, তবে এটিএম কার্ড না থাকা ব্যক্তিদের ব্যাংকের নির্দিষ্ট সময়মতো লাইনে দাঁড়িয়ে টাকা তুলতে হয়। কোন কোন দিন যদি ব্যাংক বন্ধ থাকে, সেদিন তারা প্রয়োজন হলে টাকা তুলতে পারেন না। এছাড়াও এটিএমের রয়েছে নানান সুযোগ সুবিধা। সেই কারণেই দেশের লাখ লাখ মানুষ বর্তমানে এটিএম (ATM) পরিষেবার সুবিধা ভোগ করেন। ব্যাংকে গিয়ে দরবার করলেই এটিএম কার্ড নেওয়া যায়। ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর ব্যাংকের তরফে এটিএম কার্ড নেওয়ার জন্য গ্রাহকদের জানানো হয়। সেই মতো যে সকল গ্রাহক এটিএম কার্ড নিতে চান তারা পরবর্তীকালে সুবিধা ভোগ করতে পারেন।
এটিএম এর মতো ইউপিআই (UPI) সিস্টেম টাকা আদান প্রদানের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করছে। বলাই বাহুল্য এই প্রযুক্তি আর্থিক দুনিয়ায় বিপ্লব এনেছে। মানুষ এখন নগদ অর্থ
বহন করতে দুবার চিন্তা করেন। নগদ অর্থ বহন করলে অনেক সময় তা হারিয়ে যেতে পারে। তাই ঝুঁকি নিতে রাজি হন না বর্তমানে বহু মানুষই। আর সেই কারণেই ইউপিআই (UPI) সিস্টেম এত বেশি জনপ্রিয় হয়েছে। মানুষ এখন অনলাইনের মাধ্যমে সহজেই টাকা আদান প্রদান করতে পারেন। UPI এর পুরো কথা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। বর্তমানে যে ইউপিআই অ্যাপগুলো রয়েছে, তার মাধ্যমে খুব সহজেই আপনি ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। তবে ডিজিটাল পেমেন্ট করতে হলে আপনার একটি ইউপিআই একাউন্ট থাকতে হবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টটি ইউপিআই সিস্টেমের সঙ্গে জড়িত থাকতে হবে।
অনেকের মত ইউপিআই অ্যাকাউন্ট ওপেন করতে হলে সেক্ষেত্রে এটিএম কার্ড থাকা বাধ্যতামূলক। কিন্তু আপনার জেনে রাখা জরুরী যে, ইউপিআই অ্যাকাউন্ট ওপেন করতে হলে কোন ডেবিট কার্ড অথবা এটিএম কার্ডের প্রয়োজন হয় না। আপনি কোন ডেবিট কার্ড ছাড়াই ইউপিআই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তবে সে ক্ষেত্রে আপনার আধার কার্ড প্রয়োজন হবে। আপনার যদি আধার কার্ড থাকে, তাহলে আপনি ইউপিআই অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন। বর্তমানে আধার কার্ড প্রত্যেক নাগরিকের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। দেশে সমস্ত ধরনের কাজের ক্ষেত্রেই আধার কার্ড প্রয়োজন হয়। সেক্ষেত্রে একটি ইউপিআই (UPI) অ্যাকাউন্ট ওপেন করতে হলে আপনার আধার কার্ড থাকা বাঞ্ছনীয়।
তবে ডেবিট কার্ড বা এটিএম কার্ড ছাড়া কিভাবে আপনি ইউপিআই অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন? নিশ্চয়ই সে প্রশ্ন ঘুরছে আপনার মাথায়। আসুন তার সমাধান করা করা যাক। কিভাবে ডেবিট কার্ড ছাড়া ইউপিআই অ্যাকাউন্ট ওপেন করা যায়, তা স্টেপ বাই স্টেপ জেনে নিন।
কিভাবে ATM কার্ড ছাড়া আপনি ইউপিআই একাউন্ট ওপেন করতে পারবেন?
১) প্রথমেই আপনাকে ভিজিট করতে হবে একটি ইউপিআই অ্যাপ্লিকেশনে। প্লে স্টোর থেকে একটি ইউপিআই অ্যাপ ডাউনলোড করে সেই অ্যাপে ভিজিট করুন।
২) এরপর সেই ইউপিআই অ্যাপে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা নম্বরটি এন্টার করতে হবে।
৩) এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্টটি লিংক করে নিতে হবে। এরপর আপনি বানিয়ে নিন একটি ইউপিআই পিন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ
একটি পর্যায়।
৪) ইউপিআই পিন তৈরি করার পরে নতুন পিন বিকল্প নির্বাচন করতে হবে।
৫) এরপর আপনাকে আধার কার্ডের শেষ ছয় সংখ্যা লিখতে হবে।
৭) এরপর আপনি যে মোবাইল নম্বরটি এন্টার করেছিলেন, তাতে একটি ওটিপি আসবে।
৮) তারপর আপনি ব্যাংক থেকে একটি নিশ্চিতকরণ এসএমএস পাবেন এবং তারপর আপনি ইউপিআই পিন সেট করতে পারবেন।
৯) এরপর আপনার ইউপিআই অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। আপনি খুব সহজেই অনলাইন মাধ্যমে ডিজিটাল লেনদেন করতে পারবেন।