Money Transaction: এবার থেকে ডেবিট কার্ড ব্যবহার না করেই এটিএম থেকে তুলতে পারবেন টাকা। ভাবছেন কিভাবে? এক্ষুনি জেনে নিন। বর্তমানে সবারই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। শুধু যে টাকা জমা দেওয়া, অথবা টাকা তোলা তা নয় বরং ব্যাংক অ্যাকাউন্ট থাকা প্রত্যেক নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ। এখন সবার অফিসের স্যালারি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। শুধু যে স্যালারি তা নয়, কোন প্রকল্পের টাকা, স্কলারশিপ অর্থ অথবা ব্যবসায়িক লেনদেন ব্যাংক অ্যাকাউন্ট মারফত সবটাই সরাসরি হয়। ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকা টাকা আমরা ডেবিট কার্ড ব্যবহার করে তুলে নিতে পারি। ATM থেকে আমাদের প্রয়োজন অনুসারে ঢাকা তুলে নেওয়া যায়।
কিন্তু এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম অবশ্যই মানতে হয়। যেমন এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে ডেবিট কার্ড অবশ্যই লাগে। নয়তো টাকা তোলা সম্ভব হয় না। কিন্তু জানেন কি, আপনি ডেবিট কার্ড ছাড়াও আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। অবাক লাগলেও বিষয়টি সত্যি। আর সত্যিকারের আপনি ডেবিট কার্ড ছাড়াই ব্যাংক অ্যাকাউন্টের টাকা অনায়াসেই তুলে দিতে পারবেন কোন সমস্যা ছাড়া।
বর্তমানে প্রায় সবকটি ব্যাংকের এটিএম রয়েছে। দেশের অধিকাংশ মানুষ এটিএম ব্যবহার করেন। যখন তখন টাকা দরকার হলে আমাদের ভরসা এটিএম। ব্যাংকের টাকা নগদ অর্থে হাতে পেতে চাইলে এটিএমের সাহায্যে আমরা যত্রতত্র টাকা তুলতে পারি। আর সব থেকে বড় সুবিধার বিষয় হল, যখন এটিএম ছিলনা তখন আমাদের বারবার করে ব্যাংকে ছুটতে হতো। কিন্তু ব্যাংক একটা নির্দিষ্ট সময় খোলে ও একটি নির্দিষ্ট সময় বন্ধ হয়ে যায়। তাছাড়া ছুটির দিনগুলিতে টাকার প্রয়োজন হলে বেজয় সমস্যায় পড়তেন সাধারণ মানুষ। আর সেই সমস্যা সমাধানের পথ হিসেবে এটিএম চালু হয় দেশে। অচিরেই সারা দেশে সুবিধা জনক হয়ে ওঠে এটিএম পরিষেবা। বর্তমানে কয়েক কোটি মানুষ প্রতিদিন এটিএম-র মাধ্যমে লেনদেন করেন। তবে এটিএম এর ক্ষেত্রে একটা ব্যাপার কাজ করে। তা হল, এটিএম থেকে টাকা তোলার জন্য যেটা অবশ্য জরুরী সেটি হলো ডেবিট কার্ড। কিন্তু এখন সময় এগিয়েছে। প্রযুক্তিগত উন্নতি হয়েছে সমস্ত ক্ষেত্রে। আর সেই কারণে এখন এমন একটি প্রযুক্তি রয়েছে যেখানে আপনি ডেবিট কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলতে পারবেন। আগে যে বিষয়টি বাধ্যতামূলক ছিল, ডেবিট কার্ড ছাড়া এটিএম থেকে টাকা তোলা যেত না, এখন সেটি আর বাধ্যতামূলক নয়। এটিএম থেকে ক্যাশ টাকা তোলার জন্য ডেবিট কার্ড বাধ্যতামূলক নয়।
বর্তমানে প্রযুক্তি এতটাই এগিয়েছে যে, আপনি ডেবিট কার্ড ছাড়া কেবলমাত্র আপনার মোবাইল ফোন ব্যবহার করেই এটিএম থেকে টাকা তুলতে পারবেন। অবাক হচ্ছেন? বিষয়টি আসলে সত্যি। আমাদের দেশের বেশ কিছু ব্যাংক ইতোমধ্যে এই পরিষেবা শুরু করেছে। বিশেষ করে গ্রাহকদের অতিরিক্ত সুবিধা দিতে এই পরিষেবা চালু হয়েছে। এই পরিষেবার সুবিধা পেতে পারেন আপনিও। যদি জানা না থাকে, তাহলে অবশ্যই আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নিন। সাধারণত এরকম অনেক সময় হয়ে থাকে যে একজন ব্যক্তির হয়তো হঠাৎ করে এমারজেন্সিতে টাকার প্রয়োজন হয়েছে, অথচ তার কাছে ডেবিট কার্ড না থাকায় তিনি এটিএম থেকে টাকা তুলতে পারছেন না। গ্রাহকদের এরকম পরিস্থিতি বিবেচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দেশের শীর্ষ ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।
এইরকম পরিস্থিতিতে পড়লে একজন ব্যক্তি কি করতে পারেন? আপনার কাছে ডেবিট কার্ড নেই অথচ আপনার ATM থেকে টাকা তোলার দরকার রয়েছে। এরকম পরিস্থিতি এলে আপনি আপনার মোবাইল ফোন ব্যবহার করেই টাকা তুলে নিতে পারবেন। অর্থাৎ টাকা তোলার ক্ষেত্রে ডেবিট কার্ড ছাড়াই শুধুমাত্র ফোন ব্যবহার করেই নগদ তোলা সম্ভব। তবে সে ক্ষেত্রে আপনার ফোনে ইউপিআই অ্যাপ (যেমন, Paytm, Google Pay, Phone Pay) থাকতে হবে। এখন প্রশ্ন হলো কিভাবে, আসুন জেনে নেওয়া যাক।
ডেবিট কার্ড ছাড়া এটিএম থেকে টাকা তুলবেন কিভাবে?
১) প্রথম ধাপ: আপনি যদি ডেবিট কার্ড ছাড়া এটিএম থেকে টাকা তুলতে যান, তবে আপনাকে এটিএম-এ গিয়ে প্রথমে কার্ড ছাড়াই টাকা তোলার বিকল্পটি বেছে নিতে হবে।
২) দ্বিতীয় ধাপ: এরপর আপনি দেখতে পাবেন ইউপিআই (UPI)-এর মাধ্যমে টাকা তোলার বিকল্প।
৩) তৃতীয় ধাপ: এরপর ফোনে ইউপিআই (UPI) অ্যাপ এবং সামনে দেখানো কিউআর (QR) কোডটি স্ক্যান করে নিন।
৪) চতুর্থ ধাপ: আপনি যত পরিমাণ টাকা তুলতে চান সেই অ্যামাউন্ট উল্লেখ করুন এবং ওকে অপশনে ক্লিক করে দিন।
৫) পঞ্চম ধাপ: আপনি যে পরিমাণ টাকা তুলতে চাইছেন, ডেবিট কার্ড ছাড়াই ফোন ব্যবহার করে আপনি তুলে নিতে পারবেন। আপনার কাঙ্খিত টাকা এটিএম থেকে আপনার হাতে চলে আসবে।