বর্তমানে রেশন কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সকল ভারতবাসীর জন্য। সরকারি সাহায্য পেতে হলে রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। রেশন কার্ড আমাদের বিনামূল্যে ও বাজার দরের চেয়ে স্বল্প মূল্যে খাদ্যবস্তু পেতে সাহায্য করে। তাছাড়া বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে সরকারি সাহায্য সব ক্ষেত্রেই
রেশন কার্ড অপরিহার্য হয়ে উঠেছে নাগরিক দের কাছে। সাধারণত এতদিন কাগজের রেশন কার্ড ব্যবহার হত। কিন্তু এখন থেকে ডিজিটাল রেশন কার্ড ব্যবহার হওয়া শুরু হয়েছে। তবে অনেকে আছেন যারা এখনো ডিজিটাল রেশন কার্ড হাতে পাননি। তাই আজ ছোটাছুটি না করে আপনি বাড়ি বসেই পেয়ে যেতে পারেন ডিজিটাল রেশন কার্ড। বেশ কিছু বছর আগে পর্যন্ত কাগজ রেশন কার্ড ব্যবহার করে খাদ্যবস্তু সংগ্রহ করতেন সাধারণ মানুষ। কিন্তু প্রযুক্তির উন্নতি যত বেশি হচ্ছে প্রায় সব ডকুমেন্ট ডিজিটাল ভাবে প্রস্তুত করা হচ্ছে।
আমাদের দৈনন্দিন জীবনে রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। রেশন কার্ড নিয়ে সরকার যে নির্দেশ দেবে সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে আমাদের। রেশন কার্ড নিয়ে সরকার ইতিমধ্যেই ডিজিটাল করার বার্তা দিয়েছে। ই-রেশন কার্ড ব্যবহৃত হচ্ছে সর্বত্র। সরকারের নির্দেশ মেনে ডিজিটাল রেশন কার্ড তৈরি করতে গিয়ে সমস্যায় পড়ছেন বহু সাধারণ মানুষ। ই-রেশন কার্ড হাতে পাওয়ার জন্য করতে হচ্ছে বিস্তর ছোটাছুটি। নিত্য হয়রানির শিকার হয়ে সাধারণ মানুষ চাইছে একটা নির্দিষ্ট সহজ প্রক্রিয়া যার দ্বারা ডিজিটাল রেশন কার্ড হাতে পাওয়া সম্ভব। অনেকে বলছেন সাইবার ক্যাফেতে ই -রেশন কার্ড ডাউনলোড করতে গিয়ে অনেকটাই পয়সা খরচ হচ্ছে আমজনতার। এদিকে সব জায়গায় বলছে ডিজিটাল রেশন কার্ড প্রয়োজন। এমতাবস্থায় বাড়িতে বসে কিভাবে ই-রেশন কার্ড তৈরি করা সম্ভব সেটাই জানতে চাইছে সাধারণ মানুষ। আজকের এই প্রতিবেদন রইল সবার জন্য যারা জানতে চাইছিলেন কিভাবে বাড়িতে বসে অনলাইনে ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করা যাবে।
সরকারের তরফে বলা হয়েছে, নাগরিকরা ই-রেশন কার্ডের মাধ্যমে রেশন কার্ড সংক্রান্ত সমস্ত রকম সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। অনলাইনে এই রেশন কার্ড তৈরি করা বেশ সহজ। কিভাবে রেশন কার্ডটি অনলাইনে বানাবেন? তার হদিশ রইল আজকের এই প্রতিবেদনে। আপনারা যারা এখনো ই-রেশন কার্ড হাতে পাননি, তারা অবশ্যই আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নিন। তবে কিছু বিষয়ে আগে থেকে জেনে নিন যে শর্তগুলি একজন ই-রেশন কার্ড মালিকের থাকার দরকার রয়েছে।
ডিজিটাল রেশন কার্ডের শর্তগুলি কী কী?
i) ডিজিটাল রেশন কার্ড হাতে পেতে হলে উক্ত ব্যক্তিকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
ii) ডিজিটাল রেশন কার্ড তৈরি আগে আবেদন কারীর কাছে পূর্বের কাগজের রেশন কার্ড থাকা বাধ্যতামূলক।
iii) পশ্চিমবঙ্গের যে কোনো স্থায়ী বাসিন্দা তিনি যদি সদ্য বিবাহিত হয়ে থাকেন, তবে তিনিও এই রেশন কার্ডের জন্য আবেদন জমা করতে পারেন।
iv) আপনি যদি অনলাইনে ডিজিটাল রেশন কার্ডের আবেদন জানতে চান তাহলে আপনাকে সমস্ত বৈধ জ ডকুমেন্ট জমা করতে হবে। যেমন ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, সহ অন্যান্য সমস্ত ডকুমেন্ট থাকা বাঞ্ছনীয়।
অনলাইনে বানিয়ে নিন ডিজিটাল রেশন কার্ড
একজন নাগরিক অনলাইনে ও অফলাইনে উভয় ভাবেই ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন জমা করতে পারেন। অফলাইনে আবেদন জমা করতে হলে আপনি রেশন অফিসে গিয়ে কথা বলতে পারেন। সেখানে আপনাকে যে নির্দেশ দেওয়া হবে সেই নির্দেশ মত কাজ করলে ই-রেশন কার্ড হাতে পেয়ে যাবেন। তবে যদি আপনি অনলাইনে ডিজিটাল রেশন কার্ড বানাতে চান তবে আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে। আর সে বিষয়ে আমরা নিম্নে নিয়ে আলোচনা করব।
অনলাইনে কিভাবে বানাবেন ডিজিটাল রেশন কার্ড
জেনে নিন স্টেপ বাই স্টেপ-
i) অনলাইনে ডিজিটাল রেশন কার্ড বানাতে হলে আপনাকে প্রথমে ভিজিট করতে হবে কর্তৃপক্ষের নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটে।
ii) ওয়েবসাইটে ভিজিট করার পর আপনি রেশন কার্ড ডাউনলোড করার জন্য নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্মটি প্রথমে ডাউনলোড করুন তারপর ফিল আপ করে নিন।
iii) আবেদনপত্রে সমস্ত তথ্য সঠিকভাবে লিখবেন।
খেয়াল রাখবেন কোন তথ্য যেন ভুল না লেখা হয়।
খেয়াল রাখবেন সাবসিডি যুক্ত রেশন কার্ডের জন্য আলাদা ফর্ম এবং সাবসিডি মুক্ত রেশন কার্ডের জন্য কিন্তু আলাদা ফর্ম রয়েছে।
iv) আবেদন পত্রটি সঠিকভাবে ফিল আপ করার পরে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যুক্ত করুন। আধার কার্ড, প্যান কার্ড, বয়সের প্রমাণ পত্র, ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি সমস্ত ডকুমেন্টগুলি যুক্ত করতে হবে।
v) আবেদন পত্রটি সঠিকভাবে ফিল আপ করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টগুলি যুক্ত করে জমা করে দিন সংশ্লিষ্ট রেশন অফিসারের হাতে।
vi) আবেদন জমা করার কিছু দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন ডিজিটাল রেশন কার্ড।