জানুন কীভাবে মোবাইলের চার্জ এর সমস্যার সমাধান মিলবে, দেখুন বিস্তারিত।
স্মার্টফোন ছাড়া থাকার কথা এই মুহূর্তে আর কেউ ভাবতেই পারেন না। আর মোবাইল চার্জ না থাকলে তো কোন কথাই নেই। মানুষের একেবারে নিত্য সঙ্গী হয়ে গিয়েছে এই হাতের মুঠোফোন। টেকনোলজি যত এগিয়েছে নিত্যনতুন ডিভাইস তৈরি হয়েছে। প্রতিটি ডিভাইস দিয়েই বিভিন্ন ধরনের কাজকর্ম সুবিধা থেকে আরও সুবিধাজনক হয়ে গিয়েছে। তবে স্মার্টফোন (Smartphone) এই মুহূর্তে এমন একটি ডিভাইস (Device) যার মাধ্যমে সমস্ত প্রয়োজনীয় কাজকর্ম এক নিমেষেই করে ফেলা সম্ভব। আর বর্তমান সময়ে ইন্টারনেট আরও সহজলভ্য হয়ে যাওয়ায় স্মার্টফোনের ব্যবহার দিনের পর দিন অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে।
মোবাইল চার্জ দেওয়ার নিয়মঃ
সারাদিন ধরে যেহেতু স্মার্টফোন হাতের মধ্যে থাকে, আর সমস্ত কিছুতেই তা ব্যবহৃত হয়, ফলে মোবাইল চার্জ (Charge) একাধিকবার দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। আর ফোন চালু রাখতে গেলে বারেবারে চার্জে দিতেও হয়। এখন স্মার্টফোন ভালো রাখতে গেলে মোবাইল চার্জ দেওয়ার সময় বেশ কিছু বিষয়ে নজর রাখা দরকার। তা না হলে স্মার্টফোনটি ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি যেকোনো দুর্ঘটনাও ঘটতে পারে। এর আগেও দেখা গিয়েছে, ভুল ভাবে মোবাইল চার্জ দেওয়ার কারণে বিস্ফোরণের মত ঘটনাও ঘটেছে। ফলে চার্জ দেওয়ার আগে কিছু নিয়ম জেনে রাখা দরকার (Smartphone Charging Rules) যাতে স্মার্টফোনটি সচল থাকে।
কখনোই করবেন না
কখনোই এমন কোনো চার্জার দিয়ে ফোনে চার্জ দেবেন না, যার পিন বা কানেক্টর ভেঙে গিয়েছে, বা নষ্ট হয়েছে। এই ধরনের ভাঙ্গা বা নষ্ট হওয়া Charger থেকে অনেক সময় বিদ্যুৎ লিকেজ হওয়ার সম্ভাবনা থেকে যায়। আর তার ফলে আগুন লাগতে পারে। অনেকেই ফোনে ফুল চার্জ দেওয়ার জন্য সারারাত চার্জিংয়ে রেখে দেন। স্মার্টফোনগুলিতে সাধারণত লিথিয়াম ব্যাটারি থাকে। তাই সম্পূর্ণ মোবাইল চার্জ হয়ে গেলে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে যায়। আর অতিরিক্ত চার্জ হওয়ার ফলে ব্যাটারির ক্ষতি হতে পারে। সে ক্ষেত্রে মোবাইলের চার্জ এ বিপদ ঘটতে পারে। তাই সারারাত ফোন চার্জিং এ রাখবেন না।
মোবাইলের চার্জ করার সময় অনেকে ফোন ঢেকে রাখেন। সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, চার্জিংয়ের সময় অনেক সময় ফোন গরম হয়। যদি সেই ফোনটি ঢেকে রাখা হয়, তাহলে তা আরও উত্তপ্ত হয়ে আগুন লাগতে পারে। বারেবারে কখনোই ফোন চার্জিং করতে যাবেন না। ফোনের জন্য এটি যথেষ্ট ক্ষতিকর। ফোন একবার চার্জে বসানো হলে সেটি পুরোপুরি চার্জ না হওয়া পর্যন্ত ওঠাবেন না। আর ব্যাটারি ২০ শতাংশ নেমে গেলে তারপর আর সেই ফোন ব্যবহার করবেন না। বারবার ফোন চার্জ করলে ব্যাটারি লাইফ নষ্ট হয়ে যায়।
ব্যাটারি কত শতাংশ চার্জ করা উচিত
স্মার্টফোনের ব্যাটারির আয়ু বাড়ানো ও ব্যাটারি ভালো রাখার 10টি সেরা উপায়।
যেকোনো ধরনের চার্জার দিয়ে ফোনে চার্জ দেবেন না। মোবাইলের চার্জ কেনার সময় নির্মাতা সংস্থার পক্ষ থেকে যে চার্জার দেওয়া হয়, তা দিয়েই চার্জে দেবেন। যদি চার্জারটি নষ্ট হয়ে যায় বা চার্জার কিনতে হয়, তাহলে কোন ব্র্যান্ডেড সংস্থার (Branded Charger) তৈরি চার্জার ব্যবহার করতে হবে। খারাপ মানের চার্জার দিয়ে ফোনে চার্জ দিলে ফোনের যথেষ্ট ক্ষতি হতে পারে।
আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, অনেকেই ঘুমোনোর সময় বালিশের নিচে ফোন রেখে দেন। এটি মারাত্মক রকমের ভুল। কখনোই ঘুমানোর সময় ফোন এইভাবে রাখবেন না।
প্রতিবেদনটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। এবং নিত্য নতুন টেক টিপস ও খবর পেতে PM Bangla ফলো করুন। আপনাদের মতামত নিচে কমেন্ট করে জানাতে পারেন।
Nice suggestion