এই LIC Policy টি একবার বিনিয়োগ করেই হবেন সকলেই লাভবান।
একদিকে আর্থিক নিরাপত্তা এবং অন্যদিকে সেভিংস বেনিফিট, একটি LIC Policy তেই দুই ধরনের দুর্দান্ত চমকপ্রদ অফার দিচ্ছে দেশের বৃহত্তম বিমান সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন বা এলআইসি। ভারতবর্ষের সমস্ত স্তরের বিভিন্ন আয়ের মানুষের জন্য বিভিন্ন ধরনের পলিসি তৈরি করে LIC যাতে দেশের সর্বস্তরের মানুষ এলআইসির পলিসি থেকে একাধিক সুবিধা পেতে পারেন। দেশবাসীর অধিকাংশই এখনো পর্যন্ত জীবন বীমা সহ বিনিয়োগের কথা ভাবলেই প্রথমেই এলআইসির কথা মনে করেন। এবার এখানে এলআইসির এমন একটি পলিসি সম্বন্ধে আলোচনা করা হবে, যেখানে দুই ধরনের সুবিধাই পাবেন গ্রাহকেরা।
LIC Policy এর সুবিধা
এই LIC Policy তে আর্থিক নিরাপত্তা যেমন থাকছে, তার সঙ্গে সেভিংস ও ডেথ বেনিফিট, দুই রকম সুবিধাই পাচ্ছেন পলিসি হোল্ডাররা। পাশাপাশি, পলিসি হোল্ডারের মৃত্যুর ক্ষেত্রে নমিনিকে সমস্ত টাকা ফেরত দেওয়া হবে। ম্যাচিউরিটির পর পলিসি হোল্ডার বেঁচে থাকলে তিনি একটা মোটা অংকের টাকা পাবেন। আর সবচেয়ে বড় সুবিধা হলো, আপনার কাছে বেশি টাকা না থাকলেও, অল্প অল্প করে মাসে মাসে টাকা জমাতে পারেন, বা মাসে মাসে প্রিমিয়াম দেওয়ার সুব্যাবস্থা রয়েছে।
LIC Policy এর নাম
এই পলিসিটির নাম হলো, এলআইসি জীবন লাভ পলিসি LIC Jeevan Labh Policy এটি একটি নন লিঙ্কড পলিসি (Non-Linked Policy) এই পলিসিতে প্রতিমাসে ৭৫৭২ টাকা করে ইনভেস্ট করতে হবে। আপনি চাইলে এর চেয়েও কম টাকা প্রিমিয়াম দিতে পারেন। এবং বয়স অনুযায়ী প্রিমিয়াম ও রিটার্ন নির্ধারিত হবে।
মেয়াদ পূর্তির পরে পলিসি হোল্ডার একটা মোটা অংকের টাকা হাতে পাবেন। তবে এই পলিসির বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে। পলিসি হোল্ডার তার সুবিধা মত সময়সীমা এবং প্রিমিয়াম বেছে নিতে পারবেন।
LIC Jeevan Labh Policy এর নিয়ম
দেশের যে কোনো ব্যক্তি ১৮ থেকে ৫৯ বছর বয়সের মধ্যে এই জীবন লাভ পলিসি নিতে পারবেন। পলিসির ম্যাচিউরিটির সময় রিভার্সিনারি বোনাস (Reversinery Bonus) এবং অ্যাডিশনাল বোনাস (Additional Bonus) দেওয়া হবে। ২৫ বছর বয়সে যদি একজন ব্যক্তি এই পলিসি নেন, প্রতিদিন ২৫২ টাকা অর্থাৎ প্রতি মাসে ৭৫৭২ টাকা, বছরে ৯০ হাজার ৮৬৭ টাকা বিনিয়োগ করেন, এক্ষেত্রে ২০ লক্ষ টাকার পলিসি ধরে নিতে হবে। ম্যাচিউরিটির পরে তিনি প্রায় ৫৪ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। ফলে এই পলিসিতে বিনিয়োগ করা যথেষ্টই লাভজনক।
তবে কেউ যদি প্রতিদিন ২৫২ টাকা জমাতে না পারেন, তবে ৫০ টাকা থেকেও শুরু করতে পারবেন, সেক্ষেত্রে প্রতিদিন ৫০ টাকা জমালে ১৬ বছর পর তিনি পাবেন প্রায় ১০ লক্ষ টাকা। ১০,১৩ এবং ১৬ বছরের জন্য এই পলিসিতে বিনিয়োগ করা যাবে। এলআইসি জীবন লাভ পলিসির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, পলিসি হোল্ডারের মৃত্যুর ক্ষেত্রে নমিনি সমস্ত টাকাই ফেরত পাবেন। তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে। পলিসি ব্রেক হওয়া চলবে না এবং সমস্ত প্রিমিয়ামের টাকা জমা দিতে হবে। এক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও নমিনি বোনাসের পাশাপাশি সাম অ্যাসিওর্ড বেনিফিট (Sum Assured Benefit) পাবেন।
LIC এর দুর্দান্ত পলিসি, যাদের বাজেট কম তাদের জন্য সেরা পলিসি।
সতর্কতা
ইন্সুরেন্স এ বিনিয়োগ বাজার জাত ঝুকি সাপেক্ষ। এবং কোনও বিনিয়োগ করার আগে সম্পূর্ণ নিয়ম কানুন জেনে নেবেন এবং নির্দেশিকা বই পড়ে নেবেন। এজেন্ট এর কাছ থেকে সমস্ত নিয়ম কানুন সহজ ভাষায় বুঝে নেবেন। আপনার বিনিয়োগ সুরক্ষিত যায়গায় বিনিয়োগ করলে হয়রানি বা আর্থিক ক্ষতি হবে না। তাই জেনে বুঝে তারপর বিনিয়োগ করবেন। এই বিষয়ে আপনার কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। আর নিয়মিত এই ধরনের তথ্য পেতে PM Bangla News ফলো করুন।
Want lic policy
Good policy for all Indians
Fine
Urmin15@gmail.com