Low Budget Tour Packages In India: প্রত্যেক মানুষেরই সমুদ্র ,পাহাড় ,জঙ্গল , নদী, ঝর্ণা , মন্দির , তীর্থস্থানে ঘুরতে যাওয়া সুপ্ত একটা ইচ্ছা থাকেই। আর সেই আগ্রহ থেকেই মনের মধ্যে ধীরে ধীরে ভ্রমণের ইচ্ছাটা জেগে ওঠে । কিন্তু ভ্রমণের ইচ্ছা হলেই তো বেড়িয়ে পড়া যায় না, তার জন্য প্রয়োজন একটা সুদূর প্রসারী প্ল্যান। বিশেষত খরচের কথা মাথায় আসা মাত্র সমস্ত প্ল্যান একবারে উধাও হয়ে যায়
তাই তো?
আপনার মতো ভ্রমণ প্রিয় মানুষের জন্যই আজ এই প্রতিবেদনে রয়েছে দেশের মধ্যে ভ্রমণের কয়েকটা শ্রেষ্ঠ ঠিকানা আর এই ভ্রমণের জন্য আপনার সুদূরপ্রসারী চিন্তা ভাবনার ও প্রয়োজন হবে না । প্রত্যেকটি ভ্রমণের খরচ, অন্যান্য খরচের তুলনায় অনেকটাই কম (Low Budget Tour Packages In India ) । তাই সমস্ত চিন্তা ঝেড়ে ফেলে বেড়িয়েই পড়ুন।
অজানাকে জানার প্রয়াস প্রায় সকলের আছে । তাছাড়া কাজের চাপের মাঝেখানে কোথায় একটু ঘুরে এলে মনটা পরিষ্কারও হয় আবার কাজে বসতে মনও লাগে। কি ঠিক বললাম তো? তাছাড়া ঘুরতে যেতে সকলেই কমবেশি ভালবাসেন। যদি কম খরচে (Low Budget Tour Packages In India ) সামর্থ্যের মধ্যে হয় তাহলে তো আর কোনও কথাই নেই। দেশের মধ্যে কম খরচে ঘুরতে সকলেই পছন্দ করেন। তবে নিশ্চয়ই আপনি ভাবছেন, সেই জায়গাগুলি কী কী। দেখে নিন সেগুলি কোন কোন জায়গা।
Low Budget Tour Packages In India
পুদুচেরি
পুদুচেরি আসল নাম ছিল ‘পুতুসিরি’, যা তামিল শব্দ ‘পুতু’ যার মানে ‘নতুন’ এবং ‘সিরি’ যার মানে ‘গ্রাম’ এই দুটি শব্দ থেকে উদ্ভূত। ফরাসিরা যখন শহরটিতে উপনিবেশ স্থাপন করে, তখন তাদের উচ্চারণের সুবিধার্থে শহরটি নামকরণ করে ‘পুন্ডিচারি’ বা ‘পন্ডিচেরি’। ২০০৬ সালে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে শহরটির নাম পরিবর্তন করে ‘পুদুচেরি’ নামকরণ করে।
তারপর থেকে এটি একটি পর্যটন কেন্দ্র হয়ে ওঠে। যেখানে অনেক দূরদূরান্ত থেকে মানুষ এখানে আসেন। ভারতের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত এই জায়গা। যদি আপনি এখানে এসে কম খরচে থাকতে চান (Low Budget Tour Packages In India ) তাহলে আপনি অরবিন্দ আশ্রমে থাকতে পারেন। এখানে অনেক কম খরচে থাকা ও খাবার ব্যবস্থা আছে। যদি পারেন একবার এই জায়গাগুলো ঘুরে আসুন । দেখবেন মন ভালো লাগবে।
গোয়া
অনেকেরই ধারণা আছে গোয়ায় সামান্য পয়সায় ঘোরা যায় না (Low Budget Tour Packages In India )। এখানে গেলে আপনি খুব কম দামে অ্যালকোহল পাবেন। সেই সঙ্গে এখানকার মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করে তুলবে। সমুদ্রঘেরা শান্ত নিরিবিলি জায়গা যারা পছন্দ করেন তাদের জন্য গোয়া ঘোরার জন্য আদর্শ । এখানে আপনার সাধ্যের মধ্যেই খাবার ও থাকার জায়গা পাবেন। মন ভালো করতে, কম খরচে ঘুরতে গোয়া ঘুরে আসুন। দেখবেন ভালো লাগবে।
পুষ্কর
এটি একটি জনপ্রিয় সংস্কৃতিক জায়গা। এখানে মাঝে মধ্যেই নানান উৎসবের আয়োজন করা হয়। যা সকলের বিশেষ নজর আকর্ষণ করে। এটি একটি তীর্থকেন্দ্রও। অনেক দূর থেকে মানুষ এখানে ঘুরতে আসে । খুব কম খরচে (Low Budget Tour Packages In India )অনেক লোক এখানে ঘুরতে আসেন। বিশ্বাস করা হয় এই পবিত্র শহরটি শিবের অশ্রু দ্বারা নির্মিত হয়েছিল।
পুষ্কর লেকের তীরে অবস্থিত এই জায়গা। পুষ্কর ভারতের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি এবং এখানে মাঝে মধ্যেই ঘুরতে আসে অনেকে । এই শহরে প্রচুর মন্দির রয়েছে। এখানে উটের মেলার জন্যও বিখ্যাত। এই মেলার সময় অনুষ্ঠিত খাবার এবং অন্যান্য অনুষ্ঠানগুলি পর্যটকরা উপভোগ করেন।
দার্জিলিং
পারলে একবার দার্জিলিং ঘুরে আসুন। দার্জিলিংকে পাহাড়ের রানিও বলা হয়। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই জায়গা। এটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য দুর্দান্ত জায়গা । তাছাড়া পাহাড় তো কম বেশি সকলেই পছন্দ করেন। এর প্রাকৃতিক শোভা আপনাকে মুগ্ধ করবে। দেখবেন ভালো লাগবে। এখানে আপনি সবথেকে ভালো চা পাবেন। এখানে (Low Budget Tour Packages In India ) কম দামে লজ ও হোটেল পাবেন।
বারাণসী
যারা একটু ঠাকুর ভক্ত তাঁরা বারাণসীতে ঘুরতে যেতে পারেন। বর্ষাকালে বারাণসী আরও সুন্দর হয়ে ওঠে। যার রূপ বোঝানো খুব কঠিন। অনেকেই আছেন যারা মাঝে মধ্যে অল্প খরচে (Low Budget Tour Packages In India )ঘুরতে যেতে চান তাঁরা বারাণসী ঘুরতে যেতে পারেন। এখানে আপনার সাধ্যের মধ্যেই খাবার ও থাকার হোটেল আপনি পেয়ে যাবেন।
ঋষিকেশ
হিমালয়ের পাদদেশে অবস্থিত এই জায়গা। এখানে অনেক যোগ আশ্রম আছে। সেই সঙ্গে রয়েছে প্রাচীন মন্দির ও নানান জনপ্রিয় ক্যাফে। দেশের সব থেকে কম খরচে (Low Budget Tour Packages In India ) ঘোরার জায়গা এটি। এখানে খুব কম খরচে আপনি থাকা, খাবার জায়গা পেয়ে যাবেন। পারলে পুজোর ছুটিতে এখানে একবার ঘুরে আসুন। দেখবেন ভালো লাগবে।
শিমলা
ভারতের হিমাচল প্রদেশের চমৎকার এক পর্যটন শহর শিমলা। “হিল ষ্টেশনের রানী” হিসেবে খ্যাত এই শহরটি প্রাকৃতিক নৈসর্গে পরিপূর্ণ। পর্যটকদের কাছে শিমলাতে ঘুরে দেখার জন্য অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে, এই শহরের পাহাড়ী সৌন্দর্য্য উপভোগ করার সুযোগ জীবনে একবার হলেও খুঁজে নেওয়া উচিত।
Visa On Arrival – বড় বদল হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে! বিনা ভিসাতেই ৫৭ দেশ ভ্রমণের সুযোগ
শিমলা যেতে হলে, ট্রেনে বা বাসে। শিমলা প্রায় ৮০০-১২০০ টাকার মতো খরচ (Low Budget Tour Packages In India )হবে। শিমলাতে থাকা খাওয়া ও ঘোরাঘুরি সহ ৩ রাত ২ দিন থাকতে জনপ্রতি ১২,০০০-১৫,০০০ টাকা থাকার খরচ হবে। তবে প্লেনে করে যাতায়াত করলে প্রায় দ্বিগুণ খরচ হতে পারে। আবার শিমলায় প্যারাগ্লাডিং, জিপ লাইনিংয়ের মতো বিভিন্ন এডভেঞ্চার রাইডের ক্ষেত্রে বাড়তি কিছু খরচ যুক্ত হবে।
শিমলা শহরে মল রোডের কাছে , জাখু টেম্পলের কাছে বেশ কয়েকটি ভালো হোটেল রয়েছে। যেমন: হোটেল ভাটিকা, রাজ হোম স্টে, মেহদুদিয়া গেস্ট হাউজ, নিউ সান্সার মল রোড, আমারভিলা হোটেল, থিরাম শিমলা, কাভ্যা হোম স্টে, আডোব রুমস হোটেল সি শিমলা ইত্যাদি । হোটেল এবং গেস্ট হাউজ রয়েছে যেখানে একরাতের দুইজনের থাকতে কমপক্ষে ৫৫০-১০০০ টাকা খরচ হবে (Low Budget Tour Packages In India )।
স্বর্ণ মন্দির, অমৃতসর
স্বর্ণ মন্দির (Low Budget Tour Packages In India ) বা গোল্ডেন টেম্পল নামে অভিহিত শ্রী হরমন্দির সাহেব হল একটি শিখ গুরুদুয়ারা, এটি শিখদের পঞ্চম গুরু দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরটি স্থাপিত হয়েছিল ১৫৮৮ থেকে ১৬০৪ সালের মধ্যে। মন্দিরটিতে চারটি প্রবেশপথ আছে; যা জীবনের সমস্ত দিক থেকে আসা মানুষকে স্বাগত জানায়। এই মন্দিরটি শিখদের কাছে এক অতি পবিত্র স্থান এবং উপাসনার একটি জায়গা।
উত্তর-পশ্চিম ভারতের পাঞ্জবের অমৃতসর শহরে স্বর্ণ মন্দিরটি অবস্থিত। অমৃতসর শহর থেকে শ্রীগুরু রাম দাসজী আন্তর্জাতিক বিমানবন্দরটি প্রায় ১১ কিমি উত্তর-পশ্চিমে অবস্থিত। এছাড়াও আপনি রেল বা বাসে করেও এই পবিত্র শহরটিতে পৌঁছে যেতে পারেন। বিমানবন্দর, রেলওয়ে স্টেশন ও বাস স্ট্যান্ড থেকে স্বর্ণ মন্দিরে যাওয়ার জন্য ট্যাক্সি, অটো বা রিকশা পেয়ে যাবেন।
স্বর্ণ মন্দিরের ভেতরে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, যদি সেখানে না থাকার হয় তবে মন্দিরের বাইরেও আপনি বেশ কিছু ছোটো বড় হোটেল পেয়ে যাবেন, যেখানে এক রাতে ১০০০-১২০০ এর মধ্যে দু-তিন জন থাকার মত রুম পেয়ে যাবেন (Low Budget Tour Packages In India )।
রামোজী ফিল্ম সিটি
হায়দরাবাদে রামোজী ফিল্ম সিটি, অনেকে তাদের সেলুলয়েড স্বপ্নকে প্রাণবন্ত করতে এখানে আসে । এটি ভারতীয় চলচ্চিত্রের প্রযোজক, রামোজী রাও 1996 সালে স্থাপন করেছিলেন। রামোজী ফিল্ম সিটি দুই হাজার একর জুড়ে বিস্তৃত রয়েছে। এটি বিশ্বের বৃহত্তম স্টুডিও (চিত্রকলা) ভবন হওয়ার গীনিস ওয়ার্ল্ড রেকর্ড (গীনিস বিশ্ব মর্যাদা) অর্জন করেছে।
একটি পূর্ণ-মাপের চলচ্চিত্র প্রযোজনার জন্য প্রয়োজনীয় সমস্তকিছুর পরিপূর্ণরূপে সুসজ্জিত – প্রযুক্তি থেকে শুরু করে চলচ্চিত্র মঞ্চ ও নিবেশিত স্টুডিও (চিত্রকলা ভবন) রূপে – রামোজী ফিল্ম সিটি চলচ্চিত্র প্রস্তুতকারকদের জন্য একটি অবরুদ্ধময় গন্তব্য।
রামোজী ফিল্ম সিটির নিকটবর্তী বিমানবন্দর হল রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর, যা হায়দ্রাবাদে অবস্থিত। বিমানবন্দর থেকে রামোজী ফিল্ম সিটি-তে পৌঁছাতে সময় লাগে প্রায় ৪৭ মিনিট। তাছাড়া রেল মাধ্যমে হায়রাবাদের এম.এম.টি.এস. পৌঁছাতে প্রায় ১ ঘন্টা ১৬ মিনিট সময় লাগে । সেখানে বড় ছোট বিভিন্ন বাজেটের হোটেল পেয়ে যাবেন থাকার জন্য। (Low Budget Tour Packages In India ) নূন্যতম ১২০০-১৫০০ টাকার মধ্যে রাত যাপনের ব্যবস্থা পেতে অসুবিধা হবেনা।
ম্যাক্লিওডগঞ্জ
ম্যাক্লিওডগঞ্জ হল ধর্মশালার কাছে অবস্থিত একটি হিল স্টেশন, যা ট্রেকারদের মধ্যে বেশ জনপ্রিয়। এই অঞ্চলের সংস্কৃতি কিছু ব্রিটিশ প্রভাবের সাথে তিব্বতের একটি সুন্দর মিশ্রণ। এটি বেশিরভাগ ট্রেকারদের মধ্যে জনপ্রিয়। রোজই অনেক মানুষ এই অঞ্চলে সময় কাটাতে যান এবং সেখানকার ছোট ছোট দোকানের অনেক সুন্দর সুন্দর তিব্বতীয় জিনিস লোকজনের দৃষ্টি আকর্ষণ করে। এইসব ছাড়াও এখানে থাকা ছোটো বড় খাবারের দোকানগুলোতে মিঠে ঠান্ডা হাওয়ার মধ্যে বসে চা এবং বিভিন্ন স্ট্রিট ফুড খাওয়ার মজাই আলাদা।
(Low Budget Tour Packages In India ) বাসে খুব সহজেই পৌঁছে যেতে পারেন এই সুন্দর পাহাড়ী সৌন্দর্যেপূর্ণ স্থানটিতে। এলাকার বাজারের আশে পাশে অনেক হোটেল রয়েছে যেখানে নিজের বাজেট অনুযায়ী রুম ভাড়া করা যায়। তাছাড়াও আপনার ভাড়া করা হোটেল থেকেই গাড়ির ব্যবস্থা করে দেবে আশপাশের বিভিন্ন কিছু ঘুরে দেখার জন্য।