জীবনে বাঁচতে গেলে টাকার দরকার তো প্রতিটি মানুষেরই রয়েছে। তাই কিছু Money Saving Tips জেনে নেওয়া আমাদের সকল এরই দরকার। কারণ টাকা ছাড়া কোন কাজই হয় না দুনিয়ায়। তাই পৃথিবীতে মানুষের জীবন অন্ধকার অর্থ ছাড়া। এই কথাটি আমাদের সব সময় মাথায় রাখা উচিত। টাকা পয়সা যতটা সম্ভব সঞ্চয় করে রাখা উচিত। কারণ যেকোনো বিপদের দিনে কিন্তু টাকাই পরম বন্ধু। কেন বলছি একথা? আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বেহিসাবি খরচ করেন। জীবনে অর্থের মূল্য তারা বোঝেনা। কিন্তু এটা একদমই ঠিক না। ভবিষ্যতে কি হবে কেউ বলতে পারে না। তাই অর্থ সবসময় যতটা সম্ভব সঞ্চয় করে রাখাই ভালো।
5 Simple Money Saving Tips
এর মানে এই না যে আপনি খরচ করবেন না, কিন্তু মিতব্যয়ী হতে শিখুন। অর্থাৎ খরচ আর সঞ্চয়ের মধ্যে ভারসাম্য রাখতে শিখুন (Money Saving Tips). কোনটাই যাতে বেশি না হয়ে যায়। সময় বদলায়। আর সময়ের সঙ্গে বদলায় সকল জিনিসই। সেই ৯০ দশক আর নেই এখন। জিনিসপত্রের দাম বর্তমানে আকাশ ছোঁয়া হয়েছে। নিত্য প্রয়োজনীয় থেকে শুরু করে শখের জিনিস সব কিছুরই দাম বেড়েছে আজকাল। অন্যদিকে জিনিসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে মানুষের আয়। তাই এ যুগে দাঁড়িয়ে টাকা বাঁচাবো বললেও সেটা হয়ে ওঠে না অনেক মানুষের পক্ষেই।
Top Ways to Save Money
কিন্তু এটা কি একেবারেই সম্ভব নয়, সেটা বলাটা ভুল। এক্ষেত্রে বিষয়টি একটু বিবেচনার। ওই যে উপরেই বললাম না, কিছু মানুষ আছে বে হিসেবি। তাই আপনি যদি এরকম ভাবে খরচা না করে কেবল প্রয়োজন মতোই যেখানে যতটুকু দরকার ততটুকু খরচ করেন, তাহলে কিন্তু অর্থ সঞ্চয় করে রাখা অবশ্যই সম্ভব হবে। সে আপনার আয়ের সিকি ভাগ হলেও সম্ভব।এক্ষেত্রে আপনাকে সাহায্য করার জন্য আজ কিছু বিশেষ Money Saving Tips নিয়ে আমরা আলোচনা করব। এগুলি জেনে রাখলে এখন থেকে সংসার খরচ অনেকটা টেনে অর্থ জমানো সম্ভব হবে আপনার পক্ষে।
রান্নার গ্যাস বাঁচান
আমরা অনেকেই সঠিক নিয়ম-কানুন না জেনে গ্যাস সিলিন্ডার ব্যবহার করি। যার ফলে একদিকে যেমন গ্যাস খরচ হয় বেশি তেমনি অন্যদিকে আবার এতে সিলিন্ডারের ক্ষতি হবারও সম্ভাবনা থাকে। তাই এই ঝুঁকি এড়ানোর জন্য এবার থেকে মেনে চলুন নিম্নলিখিত Money Saving Tips গুলি। এর ফলে একদিকে যেমন আপনার রান্নার গ্যাসের খরচ কমবে যার দ্বারা একটি গ্যাসকেই আপনি দু মাস যাবত ব্যবহার করতে পারবেন, তেমনি অন্যদিকে আবার গ্যাস সিলিন্ডারের কোন ক্ষতি হওয়ারও আশঙ্কা থাকবে না।
১. প্রতিদিন রান্নার শেষে গ্যাসের বার্নার ভালো করে সাফ করতে হবে। বার্নার থেকে যদি নীল শিখা বেরোয় তবেই জানতে হবে সেটি ভালোভাবে পরিষ্কার হয়েছে। যদি আগুনের হলুদ শিখা দেখতে পান জানবেন গ্যাস বার্নার এখনো পরিষ্কার হয়নি। ফলে গ্যাস বেশি খরচ হচ্ছে।
২. কম সময়ে রান্না শেষ করার জন্য আপনারা কুকারে জিনিসপত্র রান্না করতে পারেন। এতে রান্নাও যেমন একদিকে তাড়াতাড়ি হবে তেমনি গ্যাসের খরচ কমবে (Money Saving Tips).
৩. গ্যাস সাশ্রয় করতে জিনিসপত্র রান্না করার সময় পাত্রের উপর একটি ঢাকা দিয়ে রান্না করুন। এতে বাষ্প কম উৎপন্ন হবে যার ফলে গ্যাসের খরচও কমবে।
৪. রান্নার যাবতীয় জিনিসপত্র সবকিছু জোগাড় করে নিয়ে তবেই গ্যাস অন করুন। গ্যাস জ্বালিয়ে বারবার এদিক-ওদিক জিনিসপত্র আনতে গেলে তাতে অযথা সময় এবং গ্যাস দুইই নষ্ট হয় (Money Saving Tips).
৫. সবজি, মাংস ইত্যাদি রান্না করার সময় সেগুলিকে ছোট ছোট অংশে ভাগ করে রান্না করুন। এতে সময় কম লাগবে এবং তার সঙ্গে গ্যাসও কম পুড়বে।
৬. ভেজা বাসন পত্র ইত্যাদি একেবারেই ব্যবহার করবেন না। এতে গ্যাস বেশি খরচ হয়।
৭. উচ্চ আঁচে রান্না করবেন না। মাঝারি থেকে কম আঁচে রেখে রান্না করুন। বেশি আঁচে রান্না করলে আগুন পাত্রে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে গ্যাসের অপচয় বাড়ে। গ্যাস সাশ্রয় করতে গেলে এই টোটকা কাজে লাগান (Money Saving Tips).
Top Ways to Save Money
৮. বার্নারের পাশাপাশি যে পাত্রে রান্না করছেন সেদিকেও নজর দিন। বাসনের তলা যেন পরিষ্কার হয় সেদিকে খেয়াল করুন। বাসনের তলায় কালি পড়ে থাকলে গ্যাস বেশি অপচয় হয়। তাই পরিষ্কার বাসনে রান্না করুন, দ্রুত গরম হয়ে যাবে।
৯. ফ্রিজের থেকে বের করে সরাসরি গ্যাসে খাবার গরম করবেন না। এতে খাবার গরম হতে বেশি সময় নেয় এবং এতে গ্যাস খরচ বেশি হয়। ফ্রিজ থেকে খাবার বের করে প্রথমে তা ঘরের সাধারণত তাপমাত্রায় আসতে দিন। তারপর সেটা গরম করুন (Money Saving Tips).
লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটে জমা করলে কত টাকা রিটার্ন পাবেন স্টেট ব্যাংক থেকে? জেনে নিন বিশদে
গাড়ির জ্বালানি বাঁচান
বর্তমানে প্রায় সকল মানুষের কাছেই চার চাকা বা দু চাকার গাড়ি রয়েছে। এক্ষেত্রে গাড়ি চলতে গেলে গাড়ির জ্বালানি তো দরকার অবশ্যই। কিন্তু পেট্রোল পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় রান্নার গ্যাসের মত পেট্রোল, ডিজেল ইত্যাদি গাড়ির জ্বালানি গুলিরও দাম হয়েছে আকাশ ছোঁয়া। তাই আপনি যদি একটু বুঝেশুনে গাড়ি-ঘোড়া চালান তাহলে অনেকটাই কমবে এই জ্বালানির খাতে খরচ। Money Saving Tips গুলি দেখে নিন।
১. ট্রাফিক সিগন্যালের সময় বুঝে ইঞ্জিন অফ রাখুন। ইঞ্জিন বন্ধ রাখলে যে তেল সঞ্চয় হবে তা পুনরায় ইঞ্জিন চালু করার সময় তেল খরচের থেকে বেশি। বিশেষজ্ঞদের মতে, ট্রাফিক জ্যামে অন্তত 30 সেকেন্ড ইঞ্জিন বন্ধ রাখা উচিত। তবে এর মানে প্রতিটি ট্রাফিক সিগন্যালে ইঞ্জিন বন্ধ রাখতে হবে না (Money Saving Tips).
২. ব্যাটারি খরচ বাড়ায় এমন কিছু ইলেকট্রনিক্স ডিভাইজের ব্যবহার কম করতে হবে। যেমন – জিপিএস, এয়ার কন্ডিশনার ইত্যাদি।
৩. গাড়ির এয়ার ফিল্টার পরিস্কার থাকলে তা তেল সঞ্চয় করতে সাহায্য করে। এই ফিল্টার যদি অপরিচ্ছন্ন থাকে তাহলে বাতাসের প্রবাহ কমে যায়। ফলে দ্রুত শেষ হয়ে যায় পেট্রল। এর জন্য এয়ার ফিল্টার পরিষ্কার রাখা এবং প্রয়োজনে পরিবর্তন করা জরুরি (Money Saving Tips).
How to save money
৪. গাড়ির সার্বিক ওজন যত কম থাকবে ততই ইঞ্জিনে চাপ কম পড়বে। একই ইঞ্জিন দ্বারা চালিত একটি হালকা গাড়ি একটি ভারী গাড়ির থেকে ট্র্যাফিক সিগন্যালে বা নিত্য যাতায়াতে যা অনেক কম তেল খরচ করে।
৫. একটা সময় অন্তর গাড়ির শারীরিক পরীক্ষা জরুরি। গাড়ির সব যন্ত্রাংশ ঠিক মতো কাজ করছে কিনা তা যাচাই করে নেওয়া দরকার। গাড়ির কোনও অংশে যান্ত্রিক ত্রুটি থাকলে তা শুধু তেল খরচ বাড়াবে না, দুর্ঘটনার ঝুঁকিও বাড়িয়ে তোলে (Money Saving Tips).
৬. অনেকেই গাড়িতে অপ্রয়োজনীয় জিনিস স্টোর করে রাখেন আবার কেউ কেউ আসন সংখ্যার তুলনায় বেশি যাত্রী গাড়িতে তোলেন। এর ফলেও গাড়ির তেল অনেক খরচ হয়। তবে খেয়াল রাখতে হবে, ওজন কমাতে গিয়ে গাড়ির সুরক্ষা যেন প্রভাবিত না হয় (Money Saving Tips).
জিনিসপত্র কেনাকাটায় খরচ বাঁচান
Money Saving Tips আনুসারে অবিবেচকের মত বা অপ্রয়োজনীয় জিনিস কিনলে খরচ তো বেশি হবেই। তাই যেকোনো জিনিসই হোক না কেন সে ঘরের মাস কাবাড়ি সামগ্রী বা কোন শখের জিনিস প্রয়োজন বুঝে তবেই কিনুন।
১. মাসের খরচের বাজেট করুন। সেই বাজেট থেকে ফের কাটছাঁট করুন। তারপরেও কেনার সময়ে দরদাম করে কিনলে দেখবেন কিছুটা পয়সা বাঁচবে। এই মাসের ১ তারিখ থেকে পরবর্তী মাসের ১ তারিখ পর্যন্ত। এভাবে সময় বাড়িয়ে বাজেট করলে ঝামেলা ও খরচ দুটোই কম হবে (Money Saving Tips)।
২. যে জিনিস পরেও কাজে লাগবে, তা একসঙ্গে বেশি করে কিনুন। বারে বারে জিনিস কিনলে খরচ তাতে বেশি হয়। তাই বাড়ির মাসকাবাড়ি সামগ্রী দোকান থেকে সব সময় একসঙ্গেই কেনা ভালো।
৩. এখন অনলাইনের যুগ। সমস্ত কেনাকাটি বেশিরভাগ মানুষ করে থাকে অনলাইন মারফত। বিভিন্ন অ্যাপ যেমন amazon, flipkart, reliance smartbazar এবং আরো অনেক রয়েছে। এই সমস্ত জায়গা থেকে জিনিস কিনলে সবচেয়ে বেশি যে সুবিধাটি পাওয়া যায় সেটি হল ডিসকাউন্ট। আপনার লোকাল দোকানের থেকে প্রায় অর্ধেক দামে এখানে পেয়ে যাবেন বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে অন্যান্য সব কিছু (Money Saving Tips).
আয় করুন প্রচুর টাকা! এই তিন আইপিও আসছে আগামী সপ্তাহে
অন্যান্য উপায়
এছাড়াও কিছু ছোটখাটো Money Saving Tips রয়েছে যেগুলি অবলম্বন করলে আপনার সাংসারিক খরচ আরো কিছুটা কম হতে পারে। হয়তো এগুলিতে আপনার একটু কষ্ট হবে। কিন্তু সেটাকেই তো বলে মিতব্যায়িতা। যেমন বিছানা তেমন পা মেলাই তো ভালো, তাই না। এক্ষেত্রে প্রধান উপায় গুলি হলো,
১. বাড়ি থেকে যদি আপনার অফিস বেশ খানিকটা দূরে হয় তাহলে বাসস্ট্যান্ড অব্দি হেঁটেই যান এবং আসুন হেঁটেই আবার। এতে আপনার দুটি লাভ হবে। একদিকে যেমন খরচ বাঁচবে তেমনি অন্যদিকে শরীরও ভালো থাকবে অনেক (Money Saving Tips)।
২. আমাদের মধ্যে অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকি, যারা বেহিসাবি হন তারা না বুঝেই খরচ করতে থাকে সেই কার্ড দিয়ে। ফলে ঋণের বোঝা বেড়ে যায় সেই ব্যক্তির ওপর। আগেই বলা হয়েছে সব সময় প্রয়োজন বুঝে জিনিসপত্র কেনাকাটি করাই ভালো। এরকমটা করলে ক্রেডিট কার্ডে ঋণের বোঝাও বাড়বে না আপনার উপর।
৩. যখন বাইরে কোথাও নিমন্ত্রণ থাকবে, বাড়িতে রান্নাবান্নার ঝামেলা রাখবেন না। চেষ্টা করুন খানিকটা জিনিস সাশ্রয় করার। এতে লাভ আপনারই হবে (Money Saving Tips).