Driving Licence – মাত্র 4 ঘন্টায় পাবেন ড্রাইভিং লাইসেন্স, সরকারের এই সিদ্ধান্তে খুশি সবাই।

Driving Licence পেতে কিভাবে আবেদন করবেন ও আবেদনের পদ্ধতি কি কি সেই বিষয়ে বিস্তারিত নিচে দেওয়া হলো।

গতানুগতিক নিয়ম অনুসারে ড্রাইভিং লাইসেন্স (Driving Licence) করা মানেই মাসের পর মাস অপেক্ষা। আর বার বার মোটর ভেইকেল অফিসে (Motor Vehicle Rules) চক্কর কাটা। যদিও সরকারি নিয়ম অনুযায়ী ৫ দিনের ভিতর ড্রাইভিং লাইসেন্স দেয়ার কথা থাকলেও আমাদের লাইসেন্স পেতে হলে অনেক হয়রানি হতে হয়। তবে নতুন নিয়মে আর নয় দীর্ঘ অপেক্ষা, এবার মাত্র ৪ ঘন্টায় মিলবে ড্রাইভিং লাইসেন্স। হাওড়ায় পাইলট প্রজেক্ট উদ্বোধন করলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এখন নিলামের মাধ্যমে দেয়া হবে ফ্যান্সি নম্বর।

গাড়ি এখন আমরা সহজেই কিনতে পারলেও লাইসেন্স (Driving Licence) সহজে পাইনা। আর গাড়ি চালাতে গেলে তো অবশ্যই লাইসেন্স দরকার। লাইসেন্স পেতে হলে আগে পরিবহন দপ্তরে গিয়ে আবেদন করতে হতো। শুধু আবেদন করলেই হবে না পরীক্ষা দিয়ে অপেক্ষা করতে হয়। এরপর কয়েক মাস পরে ডাক এর মাধ্যমে বাড়িতে লাইসেন্স আসে। আর এই নিয়মের সংশোধন হতে চলেছে।

Motor Vehicle Act for Driving Licence:

এই হয়রানি আর যাতে না হয় সেই দিকে লক্ষ্য দিয়ে রাজ্যে ড্রাইভিং লাইসেন্স দেয়ার ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু করতে চলেছে পরিবহণ দপ্তর। পাইলোট প্রজেক্ট উদ্বোধনের পর, পরিবহনমন্ত্রী জনান লাইসেন্সের জন্য আবেদন করতে হবে অনলাইনে। পরীক্ষার জন্য ডাকা হবে আবেদন কারীকে। পরীক্ষা দেয়ার ৪ ঘন্টা পরেই লাইসেন্স (Driving Licence) এর কপি চলে আসবে মোবাইলে। ফলে গাড়ি চালাতে কোনো সমস্যা হবে না। এর পর বাড়িতে লাইসেন্সের স্মার্টকার্ড পৌছে দেবে পরিবহণ দপ্তর ।

আরও পড়ুন, চাকরির চিন্তা বাদ দিয়ে এই ব্যবসা করে প্রতিষ্ঠিত হোন।

শুধু লাইসেন্স নয়, গাড়ির ফ্যান্সি নম্বর দেয়ার পদ্ধতিও বদলে যাচ্ছে। নিলামে যিনি সর্বোচ্চ দর দেবেন তাঁকেই ফ্যান্সি নম্বর দেবে পরিবহণ দপ্তর। এমন কি গাড়ি কেনার আগেও বুক কএরা যাবে ফ্যান্সি নম্বর। প্রসঙ্গত উল্লেখ্য ফ্যান্সি নম্বর হলো, আপনার নিজের গাড়ির জন্য নিজের পছন্দ মতো নম্বর বাছাই করতে পারেন। সেক্ষেত্রে যদিও অতিরিক্ত চার্জ দিতে হবে আপনাকে।

24 thoughts on “Driving Licence – মাত্র 4 ঘন্টায় পাবেন ড্রাইভিং লাইসেন্স, সরকারের এই সিদ্ধান্তে খুশি সবাই।”

  1. প:ব: সরকার কেন কেন্দ্রীয় বাহন পোর্টাল এ ড্রাইভিং লাইসেন্স ক্লাবিং এর অপশন দিচ্ছে না বা কোথাও পরিষ্কার করে এটা করার পদ্ধতি জানাচ্ছে না কেন।বর্তমানে ১৭ টি রাজ্যে অনলাইন ড্রাইভিং লাইসেন্স ক্লাব করা যায় কেন্দ্রীয় বাহন পোর্টাল এ।

    Reply
  2. Village…Tairuma ,P.o…..tairuma kowaifung, P.s….baikhora, Sub-division… santir bazar, District… South Tripura

    Reply
  3. Amar two wheelers licence chhilo (tokhon computerized chhilo na ) seta bohudin jabot pachchhina Amar licence er Ekta Xerox o nei ..
    …. Fole Ami two wheelers chalate parchhina ……. Amar anurodh ki Bhave notun licence korte parbo ektu bole die help korben amake …….. thanks……..9331048474 (M)

    Reply

Leave a Comment