নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে বাড়ি করতে জমি দিচ্ছে রাজ্য সরকার, কিভাবে আবেদন করবেন?

রাজ্য সরকারের নতুন প্রকল্প নিজ গৃহ নিজ ভূমি।

বাংলার ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর জন্য নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পের মতো একের পর এক বহু সামাজিক প্রকল্প রচনা করে বাস্তবায়িত করেছেন। যার ফলে উপকৃত হচ্ছেন পশ্চিমবঙ্গবাসী। এবার এমন একটি প্রকল্পের কথা জানানো হবে, যেখানে রাজ্য সরকারের তরফে রাজ্যবাসীদের ৫ শতক করে জমি দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে তবেই এই সুযোগ মিলবে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে পাঠিয়ে দেওয়ার পরেও রাজ্য সরকারকে মানুষের বাড়ি তৈরি করার জন্য নির্ধারিত টাকা দেওয়া হয়নি।

বঞ্চিত করার অভিযোগ করেছে রাজ্য সরকার। বাস্তবিক দেখা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার সব কাজ সম্পন্ন হয়ে গেলেও পশ্চিমবঙ্গ সরকারকে আবাস যোজনার ক্ষেত্রে বাড়ি তৈরি করে দেওয়ার জন্য নির্ধারিত টাকা পাঠায়নি। এরকম একটা পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফে যে প্রকল্প নিয়ে জানানো হচ্ছে, সেটি অতি গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এই প্রকল্পের অধীনে আবাস যোজনার টাকা না পেলেও বাড়ি বানানোর স্বপ্ন পূরণ হবে।

প্রকল্পের নামঃ

এই প্রকল্পের নাম, নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প (Nijo Griha Nijo Bhumi Scheme). নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পের মাধ্যমে গরিব মানুষদের ৫ শতক করে জায়গা দেওয়া হবে। এই প্রকল্প এর সুবিধা নিতে কি কি করতে হবে। কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। কি কি কাগজপত্র লাগবে, সমস্ত কিছু বিস্তারিত জেনে নিন। এবং সকলের জানার জন্য এই প্রতিবেদনটি সকলকে শেয়ার করুন।

পোস্ট অফিসের এই স্কিমের মাধ্যমে আপনার টাকা দ্বিগুণ করুন আরও কম সময়ে, 8 লাখ জমালে ফেরত পাবেন 16 লাখ

কিভাবে আবেদন করবেন?

যারা জায়গার অভাবে বাড়ি তৈরি করতে পারছেন না, তারা এই জমিতে ভালোভাবে একটি বাড়ি তৈরি করে বসবাস করতে পারবেন (Nijo Griha Nijo Bhumi). এবার জেনে নেওয়া যাক, এই প্রকল্পে জায়গা পেতে গেলে কি কি যোগ্যতা দরকার, কিভাবে আবেদন করতে হবে, কোথায় গিয়ে আবেদন জানাতে হবে, এই সম্বন্ধে বিস্তারিত:
প্রথমেই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। নিম্ন মধ্যবিত্ত, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজন যাদের বাড়িঘর নেই, জমির অভাবে বাড়ি তৈরি করতে পারছেন না, তারাই একমাত্র আবেদন করতে পারবেন।

নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প

আবেদন করার জন্য যোগ্যতা:

এই প্রকল্পে সবাই আবেদন করতে পারবেন।
তবে আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষই আবেদন করতে পারবেন।
যারা আর্থিকভাবে পিছিয়ে পড়ার কারণে বাড়ি তৈরি করতে পারছেন না, একমাত্র তারাই আবেদনের যোগ্য।
আবাস যোজনার টাকা পেলে আবেদন করতে পারবেন না।
ব্যাংক একাউন্ট ও আধার কার্ড থাকতে হবে।
কৃষিকাজ, মৎস্য চাষ, পশুপালন বা এই ধরনের কোনো কাজের সঙ্গে আবেদনকারীকে যুক্ত থাকতে হবে।

কিভাবে আবেদন করবেন:

নিজ গৃহ নিজ ভূমি (Nijo Griha Nijo Bhumi) প্রকল্পে আবেদন পুরো করতে হবে অফলাইনে। BL এবং LR অফিসে গিয়ে অফিসারদের সঙ্গে কথা বলে সেই সমস্যার কথা নথিভুক্ত করতে হবে। তারপর সমস্ত ডকুমেন্ট জমা দিয়ে সরকারি নিয়ম অনুযায়ী প্রকল্পের জন্য আবেদন করা যাবে।
এই বিষয়ে আপনার কোন প্রস্ন থাকলে নিচে কমেন্ট করুন। সরকারি প্রকল্প সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য PM Bangla নিউজ পোর্টাল ফলো করতে ভুলবেন না।

আরো পড়ুন, গরীব মানুষের জন্য দারুন প্রকল্প। ক্লিক করুন।

5 thoughts on “নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে বাড়ি করতে জমি দিচ্ছে রাজ্য সরকার, কিভাবে আবেদন করবেন?”

  1. Ami Sri Bijay Krishna Biawas Amar nij kono bastu jomi nei tai sorkar ar koche arji korchi je bosobaser jonno jodi aktu jomi paya Jai Jodi aktu upokar hoi

    Reply

Leave a Comment