Online Earning – এই অ্যাপগুলি ফোনে রাখলে online earning হবে মাসে প্রায় ৯০০০ টাকা।
ঘরে বসে অনলাইনে টাকা রোজগার বা Online Earning করতে কে না চায়? বর্তমানে স্মার্টফোনের যুগে ইন্টারনেটকে কাজে লাগিয়ে ঘরে বসে Online Earning Apps এর মাধ্যমে টাকা রোজগার করা অনেকটাই সহজ। বর্তমানে নানা অ্যাপস ব্যবহার করে Online Earning এর পথ অনেকটাই সহজ হয়েছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে অনলাইনে আয় করা অনেকটাই সহজ। কেবলমাত্র কিছু অ্যাপস ব্যবহার করে আপনি বহুল অর্থ রোজগার করতে পারেন। তবে এই পদ্ধতি অনেকেই জানেন না। আর তাছাড়া অনেকেই ভুল যায়গায় চেষ্টা করে সময় নষ্ট করেন। তাই আজ এই প্রতিবেদনে জেনে নিন, অনলাইনে ইনকাম করার সবচেয়ে সহজ উপায়।
Squadrun App Review
অনলাইনে আয় করতে হলে Squadrun App বেশ গুরুত্বপূর্ণ। এই অ্যাপে আপনার দক্ষতা অনুযায়ী বেশ কিছু টাস্ক দেওয়া হবে এবং সেগুলি নির্দিষ্ট গাইডলাইন মেনে পূরণ করতে হবে। টাস্ক কমপ্লিট হয়ে গেলে আপনার একাউন্টে নির্দিষ্ট পরিমান পয়েন্ট দেওয়া হবে। এবং সেই পয়েন্ট ১০০ পর্যন্ত হলে আপনার PayTM এ টাকা ক্রেডিট হয়ে যাবে।
Keettoo App Review
এই অ্যাপ ব্যবহারের পদ্ধতি হলো এটি কি বোর্ডে কিছু বিজ্ঞাপন (Advertisement) দেখাবে এবং ইন্সটল করার পরই সেই নোটিফিকেশন চলে আসবে। এক একটি বিজ্ঞাপনের জন্য ধার্য মূল্য ১ টাকা। অর্থাৎ, যত বেশি বিজ্ঞাপন দেখবেন তত বেশি টাকা আপনার একাউন্টে চলে আসবে।
Slidejoy App Review
এই অ্যাপ ব্যবহারের ফলে আপনার ঘরে বসে টাকা রোজগার করা অনেকটা সহজ হবে। Slidejoy লকস্ক্রিনের বদলে একটি বিজ্ঞাপন সংক্রান্ত কন্টেন্ট দেখাতে বলবে। প্রতি কনটেন্ট দেখার হিসেবে আপনার পায়ের মূল্য নির্ধারণ করা হবে। এই টাকা আপনি মাসের অর্ধেক দিন বাদে Paypal অ্যাকাউন্টের মাধ্যমে পাবেন।
CrownIt App review
এই অ্যাপটি মূলত ক্যাশব্যাক এর অ্যাপ। অর্থাৎ আপনি যদি কোন ক্যাফে বা রেস্তোরাতে নিজেদের বিল মেটান তখন এই অ্যাপ ব্যবহার করলে তার পরিবর্তে ক্যাশব্যাক দেবে। এই অ্যাপে পাওয়া ক্যাশব্যাক নিত্যনৈমিত্তিক বিভিন্ন অনলাইন ট্রানসাকশনে ব্যবহার করতে পারেন। এই অ্যাপ ব্যবহার করলে online earning এরপথ হবে অনেক সহজ।
আরও দেখুনঃ মাত্র 2000 টাকায় শুরু করুন এই ব্যবসা, বাড়ি বসে প্রতি মাসে 25000 টাকা আয়।
তবে মনে রাখবেন অনলাইনে প্রতাড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনার ব্যক্তিগত তথ্য, Bank Details সতর্কতার সাথে শেয়ার করবেন। এ বিষয়ে কোনো প্রশ্ন বা বক্তব্য থেকে থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরকম আরো খবর পেতে আমাদের পোর্টাল PM বাংলা ফলো করুন।