ওয়াটারপ্রুফ স্মার্টফোন, ক্রেতাদের জন্য দারুন সুখবর. মোবাইলের প্রাক যুগ থেকে আজ পর্যন্ত প্রযুক্তির বদল হয়েই চলেছে। নিত্যনতুন ফিচার যুক্ত স্মার্ট ফোন বাজারে আনছে স্মার্টফোন প্রস্তুতকরক। কোম্পানিগুলি। কিপ্যাড ফোন থেকে মোবাইল যুগের সঙ্গে তাল মিলিয়ে বদলে গিয়েছে। আধুনিক ফিচার যুক্ত দুর্দান্ত স্মার্ট ফোন হাতে পাচ্ছেন আম জনতা। প্রযুক্তির কামাল দেখে রীতিমতো ভিমরি খাওয়ার জোগাড়। মোবাইলের বাজারে ফের চমক আনতে চলেছে অপো (Appo)। বিশ্বের প্রথম ওয়াটারপ্রুফ স্মার্টফোন আনছে এই কোম্পানিটি।
এর আগে ঘড়ি থেকে ওয়ালেট ওয়াটার প্রুফ শিল্ড বসানো হয়েছিল। ওয়াটারপ্রুফ ঘড়িও বিক্রি হচ্ছে বাজারে। কিন্তু এর আগে স্মার্টফোন ওয়াটারপ্রুফ বিক্রি হয়নি। প্রযুক্তির কামাল করল মোবাইল সংস্থা অপো (Appo)। ইতোমধ্যেই ঘোষণা হতেই
চাহিদা বাড়ছে নতুন এই স্মার্টফোনের।
বর্তমানে প্রযুক্তি অনেকটাই এগিয়ে গেছে। সিম কার্ড যেমন আপডেট হচ্ছে তেমনি আপডেট হচ্ছে স্মার্টফোন টেকনোলজি। স্মার্টফোনের মধ্যে যুক্ত হচ্ছে নিত্য নতুন ফিচার। প্রত্যেকটি ফিচার আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠছে সাধারণ মানুষের কাছে। শুধু যে আভ্যন্তরীণ ফিচার তা নয়, বাইরে থেকেও বদলে যাচ্ছে স্মার্টফোন টেকনোলজি। এখন আট থেকে আশি স্মার্টফোন ছাড়া চলে না। বিনোদন, পড়াশোনা, নিত্য নৈমিত্তির জীবনে এই স্মার্টফোন অপরিহার্য হয়ে উঠেছে। স্মার্টফোনের নতুন টেকনোলজির আকর্ষণে মাঝেমধ্যেই কিনে ফেলছেন সাধারণ মানুষ। দামের পরোয়া না করেই কেবল ফিচার দেখে আকর্ষণ বাড়ছে সাধারণ মানুষের। আবার আমজনতার সাধ্যের মধ্যেও ফোন আনছে কোম্পানিগুলি। যাতে স্মার্টফোনের আধুনিক ফেসিলিটির ব্যবহার সবাই করতে পারেন।
বিশ্বের প্রথম ওয়াটারপ্রুফ স্মার্টফোন আনছে Oppo
স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা কিছু অংশে কম নয়। একাধিক কোম্পানির তরফে নানান ফিচারের স্মার্টফোন লঞ্চ হচ্ছে। কে কাকে টেক্কা দেবে, তা নিয়ে জোরদার টক্কর।এদিকে সাধারণ মানুষ চাইছে সস্তায় পুষ্টিকর খাদ্য। ফলে ভারতের বাজারে দখল বসাচ্ছে বিদেশি কোম্পানিগুলি।
বর্তমানে Oppo, Vivo- এর মতো কোম্পানিগুলি ভারতের বাজারে দুর্দান্ত ব্যবসা করছে। প্রতিবছর দুর্দান্ত আকর্ষণীয় কিছু মোবাইল সেট লঞ্চ করছে সংশ্লিষ্ট কোম্পানিগুলি। সম্প্রতি Appo-র তরফে এমন একটি ঘোষণা হয়েছে, যা শুনে রীতিমতো খুশি সবাই। বিশ্বের প্রথম ওয়াটারপ্রুফ স্মার্টফোন বাজারে আনছে Oppo।
সূত্রের খবর, Oppo এর নতুন স্মার্টফোন জলরোধী ফিচার যুক্ত। ফোনটির নাম রাখা হচ্ছে Oppo A3 Pro। ফোনটি এমন টেকনোলজিতে নির্মিত যে, এই ফোন জল-ধুলো থেকে নিরাপদ দূরত্বে থাকবে। সংস্থার তরফে বলা হচ্ছে ফোনটি যথেষ্ট টেকসই। ফোনের ডিসপ্লেটি এমন যে, সেটি পড়ে গেলেও ভাঙবে না। এমনকি জল লাগলেও খারাপ হবে না। সাধারণত মোবাইল ব্যবহারকারীরা স্মার্টফোনকে জলের থেকে নির্দিষ্ট দূরত্বেই রাখে। কিন্তু সম্প্রতি স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে Oppo, তা জলেও খারাপ হবে না।
সংস্থার তরফে জানানো হয়েছে, ফোনটি প্রথম লঞ্চ করা হবে চিনে। পরবর্তীতে অন্যান্য দেশের বাজারে চলে আসবে নতুন স্মার্টফোনটি। আগামী ১২ এপ্রিল Oppo এর নতুন স্মার্টফোন লঞ্চ হবে বলে খবর। ইতোমধ্যে সংশ্লিষ্ট মোবাইল প্রস্তুত কারক কোম্পানিটি A সিরিজের স্মার্ট ফোন লঞ্চ করেছে ভারতের বাজারে। তবে এখনো পর্যন্ত জানা যায়নি যে Oppo সংস্থার নতুন জলরোধী স্মার্টফোনটি ভারতের বাজারে আসবে কিনা, অথবা কবে ভারতের বাজারে নতুন স্মার্টফোনটি আসবে।
Oppo A3 Pro এর অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্য
সূত্রের খবর, Oppo কোম্পানির নতুন ফোন Oppo A3 Pro সেটটিতে একটি খুব বড় স্ক্রিন এবং ব্যাটারি থাকবে। এছাড়াও জানা যাচ্ছে, এই ফোনে থাকছে দুর্দান্ত 6.7-ইঞ্চি 1080p 120Hz কার্ভড OLED স্ক্রিন এরই সঙ্গে থাকছে 5,000mAh এর শক্তিশালী ব্যাটারি। খবর মিলছে যে, এই ফোনটি MediaTek 7050 প্রসেসরে চলবে যা একটি 5G চিপ। সংস্থার সিইও আগেই জানিয়েছেন, ফোনটি যথেষ্ট টেকসই একটি ফোন হতে চলেছে। Oppo কোম্পানির A সিরিজের ফোনে এই প্রথম এতটা উন্নত মানের টেকসই প্রযুক্তির ব্যবহার হয়েছে। ফোনটি যেমন জলে নষ্ট হবে না, তেমনি হাত থেকে পড়ে গেলে ভাঙবে না। উভয় দিক থেকে নিশ্চিন্ত থাকতে পারেন ব্যবহারকারী। কোম্পানি ফোনটির চার বছরের ব্যাটারি গ্যারান্টি দিচ্ছে। পাশাপাশি ফোনটির স্টোরেজ ও ক্যামেরাও দুর্দান্ত।
জানা যাচ্ছে, ফোনটিতে 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। এছাড়াও, ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে বলে ইঙ্গিত মিলছে। মূল ক্যামেরাটি হতে পারে 64-মেগাপিক্সেল এর। বাকি দুটি ক্যামেরা সম্পর্কে তথ্য এখনও জানা যায়নি। সবমিলিয়ে Oppo এর নতুন মোবাইল সেটটি বাজারে এলে দুর্দান্ত চাহিদা সৃষ্টি করতে পারে বলে বিশেষজ্ঞদের মত।
আপনি এই নতুন ফোনের জন্য কতটা এক্সাইটেড? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে ভাগ করে নিতে ভুলবেন না। পরবর্তীকালে আমাদের তরফ থেকে আরও আকর্ষণীয় খবরের বিষয়ে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই ওয়েবসাইটটি।