LPG Cylinder Price – রান্নার গ্যাসে 400 টাকা ছাড়, মাত্র 750 টাকায় এইভাবে গ্যাস সিলিডার বুক করুন।

LPG Cylinder Price at Rs 750.

ঢাক ঢোল পিটিয়ে দেশজুড়ে সূচনা হয়েছিল উজ্জ্বলা প্রকল্পের কে সূচনা করেছিল কেন্দ্রের মোদি সরকার। যার ফলে গ্যাসের দাম, তথা LPG Cylinder Price এর দাম নিয়ন্ত্রনে আসে, এবং অনেক পরিবার Pradhan Mantri Ujjwala Yojana প্রকল্পের অধীনে বিনামূল্যে রান্নার গ্যাস কানেকশন পাওয়ার সুযোগ পান।
কি কারনে এই উজ্জ্বলা প্রকল্পের সূচনা হয়েছিল?
গরিব বা আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোকে ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার প্রদানের মাধ্যমে রান্নার জন্য সরকারের তরফে সহায়তা করা। উজ্জ্বলা প্রকল্পের (Pradhan Mantri Ujjwala Yojana) আওতায় প্রায় বিনামূল্যে গ্যাস সিলিন্ডার সরবরাহ শুরু হয়ে যায় সারা দেশ জুড়ে।

একেবারে বিরাট হাকডাক করে ঢাক ঢোল পিটিয়ে প্রচার করে এই প্রকল্প চালু করা হয়। কিন্তু কিছুদিন পরেই সেই উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা পরিবারগুলোকে ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার দেওয়া বন্ধ করে দেওয়া হয়। এরপরই কার্যত কেন্দ্রের মোদি সরকারের Pradhan Mantri Ujjwala Yojana প্রকল্পের সুবিধা দেওয়া বন্ধ করে দেয়। এই প্রকল্প শুরু হওয়ার পর বিনামূল্যে অল্প সময়ের জন্য ফ্রিতে গ্যাস পায়। কিন্তু তার পরিবর্তে সারা দেশজুড়ে প্রায় প্রতিদিন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম (LPG Cylinder Price) চড়চড়িয়ে বাড়তে থাকে।

যার ফলশ্রুতিতে একেবারে নাজেহাল অবস্থা দেশবাসীর। জিনিসপত্রের দাম লাগামছাড়া, পেট্রোপণ্যের দাম নিত্যদিন বাড়ছে, গৃহস্থের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম উর্ধ্বমুখী, অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে দেশবাসীর। তবে এর মধ্যেই রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে একটি নতুন খবর পাওয়া গিয়েছে। সেটা কি? মাত্র ৭৫০ টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার আপনি কিনতে পারেন। এই সুযোগ পেলে প্রায় ৪০০ টাকা কমে গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন যেকোনো ব্যক্তি।

LPG Cylinder Price:

কিন্তু কিভাবে মাত্র ৭৫০ টাকায় গ্যাস বুক করবেন?
জানা গিয়েছে, বর্তমানে কম্পোজিট গ্যাস সিলিন্ডারের ব্যবহার শুরু হয়েছে। দেশের ২৮ টি শহরে এই কম্পোজিট গ্যাস সিলিন্ডার ব্যবহার চালু হয়েছে। এই গ্যাস সিলিন্ডারে ১০ কেজি গ্যাস থাকে। কম্পোজিট গ্যাস সিলিন্ডার এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই নিয়ে যাওয়া যায়। ফলে কিছু সুবিধা রয়েছে (LPG Cylinder Price). ইনডেন গ্যাস কোম্পানি এই মুহূর্তে এই ১০ কেজির কম্পোজিট গ্যাস সিলিন্ডার বিক্রি করছে।

LPG Cylinder Price

দেশবাসী সেই গ্যাস সিলিন্ডার ৭৫০ টাকা দিয়ে কিনতে পারেন। ২০২০ সালে যেখানে গৃহস্থের রান্নার জন্য গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৫৯৪ টাকা। সেখানেই বর্তমানে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৭০ টাকা। কি গতিতে রান্নার জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম (LPG Cylinder Price) বাড়ছে, সেটা সহজেই অনুমান করা যায়। ঠিক একই ভাবে দাম বাড়ছে পেট্রোল ও ডিজেলের।

মাত্র 4 ঘন্টায় পাবেন ড্রাইভিং লাইসেন্স, সরকারের এই সিদ্ধান্তে খুশি সবাই।

এই পরিস্থিতিতে এবার নতুন এক ধরনের গ্যাস সিলিন্ডারের (LPG Gas Cylinder) কথা বলে বিক্রির চেষ্টা হচ্ছে। সেটি হলো এই কম্পোজিট গ্যাস সিলিন্ডার। যার দাম ৭৫০ টাকা। তবে মাথায় রাখতে হবে, এতে ১০ কেজি গ্যাস থাকে। সেক্ষেত্রে খুব সহজেই দামের বিষয়টিও সহজেই হিসাব করে নেওয়া যায়। বর্তমানে এই কম্পোজিট গ্যাস সিলিন্ডার চালু করার চেষ্টা হচ্ছে। যদিও এতে গ্রাহকের লাভ হবে কিনা সেটা বড় চিন্তার বিষয়। এই বিষয়ে আপনার মতামত নিচে কমেন্ট করে জানাবেন।

19 thoughts on “LPG Cylinder Price – রান্নার গ্যাসে 400 টাকা ছাড়, মাত্র 750 টাকায় এইভাবে গ্যাস সিলিডার বুক করুন।”

    • Garib log ko le kar maje kar rahe hai modi sarkar, pehele free us ke bad paisa lao gas pao,garib logo ki hai lag gaye,iska pura faida le rehi hai ambani Or adani. Jai hind.

      Reply
  1. 750*10=75 no profit..
    1070*14=76 with vortuki.. there are no profit.Old price and new price is same. New cylinder is Discrees price discrees weight. 😂

    Reply
  2. 4 kg kom howa te damer kichu shubidha hbe na, damer sathe gas tao to kome gelo lav ta ki holo? Jodi 14 kg gas 750 takay pai tobei thik ache.

    Reply
  3. 750 Takar 10Kg gas Amar darkar tai ami order korte chai ki ami order korte parbo seta janale ami Sai bhabe order korbr

    Reply
  4. 1.42 taka laver janna k nebe tar theke 14 kg neo bhalo thak baji karbar bandho kore goriber/aam janatar janna bhaba uchit jeta korle gaorib/aam janata bachte pare onk hoyeche abar bhabun

    Reply
  5. Sadharon manusher kono labh nei. Manus ke boka banano chara aar kichui na. Hisabh korley dekha jabe, dame kono kom holo na. Jehetu 10 k. G. dichche ——–

    Reply

Leave a Comment