Primary TET – প্রাথমিক শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট, বিজ্ঞপ্তি জারি পর্ষদের।

Primary TET Update News – প্রাইমারি টেট পাশের সার্টিফিকেট কবে থেকে ডাউনলোড করা যাবে?

গত কয়েকদিন আগে ২০১৭ সালের প্রাইমারি টেট উত্তীর্ন প্রার্থীদের জন্য টেট পাশ সার্টিফিকেট ইস্যু করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary TET Update News). মূলত, ২০১৪ ও ২০২২ সালের টেট উত্তীর্ণদের পরই এই নিয়ে পর্ষদের তরফে জানানো হয়েছিল। এবার সম্প্রতি প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো পর্ষদ। ২০২২ সালের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। তাই বিশদে জানতে হলে অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি অবশ্যই পড়তে ভুলবেন না।

গত বছর অর্থাৎ ২০২২ সালের নিয়োগ নিয়ে ট্রেনিং এডিট অপশন সংযুক্ত করা হল। এতে কতটা সুবিধা বা অসুবিধার সম্মুখীন হতে হবে চাকরিপ্রার্থীদের? প্রসঙ্গত, টেকনিক্যাল সমস্যার কারণে ২০১৭ সালের প্রাইমারি টেট উত্তীর্নরা সার্টিফিকেট ডাউনলোড (Primary TET Update News) করতে সক্ষম হচ্ছিল না। আসলে সেই সময় ওই প্রক্রিয়াটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। গত ১ জুন থেকে পোর্টালটি পর্ষদের তরফে আবারও চালু করা হয়েছে।

আর এবার ২০২২ সালের নিয়োগ নিয়ে ট্রেনিং এডিট অপশন সংযুক্ত করা হল। এতে করে বিএড ডিগ্রিধারী প্রার্থীরাও, যারা ২০২২ এ ডিএলএড হিসেবে আবেদন জানিয়েছিলেন, নিজেদের শিক্ষক প্রশিক্ষণের ট্রেনিং আপডেট (Primary TET Update News) করতে পারবেন। পর্ষদ হাইকোর্টের নির্দেশ অনুসারেই এই নতুন বিজ্ঞপ্তি জারি করেছে।

How To Apply ISRO Recruitment 2023 Online

২০২২ সালে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল, প্রায় ১১০০০ নতুন স্কুল শিক্ষক নিয়োগ করা হবে। সেইমতো গত ২৯ সেপ্টেম্বর পর্ষদ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। বিজ্ঞপ্তি অনুসারে, বর্তমানে ডিএলএড কোর্স করতে থাকলেও আবেদন জানানো যাবে।

নতুন বিজ্ঞপ্তিতে কী জানানো হয়েছে?

পর্ষদের নতুন বিজ্ঞপ্তি অনুসারে, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যারা আবেদন জানিয়েছিলেন, অর্থাৎ ২০২০-২২ শিক্ষাবর্ষে যারা ডিএলএড বা বিএড অবস্থায় আবেদন জানিয়েছিলেন, এর মধ্যে ২৯ সেপ্টেম্বর, ২০২২ তারিখের যাদের আগে কোর্সটি সম্পন্ন হয়ে গিয়েছে তারা আবার আবেদনপত্রে নতুন করে কোর্সটি আপডেট করতে পারবেন।

2014 প্রাইমারি টেট ইন্টারভিউ এর বিজ্ঞপ্তি, নতুন করে প্যানেল হবে?

সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন?

বিজ্ঞপ্তিতে কোর্স আপডেটের দিনক্ষণ এবং এডিটের পদ্ধতি সম্পর্কেও জানানো হয়েছে।
কিভাবে কোর্স এডিট করবেন?
এর জন্য প্রথমে পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
অফিশিয়াল ওয়েবসাইট – www.wbbpe.org
এরপর ‘Application for Recruitment-2022’ এ ক্লিক করতে হবে। ‘Primary Teacher Recruitment-2022’ বাটনে ক্লিক করে ‘Edit Application’ লিংকে ক্লিক করে আপডেট করতে হবে।

আপডেটের সময় – চাকরিপ্রার্থীদের গত ৫ জুন, ২০২৩ তারিখ থেকে ১০ জুন, ২০২৩ তারিখের মধ্যে এই কাজটি সেরে ফেলতে হবে।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

1 thought on “Primary TET – প্রাথমিক শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট, বিজ্ঞপ্তি জারি পর্ষদের।”

Leave a Comment