বিরাট ঘোষণা RBI এর, ২০২৪-২৫ অর্থবর্ষে রেপো রেটে চমক! কতটা প্রভাব পড়বে মধ্যবিত্তদের উপর? জেনে নিন।

Rapo Rate: রেপো রেট নিয়ে বিরাট ঘোষণা করল, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া! কতটা লাভবান হবেন সাধারণ মানুষ? রিজার্ভ ব্যাংকের রেপো রেট নিয়ে প্রত্যেক বছরই উদ্বিগ্ন থাকেন সাধারণ মানুষ। চলতি বছরের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। মার্চের ৩১ তারিখ শেষ হয়েছে গত অর্থবর্ষ (2023-24)। এপ্রিল মাসের ১ তারিখ থেকে শুরু হয়েছে নতুন অর্থবর্ষ (2024-25)। নতুন অর্থবছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই জনসাধারণের মধ্যে কৌতুহল ছিল চলতি অর্থবর্শের রেপো রেট নিয়ে। আর এবার রেপো রেট ঘোষণা করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)।নতুন অর্থবছর শুরু হওয়ার পর চার দিনের মাথায় রেপো রেট ঘোষণা করল ভারতবর্ষের শীর্ষ ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গত ৫ এপ্রিল রেপো রেট ঘোষণা করা হয়েছে। সম্প্রতি এই রেপো রেট নিয়ে বিস্তারিত জানিয়েছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। সাধারণত রিজার্ভ ব্যাংক নতুন অর্থবর্ষের রেপো রেট নিয়ে বৈঠকের পর সিদ্ধান্ত জানায়। এবারেও বৈঠকের শেষে জনসাধারণের সামনে রেপো রেট ঘোষণা করা হয়েছে। রিজার্ভ ব্যাংকের গভর্নর সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানান। ২০২৪-২৫ অর্থবর্ষের রেপো রেট নিয়ে জানতে হলে আমাদের প্রথমেই জেনে নিতে হবে রেপোরেট কি।

রেপো রেট কি?

যে নির্দিষ্ট সুদের হারে দেশের কোন সরকারি অথবা বেসরকারি ব্যাংককে রিজার্ভ ব্যাংক ঋণ দেয়, তাকেই বলা হয় রেপো রেট (Rapo Rate 2024)। নতুন অর্থবর্ষ শুরু হলে রিজার্ভ ব্যাংক রেপো রেট ঘোষণা করে। এই বছর রিজার্ভ ব্যাংক সেই নির্দিষ্ট সুদের হার জানিয়ে দিয়েছে। সূত্রের খবর, বর্তমানে আরবিআই এর তরফে রেপো রেট নির্ধারণ করা হয়েছে ৬.৫০ শতাংশ। রেপো রেটের পাশাপাশি রিজার্ভ রেপো রেট সেটিও জেনে রাখা জরুরী। আরবিআই যেহেতু রেপো রেট নির্ধারণ করেছে ৬.৫০ শতাংশ তাই রিজার্ভ ব্যাংক ৬.৫০ সুদের হারে অন্যান্য ব্যাংককে লোন দেবে। এর পাশাপাশি রিজার্ভ রেপো রেট অনুযায়ী অন্যান্য ব্যাংক গুলির কাছ থেকে ঋণ নেওয়ার সময় একই সুদের হার ধার্য হবে। রেপো রেট এবং রিজার্ভ রেপো রেট দুটি সমান হারে গুরুত্বপূর্ণ।

বর্তমান রেপো রেট কত নির্ধারণ করা হয়েছে

সম্প্রতি রেপো রেট নিয়ে রিজার্ভ ব্যাংকের তরফে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে
শীর্ষ ব্যাংক চলতি অর্থ বর্ষের রেপোরেটের সিদ্ধান্ত সর্বসমক্ষে এনেছে। ৫ এপ্রিল রেপোরেট সম্পর্কিত ঘোষণা হওয়ার পর জানা গেল আগে যে পরিমাণ রেপো রেট ছিল, বর্তমানে সেটিই স্থায়ী থাকবে।
এর আগে ছয় বার রিজার্ভ ব্যাংক রেপো রেট স্থির রেখেছিল। ৫ এপ্রিল সিদ্ধান্তের পর জানা গেল,
এই নিয়ে সাত বার রিজার্ভ ব্যাংক রেপো রেট স্থির রাখল। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে শেষবার
রিজার্ভ ব্যাংক রেপো রেট সংশোধন করেছিল। সেই সময় রেপোরেট ৬.৫০ রাখারই সিদ্ধান্ত নিয়েছিল রিজার্ভ ব্যাংক। চলতি বছরের বৈঠকেও রেপোরেট একই রাখার সিদ্ধান্ত নেওয়া হল। এই অর্থ বর্ষে রেপো রেট স্থির রইল ৬.৫০ শতাংশে।

নতুন রেপোরেটের ফলে মধ্যবিত্তের ওপর কি প্রভাব পড়বে?

রিজার্ভ ব্যাংকের রেপো রেট ব্যাংকের লোনের সঙ্গে সম্পর্কযুক্ত। যখন রিজার্ভ ব্যাংক রেপো রেট নির্ধারণ করে, তখন সেই রেপো রেট ব্যাংক লোনের ক্ষেত্রে প্রভাব ফেলে। শীর্ষ ব্যাংকের রেপো রেট যা হয় সেটি সাধারণ মানুষ ব্যাংক থেকে যে লোন নিচ্ছে তার ওপর এফেক্ট রাখে। রিজার্ভ ব্যাংক যখন সুদের হার বৃদ্ধি করে, তখন সাধারণ মানুষের লোনের খরচ অনেকটাই বেড়ে যায়। আর যদি রিজার্ভ ব্যাংক রেপোরেটে সুদের হার কমায়, তাহলে সাধারণ ব্যাংক লোনের ক্ষেত্রে খরচ কমে। বর্তমানে সাধারণ মানুষ বিভিন্ন ক্ষেত্রে লোন নিয়ে থাকে। যেমন ব্যক্তিগত লোন, হোম লোন, গাড়ির লোন, ইত্যাদি। রিজার্ভ ব্যাংক যখন সুদের হার বৃদ্ধি করে বা হ্রাস করে, তখন ব্যাংক লোনের ক্ষেত্রে সেটি প্রভাব ফেলে। যেহেতু এই অর্থ বছরে রিজার্ভ ব্যাংক রেপো রেট কিছু পরিবর্তন করেনি, আগের রেপো রেট স্থির রয়েছে, সেক্ষেত্রে এই সিদ্ধান্ত সাধারণ মানুষের ক্ষেত্রে কিছুটা স্বস্তির
খবর।

এই রেপো রেট নিয়ে সবটা পড়ে আপনার কি বক্তব্য? আপনার কি মনে হয়? আদৌ কি মধ্যবিত্ত মানুষদের জন্য বিরাট কিছু সুবিধা হবে! নাকি পরিস্থিতি থাকবে একই জায়গায়? অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য জানান নিজের কমেন্ট বক্সে। এছাড়াও পরবর্তীতে আমাদের থেকে কি ধরনের আরও গুরুত্বপূর্ণ খবর পেতে চান সেই বিষয়েও জানাতে পারেন মতামত। আপনাদের কাছে খবর পৌঁছে দেওয়ার আগে সব সময় আমরা সঠিক যাচাই করণ করে তবেই প্রকাশ্যে আনি। আগামী দিনে আরো চেষ্টা করব এমন গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার।

Leave a Comment