ভারতে এপ্রিলের শুরুতেই প্রচন্ড কাঠফাটা গরম পড়তে শুরু করেছে। যার জেরে স্কুলে স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে (School Holidays). যদিও এপ্রিল থেকে সারা দেশের স্কুলগুলি তাদের নতুন একাডেমিক সেশন শুরু করে। যাইহোক, নতুন সেশন শুরু হওয়ার কয়েকদিন পর থেকেই গরমের ছুটি বা Summer Vacation শুরু হয়।আর স্কুলের ছুটি (School Holidays) নিয়ে একাধিক রাজ্য নতুন করে বর্ধিত গরমের ছুটি ঘোষণা করেছে।
এপ্রিল মাসে কয়েকদিন উৎসবের ছুটি রয়েছে। এই উৎসবগুলি ছাড়াও, এপ্রিল মাসে পাঁচটি রবিবার রয়েছে। এবং কিছু কিছু স্কুলে শনিবারও স্কুল ছুটি থাকে। তাই চলতি মাসে প্রায় অর্ধেক দিনই ছুটি থাকছে। এছাড়া গরমের জন্য ৯ দিনের ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। একাধিক রাজ্য ও তাপপ্রবাহের ছুটি ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে ৯ দিনের গরমের ছুটি, উড়িষ্যায় ও ৯ দিনের আপদকালীন তাপপ্রবাহের ছুটি দেওয়া হয়েছে।
এবার এক নজরে দেখে নিন এপ্রিল মাসের স্কুল ছুটির তালিকাঃ
School Holidays April 2023
এপ্রিল মাস বাচ্চাদের প্রচুর ছুটি রয়েছে। তাই নতুন সেশন শুরু হতেই শিক্ষক ও ছাত্রদের ছুটিভোগ করার সুযোগ, এবং সেই সাথে ছুটির আমেজে ঘুরতে যাওয়ার ও সুযোগ রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য এই তাপমাত্রা ৪৬ ডিগ্রী ছুয়েছে। তাই স্কুল বন্ধ থাকলেও বাইরে না বেরোনোই শ্রেয়। রাজ্য সরকার দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত বাইরে বেরোতে নিষেধ করেছেন।
- 1st April মাসের প্রথম শনিবার অনেক স্কুল ছুটি থাকে, তারপর 2nd April রবিবার ছুটির দিন।
- 4 April মহাবীর জয়ন্তী ছুটির দিন হিসেবে পালন করা হয়।
- 7 April গুড ফ্রাইডে পালন করে, তারপরে 8 April আরেকটি শনিবার ছুটির দিন।
- 9 April হল মাসের দ্বিতীয় রবিবার।
- 14 April আম্বেদকর জয়ন্তী উদযাপনের জন্য সারা দেশে স্কুলগুলিও বন্ধ থাকবে।
- 15 April মাসের তৃতীয় শনিবার, তারপর 16 April রবিবার ছুটির দিন।
- 21st April রমজান উপলক্ষে স্কুল ছুটি থাকবে।
- ঈদ-উল-ফিতর 22 April উদযাপিত হবে, যার কারনে এই দিনও স্কুল বন্ধ থাকবে।
- 23 April মাসের চতুর্থ রবিবার পড়ছে, আর 29 April একাধিক রাজ্যে নবমী উপলক্ষে ছুটি থাকবে৷
- অবশেষে, এপ্রিলের শেষ রবিবার 30 তারিখ ছুটি।
সামগ্রিকভাবে, সারা ভারতে শিশুরা এপ্রিল মাসে 12-15 দিনের ছুটি পায়। আর পশ্চিমবঙ্গেও প্রায় ২০ দিন ছুটি (School Holidays) রয়েছে, এপ্রিল মাসে। সুতরাং গরমের সময়ে বাড়িতে বসে সময় কাটানো তথা বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করার এক সুবর্ণ সুযোগ। এছাড়া উৎসবের মৌসুমে টানা ছুটি (School Holidays) এক বাড়তি আনন্দের সৃষ্টি করে। আর ছুটির লিস্ট আগে থেকে জানলে, বেড়ানোর পরিকল্পনা ো করা যায়।
সামগ্রিকভাবে, এপ্রিল হল নতুন বছরের নতুন শিক্ষা বর্ষ শুরুর মাস। আর রাজ্যের স্কুল গুলোতে পরীক্ষা শুরুর মাস। তাই পরীক্ষা শেষের পর টানা ছুটি পেলে আনন্দ আরও দ্বিগুন হয়ে যায়। এই ধরনের আরও খবর পেতে আমাদের নিউজ পোর্টাল ফলো করতে ভুলবেন না। এবং আপনাদের কোনও মন্তব্য থাকলে নিচে কমেন্ট করুন।
I’m studant at work
Ami go bor ho Raha tha ki How are you in advance for taking