এবার SIM Card ব্যবহারে সরকারের নতুন নিয়ম প্রকাশ, জানুন বিস্তারিত বিষয়।
ইচ্ছে হলেই দোকানে গিয়ে একটি করে নতুন SIM Card তুলবেন, আর তা ব্যবহার করতে থাকবেন, এই কাজ আর করতে পারবেন না। ইচ্ছে মতন সিম কার্ড তোলার দিন শেষ। TRAI সরকার ঠিক করে দেবে কয়টি SIM Card আপনি নিতে পারবেন। তার বেশি সিম কার্ড নিলে যথেষ্ট বড় সমস্যায় পড়তে পারেন আপনি। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। টেলিকম বিভাগের (Telecom Regulatory Authority of India) পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, একজন ব্যক্তি তার আইডি কার্ড দিয়ে নির্দিষ্ট সংখ্যক সিম তুলতে পারবেন।
সিম কার্ড রেজিস্ট্রেসন চেকঃ
তার বেশি সিম তোলা সম্ভব নয়। এর আগে ২০২১ সালেও কেন্দ্রীয় সরকার একজন ব্যক্তি তার ID দিয়ে মোট ৯টি সিম তুলতে পারবেন বলে নির্দেশিকা জারি করেছিল। এবার ফের সেই একই নির্দেশিকা জারি হতে চলেছে। এবার আরও কমতে চলেছে SIM Card এর সংখ্যা। সম্প্রতি যেভাবে টেকনোলজি এগিয়েছে ঠিক সেই ভাবেই সাইবার জালিয়াতরাও তাদের নিত্য নতুন কৌশল ফেদে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে তাদের তথ্য এবং টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। আর দিন কে দিন এই ঘটনা বেড়েই চলেছে। তাই এবার সাইবার ক্রাইম কে দমন করতে সরকারের নতুন পরিকল্পনা।
সিম কার্ড জালিয়াতিঃ
e SIM Card:
আধার কার্ড, প্যান কার্ড, সিম কার্ড, ভুয়ো ফোন নম্বর থেকেও এই ধরনের সাইবার জালিয়াতি করা হচ্ছে। তার তাই সাইবার জালিয়াতদের আটকানোর জন্যই কেন্দ্রীয় সরকার এবার একজন ব্যক্তিকে তার নিজস্ব আইডি থেকে মোট ৪টি SIM Card ইস্যু করার নির্দেশ জারি করছে। তার অর্থ, আপনি আপনার আইডি থেকে মোট ৪টি SIM Card নিতে পারবেন। এর বেশি সিম কার্ড নিতে পারবেন না।
বেশি পরিমাণে সিম কার্ড নেওয়ার সুযোগ থাকলে আপনার অজান্তেই আপনার সিম কার্ডকে ব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজকর্ম সংগঠিত হতে পারে। আর সেক্ষেত্রে আপনি সেই সমস্যায় পড়তে পারেন। এই কারণেই কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী আপনাকে এবার নির্দিষ্ট সংখ্যক সিম কার্ড তুলতে হবে। যদি দেখেন আপনার ইস্যু করা আইডি থেকে বহু সিমকার্ড তোলা হচ্ছে, তাহলে আপনি নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানিয়ে সেই সিম কার্ড ব্লক করতে পারবেন।
15000 টাকার মধ্যে 5 টি সেরা 5G Phone, ফিচার্স ও কাস্টোমার রিভিউ দেখুন।
কারণ প্রতিটি সিম কার্ডের জন্য আলাদা আলাদা আইডি থাকে। কেন্দ্রীয় সরকারের তরফে খুব শীঘ্রই এই সিম কার্ড নিয়ে নতুন জরুরি নির্দেশিকা জারি করা হতে পারে। ফলে এবার থেকে আর ইচ্ছে মতন সিম কার্ড তোলা যাবে না। এছাড়া কেউ যদি মাসে মাসে একেক্টি সিম কিনে টাকা শেষ করে ফেলে দেন, তবে তিনি নতুন করে আর সিম কার্ড পাবেন না। সরকারের এই সিদ্ধান্তে আর ইচ্ছেমতো সিম কার্ড তোলা যাবে না। এই প্রতিবেদন টি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।
১টি সিম ব্যাবহার হলে তার নাম্বার সব জায়গায় দেওয়া থাকবে তার সূত্রের মাধ্যমে যে কারো পক্ষে তার সমস্ত বিবরন জানা টা মুশকিল হবে না সব কিছু আরো বেশি জালিয়াতি হবে কিন্তু তার ব্যাঙ্ক বা গুরুত্বপূর্ণ জায়গায় এমোন নাম্বার ব্যবহার করবে জা অন্য সাধারণ মানুষ সেটা জানবে না এতেই জালিয়াতি কমতে পারে কিন্তু বর্তমানে ভারত সরকার জালিয়াতি টা সবচাইতে বেশি করছে আর মানুষের টাকা লুটে নিতে এটার রণকৌশল ফাঁদ পেতেছে , বিজেপি পার্টি ডাকাত আর ডাকাতদের মাষ্টার মআইন্ড