Primary TET – প্রাইমারী টেট নিয়ে নতুন ঝামেলা, 32000 চাকরি বাতিল হলেও চাকরি পাবেন না নতুন প্রার্থীরা!

Primary TET মামলায় নয়া মোড়।

কলকাতা হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ দেওয়ার পরেও চাকরিতে (Primary TET) যোগ দিতে পারছেন না তারা। কেন শীর্ষ আদালতের নির্দেশের পরেও চাকরিতে বহাল করা হচ্ছে না? সেই দাবিতে বিক্ষোভ শুরু করেছেন চাকরি বাতিল হওয়া প্রাথমিক শিক্ষকদের একাংশ। শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা চলছে হাইকোর্টে। আর সেই সব মামলায় একেরপর এক নতুন নির্দেশ দিতে দেখা যাচ্ছে বিচারপতিদের। কখনো চাকরি বাতিল (Recruitment Cancel), আবার কখনো পুনরায় নিয়োগ প্রক্রিয়ার জন্য ইন্টারভিউ, আবার চাকরি করে যে বেতন নিয়েছেন সংশ্লিষ্ট ব‍্যক্তি, তাকে সেই বেতন ফেরত দেওয়ার নির্দেশ।

বর্তমান পরিস্থিতি

ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ৩২০০০ শিক্ষকের চাকরি ৫ বছর শিক্ষকতা করার পরও যেতে বসেছে। আর এই পরিস্থিতিতে নতুন দের ও চাকরি হচ্ছেনা। প্রায় ১০০০ দিন বসে ধরনা দিচ্ছেন SSC চাকরিপ্রার্থীরা। তাদের ও চাকরি নেই। রাজনৈতিক কারন হোক আর আদালতে মামলার গেরো, কারন যা ই হোক মূলত নিয়োগ প্রক্রিয়াই থেমে থাকছে। আর এর ফলে বঞ্চিত হচ্ছেন চাকরি প্রার্থীরা। অনেকের চাকরির বয়স চলে যাচ্ছে। অনেকেই আর্থিক ও মানসিক ভাবে ভেঙ্গে পড়ছেন। মেধাবী হওয়া স্বত্তেও বেকার বসে আছেন।

সুপ্রীম কোর্টের পর্যবেক্ষণ

আবার বারে বারে এটাও দেখা গিয়েছে, কোনো Primary TET – প্রাইমারী টেট বা যেকোনো মামলায় কোলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হচ্ছে, উচ্চ আদালতে বা ডিভিশন বেঞ্চে গিয়ে সেই নির্দেশের উপরে স্থগিতাদেশ (Stay Order) জারি করা হচ্ছে। ফলে মামলার জটিলতার প্রক্রিয়ায় নিয়োগ প্রক্রিয়া থমকে যাচ্ছে। এবার দেখা গেল, প্রাথমিক শিক্ষক (Primary TET) নিয়োগ সংক্রান্ত একটি মামলায় (Primary Teachers Recruitment Case) সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়ার পরেও চাকরি হারা প্রার্থীরা পুনরায় চাকরিতে যোগ দিতে পারছেন না।

Primary TET Interview (প্রাইমারি টেট ইন্টারভিউ)

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত Primary TET – প্রাইমারী টেট মামলায় প্রাথমিক শিক্ষকের চাকরি হারা 269 জন প্রার্থীকে ফের চাকরিতে বহালের নির্দেশ দেয় বোর্ড। সুপ্রিম কোর্টের তরফে স্থগিতাদেশ দেওয়ার পরেই এই নির্দেশ দেওয়া হয়। অন্যান্য সমস্ত জেলায় বোর্ডের এই নির্দেশে চাকরি হারা শিক্ষকরা ফের চাকরিতে যোগ দিলেও দেখা যাচ্ছে, শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলায় অন্য চিত্র। সেখানে চাকরিহারা প্রার্থীরা পুনরায় চাকরিতে বহাল হতে পারছেন না।

2014 প্রাইমারি টেট ইন্টারভিউ এর বিজ্ঞপ্তি, নতুন করে প্যানেল হবে?

শুধু তাই নয়, এই সমস্যাকে নিয়ে প্রশাসনের বিভিন্ন দুয়ারে ঘুরলেও কোনো সুরাহা হয়নি বলেই জানা গিয়েছে। চাকরিহারা শিক্ষকেরা অভিযোগ করছেন, অন্যান্য জেলার ক্ষেত্রে বোর্ডের নির্দেশে চাকরিতে বহাল হলেও উত্তর দিনাজপুর জেলায় তাদের বহাল করা হচ্ছে না। তাই সেই দাবিতেই তারা এবার অবস্থান বিক্ষোভে বসেছেন। এই প্রসঙ্গে যদিও জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরো পড়ুন, তীব্র গরমে আরও 10 দিন বাড়লো গরমের ছুটি, স্কুল কবে খুলবে? জানালেন মুখ্যমন্ত্রী।

এদিকে প্রাইমারী টেট নিয়োগ নিয়ে নতুন করে মামলা হচ্ছে সুপ্রীম কোর্টে। ইতিমধ্যেই চাকরি বাতিলের নির্দেশ আপাতত ৩ মাস স্টে পড়েছে। এদিকে কিছু টেট ২০১৪ পাশ প্রার্থীকে ইন্টারভিউ তে ডাকা হয়েছে। কিন্তু আদৌ তাদের নিয়োগপত্র কবে পাওয়া যাবে বা চাকরিতে যোগদান করবেন সেই নিয়ে প্রশ্ন থেকে যায়। আপনার মতামত নিচে করে জানাতে পারেন।

15 thoughts on “Primary TET – প্রাইমারী টেট নিয়ে নতুন ঝামেলা, 32000 চাকরি বাতিল হলেও চাকরি পাবেন না নতুন প্রার্থীরা!”

  1. এতো কেস যদি না হতো তাহলে হয়তো এতদিনে আরো নিয়োগ হতো। থমকে যেত না প্রক্রিয়া।।।। রাস্তায় ধর্ণা দিয়ে কি লাভ হচ্ছে? মাঝে তো দু বার ইন্টারভিউ হলো সেগুলো তে পেলো না কেন আন্দোলন রত যোগ্য প্রার্থী রা

    Reply
    • Ajke case hoyeche bole corruption er kalpitra dhora porchhe ar jele kachha.yoggora ki vabe bonchito hoyeche tar blu print samne aschhe.ei vabe investigation egiye gele pisi vaipo eksathe jele jabe!

      Reply
    • সেটা পর্ষদ কে বলতে বলুন , যোগ্য হয়ে কত জনের interview দ্বিতীয় বারে পর্ষদ interview বোর্ড থেকে ঘুরিয়ে দিয়েছে তার হিসাব আছে আপনার কাছে ???
      যা হবে সমস্ত কিছুই কোর্ট এ হবে , আমরাও এত সহজে ছেড়ে দেব না।

      Reply
    • সিপিএম তৃণমূলের আমলে কোনও নিয়োগ চায় না। তাহলেই সরকারি কর্মচারীদের ইউনিয়ন ওদের হাত থেকে বেরিয়ে যাবে। তাই যেকোনও অজুহাতে মামলা, অস্থিরতা সৃষ্টি ওদের উদ্দেশ্য।

      Reply
    • আপনি হয়তো ঠিকই বলেছেন ! এত কেস না হলেও তো আরো নিয়োগ হতো । তবে একটা বিষয় আপনাকে বুঝতে হবে , এতদিন যে হারে দুর্নীতি করে নিয়োগ হয়েছে পরবর্তী নিয়োগ গুলো সেই একই রকম ভাবে দুর্নীতি করে হতো । স্বচ্ছতা বলে কোন জিনিস আর থাকত না । শিক্ষা ব্যবস্থা লাটে উঠে যেত। অযোগ্যরা চাকরি করতো আর যোগ্যরা বাড়িতে বসে থাকতো । পুরো জাতির মেরুদন্ড ভেঙে যেত।

      Reply
    • কেস না হলে জানতে পারতাম না এতো দুনীতি হয়,, নিয়োগ প্রক্রিয়ায়,,,
      টাকার ছড়িয়ে ,, , অযোগ্য রাও চাকরি পায়,,, ঐ তিন থেকে তিপান্ন নম্বর

      Reply
  2. Every efficient person should be taken in service. It will help in solving the problem of unemployment . The experienced teachers should not be kicked out.

    Reply
  3. Dichhe na tai pachhe na.interview e jara taka dey tara pay .ami ek bochhor holo RTI korechhi kono reply dichhe na wbbpe ar govt.nirob kano? R jodi 32000 ra qualified hoye chakri pay tahole tader interview dite voy kiser?niyoger somoy rat 12 tay kiser interview hoyechhilo??

    Reply
  4. যোগ্যরা রাস্তায় বসে নেই । বসে আছে রাস্তায় ন্যাকামি করা অযোগ্যরা । তাদের জন্যই সমস্ত recruitments আটকে আছে। ফলে অনেক যোগ্যপ্রার্থী বয়েস হারিয়ে আজও বেকার থেকে দিশাহীন জীবন কাটাচ্ছে।
    রাস্তায় বসে বসে ন্যাকামি করে ধর্না দিয়ে নিজেদের জীবন, সাথেসাথে অনেক ভালোভালো ছেলেমেয়ের জীবন এরা হাতে করে নষ্ট করে দিচ্ছে।
    যারা যোগ্য তারা আর রাস্তায় বসে নেই । তারা অন্যত্র চাকরি করছে । বাটপার অযোগ্য গুলোই রাস্তায় বসে ধর্না দিচ্ছে ।

    Reply
    • আরে ভাই, ওরা ধর্না দিচ্ছে বলেই পশ্চিমবঙ্গের মানুষ গণহারে চাকরি চুরির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। তা না হলে এই গড্ডালিকা প্রবাহ মাথা তুলে দাঁড়িয়ে ক্রমে মহীরুহে পরিণত হতো। যারা ধর্নায় বসেছে ওরা যোগ্য বা অযোগ্য – যাই হোক না কেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ , ধিক্কার জানাচ্ছে। এটাই বড় কথা। বাঙালির শুভ চেতনা যে এখনও শুকিয়ে যায় নি – এটা তার নিদর্শন।

      Reply
    • Ki vhabe rather ondhokare chakri hoyeche sobai jane. Chup thakun. Al ready Gaye kada Lage ache vhuyo master. Gondhho pachhen nischoi.

      Reply
  5. Its a massacare created by those people who are inefficient and knocks the door of court or makes a mass gathering in this way the total statecis running back, and the pockets of lawyers are full.

    Reply

Leave a Comment